THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Monday, September 21, 2015

সাধন গুপ্ত প্রয়াত Veteran communist leader Sadhan Gupta dies.He was the first visiually challenged MP in India.Condolence!

সাধন গুপ্ত প্রয়াত

Veteran communist leader Sadhan Gupta dies.He was the first visiually challenged MP in India.Condolence!

আজকালের প্রতিবেদনঃ
Comred Sadhan Gupta 2009প্রবী‍ণ কমিউনিস্ট নেতা, বিশিষ্ট আইনজীবী সাধন গুপ্ত প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৭ বছর। শনিবার রাত ১১টা ৫০ মিনিটে যোধপুর পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। রেখে গেলেন চার মেয়ে, এক ছেলে, নাতি–নাতনিদের। তাঁর মৃতু‍্যতে শোক প্রকাশ করেছে সি পি এম। রবিবার বিকেলে তাঁর মরদেহ আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর কার্যালয়ে আনা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সি পি এম রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মহম্মদ আমিন, হাসিম আব্দুল হালিম, রবীন দেব। ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য সম্পাদক অশোক ঘোষ, হাফিজ আলম সাইরানি, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, নিশীথ অধিকারী, রবিলাল মৈত্র প্রমুখ। বি জে পি–র রাজ‍্য সভাপতি রাহুল সিনহা এদিন তাঁর বাড়িতে যান। সাধন গুপ্তর পরিবারের সদস‍্যদের সমবেদনা জানান। কেওড়াতলায় শ্রদ্ধা জানান বিচারপতি অসীম রায়। রাতে কেওড়াতলা শ্মশানে সাধন গুপ্তর শেষকৃত‍্য সম্পন্ন হয়। ১৯১৭ সালের ৭ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। দেড় বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তার পরও অদম‍্য মনোভাব দেখিয়ে ম‍্যাট্রিকুলেশনে প্রথম ১০ জনের মধে‍্য স্থান লাভ করেন। পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ (তৎকালীন) থেকে অর্থনীতিতে স্নাতক হন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পাশাপাশি আইন পাস করেন। শুরু করেন কলকাতা হাইকোর্টে ওকালতি। ছাত্রাবস্থায় বামপন্থী রাজনীতির সংস্পর্শে আসেন, বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি হন। ১৯৩৯ সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস‍্য হন। স্বাধীনতা পরবর্তীকালে কলকাতা দক্ষিণ–পূর্ব কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। কমিউনিস্ট পার্টি ভাগের পর সি পি এমের সদস‍্য হন। আমৃতু‍্য তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে কালীঘাট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে সাধন গুপ্ত বহু গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন বিভিন্ন রাজে‍্য, সুপ্রিম কোর্টে। পূর্ব পাকিস্তানের চট্টগ্রামেও মামলা লড়ে এসেছেন। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর তিনি রাজে‍্যর প্রথম অতিরিক্ত অ‍্যাডভোকেট জেনারেল হন। ১৯৮৬ সালে রাজে‍্যর অ‍্যাডভোকেট জেনারেল নির্বাচিত হন। দৃষ্টিহীন হিসেবে তিনিই দেশের প্রথম অ‍্যাডভোকেট জেনারেল। ভাল গান গাইতেন। যুক্ত ছিলেন দৃষ্টিহীনদের বিভিন্ন সংগঠনের সঙ্গে।
এমপি সাধন গুপ্ত কম্যুনিস্ট

#RIP – Veteran Leftist Sadhan Gupta – Independent India's first visually-challenged MP

The Hindu reports:

Independent India's first visually-challenged MP Sadhan Gupta has died following age-related illness.

The veteran Communist and eminent lawyer died late on Saturday night, Communist Party of India (Marxist) party officials said. He was 98 and is survived by four daughters and a son.

Biman Bose condoles 

Left Front chairman and CPI(M) Polit Bureau member Biman Bose condoled the passing away of the veteran leader.

Born in Dhaka, Mr. Gupta was educated at the Calcutta Blind School and went on to study Economics from the Presidency College and law from the University of Calcutta.

In 1953, the CPI(M) leader became 's first visually-challenged Parliamentarian when he won from the Kolkata south-east constituency. He was re-elected to Parliament for the second consecutive term and remained an MP till 1962. Later on in 1986, he became the first visually-challenged Advocate General of West Bengal.

Mr. Gupta was also the founder-president of the National Federation of the Blind and the first president of the Indian chapter of Disabled Peoples' International.

http://www.thehindu.com/news/national/veteran-leftist-sadhan-gupta-passes-away/article7671154.ece

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...