THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Saturday, February 20, 2016

যাদবপুর বিশ্ববিদ্যালয়, JUকে JNU করার বিরুদ্ধে আজ রাস্তায় নামো! গর্ত থেকে বিষাক্ত জীব জন্তুরা বেরিয়ে এসে জনপদ দখল করতাছে,সময় থাকিতে শুরু হোক সাফাই অভিযান! পলাশ বিশ্বাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়,

JUকে JNU করার বিরুদ্ধে আজ রাস্তায় নামো!

গর্ত থেকে  বিষাক্ত জীব জন্তুরা বেরিয়ে এসে জনপদ দখল করতাছে,সময় থাকিতে শুরু হোক সাফাই অভিযান!

পলাশ বিশ্বাস

কমরেড জেনারেল সেক্রেটারি, আমি বাংলা ও ভারতবর্ষের তুচ্ছাতিচ্ছ নাগরিক!মানুষের ইচ্ছায় জোট হোক্,ভাট হোক্,জোটে যদি বদল রদবদল হয়ে জনগণের সমস্যার সমাধানের দিশা মেলে তো হোক্!


রাজনীতি এখন জাতের নামে বজ্জাতি,আমি এই রাজনীতিতে ভিশ্বাস করি না,আমি ধর্মেও নেই,রাজনীতিতেও নেই,কমরেড জেনারেল সেক্রেটারি!জোটভোটের অন্ক বুঝি না!


ঘটনাচক্রে কমরেড জেনারেল সেক্রেটারি,চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করে চলেছি,সত্তর দশকের অগ্নিবলাকাকে স্পর্শ করেছি। নীরার হাত ধরে বসে থাকিনিকমরেড জেনারেল সেক্রেটারি,তাই বুঝি প্রথমবার বারতবর্ষের যৌবনের মুখে মানুষের স্বাধীনতার দাবি দেশদ্রোহিতা নয়,পরিবর্তনের ডাক।


যে রাষ্ট্র পরমাণু বিধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে জন সাধারণকে,যে রাষ্ট্রে মানুষের কোনো সাংবিধানিক,আইনী ভা মানু,মাত্রের অধিকার নেই,যে রাষ্ট্রে শাসন মানেই অবাধ দমন,মতামতের স্বাধীনতা হরণ এবং গণসংহারই যে রাষ্ট্রের ধর্ম,সংস্কৃতি সেই রাষ্ট্র বদলে ফেলার ডাক দিচ্ছে আমাদের সময়,গণতন্ত্রের অধিকার মেনেই।

রানী এলিজাবেথের স্বর্ণকাল থেকে পৃথীবীর ভিন ভিন দেশে রাষ্ট্রদ্রোহিতা আইন বিপ্লবীদের বিরুদ্ধে প্রয়োগ করার রঘুকুল রীতি।রাষ্ট্র মানেই শাসক শ্রেণীর আধিপাত্য।


শাসক শ্রেণীর একচেটিয়া আধিপাত্যের বিরুদ্ধে,জাতের নামে বজ্জাতির বিরুধ্ধে ,মাতৃভাষার অধিকারের জন্য মানুষের বাচ্চারা পথে নামতেই শেয়াল সখুনেরা চারিদিক থেকে তাদের গেরাও করেছে।গর্তথেকে বাষাক্ত জীবজন্তুরা বেরিয়ে এসে জনপদ দখল করছে এবং একে একে ভবিষত্ প্রজন্মকে রোহিত ভেমুলা,মোহিত,চেন্নাইযের তিন কন্যার মত গ্রাস করতাছে।


এই বিষধর জীব জন্তুরা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের ানমে গণহত্যার মুক্তবাজারি মত্সবে মাতিয়াছে।


সময় থাকিতে সাবধান হউন,নেতাজি বলিয়াছিলেন যুব সম্প্রদায়কে সম্বোধিত করে,সেই ডাকে শ্বাধীনতার সতত্র বছর পরে সাড়া দিতাছে ামাদের চেলে মেয়ে গুলানআর অসভ্য বর্বর নরখাদক জন্তু জানোয়াররা চিল চিত্কারে আকাশ বাতাস তোল পাড় করতাছে।


