সাঁওতাল বিদ্রোহকে একদিক থেকে দেখতে গেলে, ভারতবর্ষের বুকে প্রথম গণ অভ্যুত্থান হিসাবে দেখা যেতে পারে.....একটা পর্যায়ে প্রায় ৩০ হাজার মানুষের এক বাহিনী ইংরেজদের ঘুম কেড়ে নিতে সক্ষম হয়েছিল....ইতিহাস তাদের জন্য জয়ীর মুকুট রাখতে পারেনি, কিন্তু এই বিদ্রোহের সাথে যদি গ্রামসমাজের অন্যান্য শ্রেণী ও স্তরের মানুষ সঙ্গবদ্ধ হতে পারতো, তাহলে ভারতের ইতিহাসে "স্বাধীনতা" শব্দটা অনেক আগেই ঢুকে যেতো.....
এই লড়াইয়ের ভিত্তিভূমি ছিলো জল, জঙ্গল, জীবিকার উপরে গণ মানুষের অধিকার কায়েমের সংগ্রাম.....স্বাধিকার, স্বাধীনতা আর ইজ্জতের লড়াই......আদিবাসী সমাজের এই মূল সমস্যাবলী এখনো চরিত্রগতভাবে একই রয়ে গেছে......এখনো পুঁজির সর্বগ্রাসী কর্তৃত্ববাদী আক্রমণ, প্রগতি - উন্নয়ণ - শিল্পায়নের ধুয়ো তুলে, এই মানুষগুলোর উপরেই নেমে আসে.....মুনাফার জাঁতাকলে পিষ্ঠ হয় তাদের অস্তিত্ব....তাই এর বিরুদ্ধে আজও দেশের আনাচে কানাচে প্রাথমিকভাবে এই মানুষগুলোই প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলছে...
No comments:
Post a Comment