যাহাদের মিধ্যে মনুষত্ব অবশিষ্ট,যাহাদের শিরদাঁড়া সোজা আছে এবং খাট ভাঙ্গিবার জাপানি তেলেভেজানো বাজারি মিথ্যায় যাহারা বিবেকের দায় থেকে উটপাখির মত পদ্মঝড়ে আত্মসমপ্রণ করেন নাই,শাসকের রক্ত চক্ষুকে যে বাচ্চাগুলো রীতিমত চ্যালেন্জ দিয়া এই গুলামির রাষ্ট্র ব্যবস্থা থেকে আজাদির ডাক দিতাছে,সগর্বে বলুন -পাশে আছি।


JUকে JNU করার বিরুদ্ধে আজ রাস্তায় নামো!

গর্ত থেকে  বিষাক্ত জীব জন্তুরা বেরিয়ে এসে জনপদ দখল করতাছে,সময় থাকিতে শুরু হোক সাফাই অভিযান!



কার লেপের তলায় কে শয়ানে,কার শয়নকক্ষে কার অভিসার,সবই জানা আছে।শুধু অন্কে কিছুই হইব না,মেরিকরণের ধর্মোন্মাদের বিরুদ্ধে মেহনতী মানুষের মোর্চা হোক্,শাসন ক্ষমতা দখলের অন্ক নয়,রাষ্ট্রব্যবস্থা বদলে স্বাধীনতার লড়াঈ হোক্,জোট হোক মানুষের!


আপনে আমার সহিত সংলাপে আসিবেন না।

যদি সংলাপে  আসেন তাহলে কইয়া দিমু কানে কানে ক্যামনে কান টানলে মাথা আসে।


যদি সংলাপে  আসেন তাহলে কইয়া দিমু কানে কানে ক্যামনে জিততে হয় সব অন্ক বাতিল করে।

অন্ক বাতিল করার খেলা কিন্তু ্লরেডি শুরু হইয়া গেল।

কমরেড,আপনার রাজনীতি কি?


http://letmespeakhuman.blogspot.in/…/rssattacked-jadavpurun…

‪#‎RSSattacked‬ Jadavpuruniversity

রাতারাতি আমাদের ছেলে মেয়েগুলান দেশদ্রোহী,তাইলে আমরা কোন্ রামছাগল?

দিল্লীর সুপারি কিলাররা কোলকাতাতেও কম নেই!

বামেদের হাঁড়ি ভাঙল হাটে!...

See More

Let Me Speak Human: #RSSattacked Jadavpuruniversity রাতারাতি আমাদের ছেলে মেয়েগুলান...

मनुस्मति तांडव के चपेट में देश! नालेज इकोनामी में रंगभेदी भेदभाव और फासिज्म के कारोबार को दलितों का मामला कौन बना रहा है? तो इस दलील क...

LETMESPEAKHUMAN.BLOGSPOT.COM|BY PALASH BISWAS


২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন JNU'এর ঘটনার প্রতিবাদে ও ছাত্র নেতা কানহাইয়ার মুক্তির দাবিতে ১৩টি বামপন্থী দলের মিছিল। কেন্দ্রের শাসক ও রাজ‍্যের নিরব সমর্থনকারি ছাড়া এই মিছিলে সবাই আমন্ত্রিত।




Subhajit Das

5 hrs


সব দল গুলি শুরুতে সাধারণ মুর্খ মানুষের মন পাওয়ার লোভে সবার ভালো করার চেষ্টা করে। বাড়ি বাড়ি ছুটে যায় ভোট পাওয়ার আশায়। যেদিন থেকে মানুষ ভরসা করা শুরু সেদিন থেকে নেতারা ভুলে যায় সাধারণ মানুষের বাড়িরর ঠিকানা। আর সেইদিন থেকে শুরু হয় আখের গোছানোর কাজ। এটাই কি রাজনীতি নাকি ভণ্ডামি?

http://letmespeakhuman.blogspot.in/2016/02/21.html

अभिव्यक्ति के लिए फासिज्म के खिलाफ मातृभाषा दिवस 21 फरवरी को बंगाल सड़कों पर होगा !

विश्वविद्यालय न बाबरी मस्जिद हैं और न स्वर्ण मंदिर!

स्वयत्तता सत्ता के हवाले करके अपने बच्चों के खिलाफ साजिश में शामिल जेएनयू के वीसी इस्तीफा दें!

कोलकाता में यादवपुर विश्वविद्यालय ने दिखा दिया कि अभिव्यक्ति की स्वतंत्रता के लिए कोई वीसी,कोई शित्क्षक,कोई छात्र या छात्रा का पक्ष क्या होना चाहिए!...

See More

Let Me Speak Human: अभिव्यक्ति के लिए फासिज्म के खिलाफ मातृभाषा दिवस 21 फरवरी को बंगाल सड़कों पर...

मनुस्मति तांडव के चपेट में देश! नालेज इकोनामी में रंगभेदी भेदभाव और फासिज्म के कारोबार को दलितों का मामला कौन बना रहा है? तो इस दलील क...

LETMESPEAKHUMAN.BLOGSPOT.COM|BY PALASH BISWAS

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে নেহেরু বিশ্ববিদ্যালয়ের উত্তাপ, উত্তাল ...

Bangla Tribune-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হুমকি দিয়েছেন, শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হলে তিনি পদত্যাগ করবেন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ... এর বিপরীতে উত্তাল ছাত্রবিক্ষোভে কথিত 'দেশবিরোধী স্লোগানের' প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করে বিজেপি'র ছাত্র সংগঠন এবিভিপি। তারা জেএনইউ ইস্যুতে বামদের লাগানো ...

যাদবপুরে গেরুয়া হানা ঠেকাতে বেনজির ছাত্র ঐক্য, চুপ শুধু টিএমসিপি

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

সংঘাতে যাদবপুর, মুখোমুখি বাম ছাত্র সংগঠনগুলি ও এবিভিপি

২৪ ঘণ্টা-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কানহাইয়ার মুক্তির দাবিতে উত্তাল যাদবপুর, ভারতজুড়ে বিক্ষোভ

সিলেট টুডে টোয়েন্টিফোর.কম-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ৮টি নিবন্ধ)

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

নিশানায় সুরঞ্জন, দিল্লির মতো হুমকি যাদবপুরেও

Anandabazar Patrika (press release) (registration) (blog)-43 মিনিট আগে

শুক্রবার বিজেপি নেতা রাহুল সিংহ অভিযোগ করেন, ''যাদবপুরে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছে, তাদের সঙ্গে বিদেশের উগ্রপন্থী গোষ্ঠীর যোগ থাকতে পারে।'' সেই আক্রমণ এ ... বিজেপির দাবি উড়িয়ে উপাচার্য ফের জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়স্বশাসিত প্রতিষ্ঠান। ... যাদবপুরের ঘটনা নিয়ে এ দিন টেলিফোন ভবন থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে বিজেপি।

রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে 'দেশপ্রেম' বিজেপি-র

Anandabazar Patrika (press release) (registration) (blog)-58 মিনিট আগে

প্রবাদ আছে— প্রেম এবং যুদ্ধে কোনও কিছুই অন্যায় নয়। 'দেশদ্রোহী'দের বিরুদ্ধে যুদ্ধে এবং 'দেশপ্রেম'-এর প্রচারে শনিবার এই প্রবাদই মানল বিজেপি! জাতীয় পতাকা নিয়ে রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে মিছিল করল তারা! প্রায় এক ঘণ্টা রাজভবনের সামনে জমায়েত করে স্লোগানও দিল! আর এই কাণ্ড আগাগোড়া নিষ্ক্রিয় ভাবে দেখল পুলিশ! যাদবপুর ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

প্রসঙ্গ যাদবপুর: স্লোগানে প্রশ্ন, হামলায় নীরব রাজ্যপাল

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়া মিছিলে যাঁরা 'দেশবিরোধী' স্লোগান দিয়েছেন, তাঁদের নামে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ কি এফআইআর করেছেন? কিংবা করার কথা ভাবছেন? সুরঞ্জনবাবুর ... আর হামলার জন্য যাদের ছাত্র সংগঠনের দিকে আঙুল, সেই বিজেপি'র কী বক্তব্য? এ দিন সুরঞ্জনবাবু রাজভবন ছাড়ার খানিক ...

স্লোগানে প্রশ্ন, হামলায় নীরব রাজ্যপাল

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

কিন্তু এক দিন বাদে একই জায়গায় ঘটা আর একটা অবাঞ্ছিত কাণ্ড রাজ্যপালের নজর এড়িয়ে গেল কী ভাবে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহলে সেই প্রশ্ন উঠে পড়েছে। ... জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়া মিছিলে যাঁরা 'দেশবিরোধী' স্লোগান দিয়েছেন, তাঁদের নামে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ কি এফআইআর ... আর হামলার জন্য যাদের ছাত্র সংগঠনের দিকে আঙুল, সেইবিজেপি'র কী বক্তব্য?

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

সেই জুজুবুড়িটা, আর দুই দেশের চলতি জাতীয়তাবাদ

Bangla Tribune-16 ঘন্টা আগে

মিডিয়া, আইন-বিচার ইত্যাদি বিভাগগুলোতে বিজেপি ও তার উগ্র জাতীয়তাবাদী প্রপাগান্ডা রাজনীতির বহু এজেন্ট/অনুসারী এখন রয়েছে। ... দক্ষিণ এশীয়বিশ্ববিদ্যালয় (সার্ক ইউনিভার্সিটি/সাউ) যেখানে আমার নিমন্ত্রণ ছিল, তাঁদের শিক্ষক পরিষদ লিখিতভাবে, আর শিক্ষার্থীদের অংশবিশেষ সশরীর রাস্তাঘাটে সমর্থন ... এরপর আমি কলকাতায় ফিরবার আগের দিনেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সংঘাতমুখর পরিস্থিতি হয়েছে রাষ্ট্রের 'ফ্যাসিবাদ'/দমননীতির সমালোচক শিক্ষার্থীদের সঙ্গে 'অখণ্ডতা' রক্ষাকারী তথা ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

জীবন জে রকম

Ebela (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আর গত মঙ্গলবার কানহাইয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মিছিলে যাদবপুরবিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্ঝর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ। ... বিরোধীদের দাবি, তাঁকে জেএনইউয়ের উপাচার্যের পদে বসিয়েই কেন্দ্রের বিজেপি সরকার কানাহাইয়ার মতো ছাত্রকে গ্রেফতারের কাজটা 'সহজভাবে' করতে পেরেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

আন্দোলনকারী ছাত্রীকে খুনের হুমকি ফেসবুকে

এই সময়-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে ত্রিপর্ণা জানিয়েছেন, বুধবার রাতে ফেসবুক খুলে দেখা যায়, 'নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গল ২, ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা' বলে একটি পেজে তাঁর ছবি শেয়ার করা হয়েছে৷ সেই ছবি শেয়ার করেন শুভদীপ কুণ্ডু নামে এক ব্যক্তি৷ সেখানে লেখা হয়, 'কী বলবেন দেশদ্রোহী নারীবাদীদের?' তার পর সেখানে ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

সংঘাতে যাদবপুরও জেএনইউয়ের পথে

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

জেএনইউ-এর আন্দোলনের সমর্থনে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন জন পড়ুয়া। কিন্তু সেই ... মঙ্গলবারের মিছিলের উদ্যোক্তাদের পক্ষে শৌনক মুখোপাধ্যায় বলেন, মিছিলটি ডাকা হয়েছিল জেএনইউ এবং দেশজুড়ে চলতে থাকা আরএসএস, বিজেপি ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 'ফ্যাসিজমের' বিরুদ্ধে।

'দেশদ্রোহী' স্লোগান শোনা গেল যাদবপুরের মিছিলে। অভিযোগ অস্বীকার ...

Ebela (press release) (registration) (blog)-১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ৬টি নিবন্ধ)

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১৬:২৩:০৩

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুরের 'দেশদ্রোহী'দের রাস্তায় ফেলে মারার ঘোষণা করছে। ... পুনের এফটিআইআই, দিল্লি বিশ্ববিদ্যালয়, অম্বেডকর বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইত্যাদি ঘুরে এবিভিপির বাহিনী এসে পৌঁছেছে আমাদের দোরগোড়ায়,যাদবপুরের ক্যাম্পাসে। ... কেন এবিভিপি-বিজেপি বার বার ক্যাম্পাসে বিরোধী মতকে চুপ করিয়ে দিতে চেয়েছে?


भेड़िये से निपटा कइसे जाई!

मुक्त बाजार को कोई राष्ट्र नहीं होता।

न कोई राष्ट्र मुक्त बाजार होता है।

नागरिक कोई रोबोट नहीं होता नियंत्रित।

स्वतंत्र नागरिक एटम बम होता है।

...See More


যাদবপুরে গেরুয়া হানা ঠেকাতে বেনজির ছাত্র ঐক্য, চুপ শুধু টিএমসিপি

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিজেপি ও এবিভিপি-র বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুরের বিরাট এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে গেল গেরুয়া মিছিল। আর সেই মিছিল আটকাতে নজিরবিহীন ছাত্র ঐক্যের সাক্ষী হল বাংলা। একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের পাশে দাঁড়িয়ে ...

ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে নেহেরু বিশ্ববিদ্যালয়ের উত্তাপ, উত্তাল ...

Bangla Tribune-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

মিছিল, পাল্টা-মিছিলে চরম উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেখুন ...

Ebela (press release) (registration) (blog)-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কানহাইয়ার মুক্তির দাবিতে উত্তাল যাদবপুর, ভারতজুড়ে বিক্ষোভ

সিলেট টুডে টোয়েন্টিফোর.কম-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

সংঘাতে যাদবপুর, মুখোমুখি বাম ছাত্র সংগঠনগুলি ও এবিভিপি

২৪ ঘণ্টা-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Bangla Tribune থেকে পাওয়া মিডিয়া চিত্র

Bangla Tribune

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া মিডিয়া চিত্র

Ebela (press release) (registration) (blog)

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য সিলেট টুডে টোয়েন্টিফোর.কম থেকে পাওয়া মিডিয়া চিত্র

সিলেট টুডে টোয়েন্টিফোর.কম

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ২৪ ঘণ্টা থেকে পাওয়া মিডিয়া চিত্র

২৪ ঘণ্টা

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ৮টি নিবন্ধ)

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

প্রসঙ্গ যাদবপুর: স্লোগানে প্রশ্ন, হামলায় নীরব রাজ্যপাল

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

কিন্তু এক দিন বাদে একই জায়গায় ঘটা আর একটা অবাঞ্ছিত কাণ্ড রাজ্যপালের নজর এড়িয়ে গেল কী ভাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহলে সেই প্রশ্ন উঠে পড়েছে। ... জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়া মিছিলে যাঁরা 'দেশবিরোধী' স্লোগান দিয়েছেন, তাঁদের নামে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ কি ...

স্লোগানে প্রশ্ন, হামলায় নীরব রাজ্যপাল

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

কিন্তু এক দিন বাদে একই জায়গায় ঘটা আর একটা অবাঞ্ছিত কাণ্ড রাজ্যপালের নজর এড়িয়ে গেল কী ভাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহলে সেই প্রশ্ন উঠে পড়েছে। ... জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়া মিছিলে যাঁরা 'দেশবিরোধী' স্লোগান দিয়েছেন, তাঁদের নামে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ কি ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

সংঘাতে যাদবপুরও জেএনইউয়ের পথে

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনার শুরু মঙ্গলবার বিকেলের একটি মিছিলকে ঘিরে। জেএনইউ-এর আন্দোলনের সমর্থনে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন জন পড়ুয়া। কিন্তু সেই মিছিলে আফজল গুরু এবং এস এ আর গিলানির সমর্থনে বিচ্ছিন্নতাবাদী স্লোগান শোনা গিয়েছিল। বুধবার সকালে আফজল গুরুকে শহিদ ...

'দেশদ্রোহী' স্লোগান শোনা গেল যাদবপুরের মিছিলে। অভিযোগ অস্বীকার ...

Ebela (press release) (registration) (blog)-১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ৬টি নিবন্ধ)

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ২৪ ঘণ্টা থেকে পাওয়া গল্প চিত্র

পোস্টার ছেঁড়ার নামে কার্যত ভাঙচুর চলল যাদবপুর ক্যাম্পাসে

২৪ ঘণ্টা-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ওয়েব ডেস্ক: পোস্টার ছেঁড়ার নামে কার্যত ভাঙচুর চলল যাদবপুর ক্যাম্পাসে। সন্ধেয় বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে সব পোস্টার ছিঁড়ে দেন একদল পড়ুয়া। এধরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন একমত ছাত্র-শিক্ষক দুপক্ষই। দেশবিরোধী স্লোগান,পোস্টার, পাল্টা মিছিল। JNU আঁচে দিনভর উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

ভারী বর্ষণে ডুববে কি শহর, জানতে প্রকল্প

Anandabazar Patrika (press release) (registration) (blog)-3 ঘন্টা আগে

জোরালো বর্ষায় কলকাতার হাল চেন্নাইয়ের মতো হবে কি না, তা এ বার খতিয়ে দেখতে চান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এর গবেষকেরা। এই প্রকল্পে তাদের সঙ্গী হচ্ছে আবহাওয়া দফতর, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যের সেচ দফতর। শনিবার আইএসআই-এ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি অনুষ্ঠানে ওই প্রকল্পের দায়িত্বে থাকা গবেষক ...

তথ্য জানাক ফেসবুক, আর্জি লালবাজারের

Anandabazar Patrika (press release) (registration) (blog)-45 মিনিট আগে

যাদবপুরের ছাত্রী ত্রিপর্ণা দে সরকারকে ফেসবুকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পাড়ি দিল ১৩০২৭ কিলোমিটার! গত বৃহস্পতিবার যাদবপুর থানায় এই অভিযোগ জানিয়েছিলেন ত্রিপর্ণা। সেই অভিযোগ এবং ওই ছাত্রীকে লালবাজারের সাইবার থানায় পাঠান যাদবপুরের অফিসারেরা। লালবাজার সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে মামলা ...

রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে 'দেশপ্রেম' বিজেপি-র

Anandabazar Patrika (press release) (registration) (blog)-55 মিনিট আগে

প্রবাদ আছে— প্রেম এবং যুদ্ধে কোনও কিছুই অন্যায় নয়। 'দেশদ্রোহী'দের বিরুদ্ধে যুদ্ধে এবং 'দেশপ্রেম'-এর প্রচারে শনিবার এই প্রবাদই মানল বিজেপি! জাতীয় পতাকা নিয়ে রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে মিছিল করল তারা! প্রায় এক ঘণ্টা রাজভবনের সামনে জমায়েত করে স্লোগানও দিল! আর এই কাণ্ড আগাগোড়া নিষ্ক্রিয় ভাবে দেখল পুলিশ! যাদবপুর ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

জীবন জে রকম

Ebela (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

... মিছিল, পুলিশ একই বিন্দুতে এবং একই সমস্যার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। ... আর গত মঙ্গলবার কানহাইয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্ঝর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে দেশবিরোধী স্লোগান দেওয়ার ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

ফেসবুকে হুমকি। লালবাজারে অভিযোগ যাদবপুরের ত্রিপর্ণার

Ebela (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ফেসবুকে তাঁকে লাগাতার খুন ও ধর্ষণের 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেনযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ত্রিপর্ণা দে সরকার। শুক্রবার তিনি সেই ... জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে গত মঙ্গলবারবিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করেছিলেন যাদবপুরের পড়ুয়ারা। সেই মিছিলে ...

বন্ধ হয়নি হুমকি, লালবাজারে ত্রিপর্ণা

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ২টি নিবন্ধ)

অনুসন্ধানের ফলাফল

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

জাতীয় পতাকা হাতে জাতীয়তাবাদী তাণ্ডব। নজিরবিহীন, বলছেন যাদবপুরের ...

Ebela (press release) (registration) (blog)-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ছেঁড়া পোস্টার পড়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। —নিজস্ব চিত্র. মুখে 'দেশদ্রোহিতা'র প্রতিবাদে স্লোগান। হাতে জাতীয় পতাকা। এহেন 'রণসজ্জা'য় সজ্জিত হয়েই বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল সেখানকার একদল 'জাতীয়তাবাদী' পড়ুয়ার বিরুদ্ধে। যা দেখে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

সেই জুজুবুড়িটা, আর দুই দেশের চলতি জাতীয়তাবাদ

Bangla Tribune-16 ঘন্টা আগে

দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় (সার্ক ইউনিভার্সিটি/সাউ) যেখানে আমার নিমন্ত্রণ ছিল, তাঁদের শিক্ষক পরিষদ লিখিতভাবে, আর শিক্ষার্থীদের অংশবিশেষ সশরীর রাস্তাঘাটে ... আগের দিনেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সংঘাতমুখর পরিস্থিতি হয়েছে রাষ্ট্রের 'ফ্যাসিবাদ'/দমননীতির সমালোচক শিক্ষার্থীদের সঙ্গে 'অখণ্ডতা' রক্ষাকারী তথা ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

আন্দোলনকারী ছাত্রীকে খুনের হুমকি ফেসবুকে

এই সময়-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে ত্রিপর্ণা জানিয়েছেন, বুধবার রাতে ফেসবুক খুলে দেখা যায়, 'নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গল ২, ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা' বলে একটি পেজে তাঁর ছবি শেয়ার করা হয়েছে৷ সেই ছবি শেয়ার করেন শুভদীপ কুণ্ডু নামে এক ব্যক্তি৷ সেখানে লেখা হয়, 'কী বলবেন দেশদ্রোহী নারীবাদীদের?' তার পর সেখানে ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য BBC বাংলা থেকে পাওয়া গল্প চিত্র

দেশদ্রোহে অভিযুক্তকে দিল্লির আদালতে আবার প্রহার

BBC বাংলা-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

এদিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার দেশবিরোধী মিছিল আয়োজনের অভিযোগ ওঠার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। দেশদ্রোহে অভিযুক্ত কানহাইয়া কুমারকে এদিন দুপুরে যখন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিয়ে আসা হচ্ছিল, তার আগে থেকেই একদল আইনজীবী সেখানে শ্লোগান দিচ্ছিলেন। তাদের ভাষায় ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

অভাব সচেতনতার, পোস্টারে ঢেকেছে শহর

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ফুটপাথ থেকে পার্ক— শহর জুড়ে সৌন্দর্যায়নের নানা কাজ চলছে। কিন্তু শহরের যত্রতত্র পোস্টার লাগানো আজও চলেছে। কোথাও উড়ালপুলের স্তম্ভের গায়ে স্তরে স্তরে জমছে পোস্টার। কোথাও আবার ফুটপাথের পাশের দেওয়ালগুলিতে বিসদৃশ ভাবে পোস্টার সাঁটা হয়েছে। সরকারি অফিস থেকে ব্যক্তিগত বাড়ির দেওয়াল, পোস্টারের দখলদারি থেকে বাদ যায়নি ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

JNU-র আঁচে ফুটছে JU, ঘোলা জলে মাছ ধরছে সবাই

এই সময়-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

একদিকে যখন ভাইস চ্যান্সেলরের আর্জি খারিজ করে JNU-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিলে সামিল ছাত্ররা, যাদবপুরবিশ্ববিদ্যালয়ে অব্যাহত ছাত্র ... এদিকে, বৃহস্পতিবারই JNU-র ছাত্র ও শিক্ষকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয় গঠিক তদন্ত কমিটির সামনে হাজির হবেন না।

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১৬:২৩:০৩

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

এই ছকটা যাদবপুরে নতুন দৃশ্য হলেও সারা দেশের প্রেক্ষিতে খুব চেনা ছবি। বলা যেতে পারে ক্যাম্পাসে ক্যাম্পাসে 'দেশদ্রোহী' ছাত্র খুঁজতে খুঁজতে আইআইটি মাদ্রাজ, পুনের এফটিআইআই, দিল্লি বিশ্ববিদ্যালয়, অম্বেডকর বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইত্যাদি ঘুরে এবিভিপির বাহিনী এসে পৌঁছেছে আমাদের দোরগোড়ায়,যাদবপুরের ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

আমি, আমার বাংলা ভাষা এবং তার পর

এই সময়-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

হিসেব মিলছে না একটা সাম্প্রতিক বিতর্কের জন্য - 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তিন শিক্ষিকা এক প্রতিবন্ধী ছাত্রকে বাংলায় লেখার জন্য নিগ্রহ করেছেন!' এমনও কি সম্ভব? ন্যাক-এর মূল্যায়নে যে বিশ্ববিদ্যালয় উত্‍‌কর্ষ কেন্দ্রের শিরোপা পেয়েছে, সেখানে বাংলা ভাষাকে এতটা তাচ্ছিল্য করা হয়! সে জন্য ছাত্রকে ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য প্রথম আলো থেকে পাওয়া গল্প চিত্র

আদালতে কানহাইয়া ও সাংবাদিকদের মারধর

প্রথম আলো-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাশ্মীরসহ কয়েকটি রাজ্যের স্বাধীনতা চেয়ে ও ফাঁসি হওয়া বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি নেতা আফজাল গুরুর সমর্থনে পোস্টার লাগানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। ভারতবিরোধী স্লোগানের ঘটনায় গত সপ্তাহে গ্রেপ্তার জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

স্লোগান তুললেই দেশদ্রোহী? প্রশ্ন অনেকের মনেই

এই সময়-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

কে দেশদ্রোহী? দিল্লির জেএনইউ-এর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এই প্রশ্নেই এখন আলোড়িত নাগরিক সমাজ৷ কেবল স্লোগান তুললেই যদি দেশবিরোধী হতে হয়, তা হলে সংবিধান বর্ণিত বাক্-স্বাধীনতার অধিকার কী ভাবে বজায় থাকবে--উঠছে সে প্রশ্নও৷ এ নিয়ে মুখ খুলেছেন একাধিক বিশিষ্ট নাগরিক৷ দিল্লি হোক বা যাদবপুর, সব ক্ষেত্রেই ...

অনুসন্ধানের ফলাফল

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

যাদবপুরেও আফজল গুরুর সমর্থনে পোস্টার, উত্তপ্ত ক্যাম্পাস

Ebela (press release) (registration) (blog)-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

জেএনইউ-র পাশে দাঁড়াতে গিয়ে বুধবারও দিনভর উত্তপ্ত থাকল জেইউ। মঙ্গলবারযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিল থেকে আফজল গুরুর সমর্থনে স্লোগান উঠেছিল। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই আফজল গুরু, ইয়াকুব মেমনদের সমর্থনে পোস্টার পড়ল। যার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জেএনইউ-র ছাত্রনেতা ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ২৪ ঘণ্টা থেকে পাওয়া গল্প চিত্র

ছাত্ররা যেখানে উত্তাল সমুদ্র আর ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি

২৪ ঘণ্টা-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

জেএনইউ থেকে যাদবপুর নানা সময়ে নানা ইস্যুতে মিছিলে উত্তাল হয়েছে ক্যাম্পাস। অগ্নিগর্ভ ফুলকি দিয়ে বেরিয়ে এসেছে স্লোগানে। নদী যখন পাহাড় ... আন্দোলনের নেতৃত্ব দেয় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়-হোক কলরব ক্যাম্পাসে ঢুকে পুলিসের ...

জেএনইউয়ের উত্তাপ ভারতজুড়ে ছড়িয়েছে

প্রথম আলো-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

গতকাল পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির একটি মিছিল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটকে পৌঁছায়। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আলোচনার পর গতকাল রাহুল গান্ধী বলেন, সরকার তার বিরোধী যেকোনো শক্তিকে নির্মূল করতে চায়। কিন্তু সরকারের ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ২৪ ঘণ্টা থেকে পাওয়া গল্প চিত্র

আজ বেলা বারোটায় ঢাকুরিয়া থেকে এইট বি পর্যন্ত মিছিল ABVPর

২৪ ঘণ্টা-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

সেক্ষেত্রে পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কী ব্যবস্থা নেয় যাদবপুরকর্তপক্ষ , তার দিকেই এখন নজর সকলের। অন্যদিকে JNUয়ের সমর্থনে মিছিল থেকে দেশদ্রোহী স্লোগানের ... সেক্ষেত্রে মিছিল নিয়ে রাজ্যপালকে কী তথ্য পেশ করেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার দিকেও তাকিয়ে পড়ুয়ারা। First Published: Thursday ...

স্থায়ী রেজিস্ট্রার নিয়োগে আশ্বাস দিলেন আচার্য

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কানপুর আইআইটি, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় সহ দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতায় যুক্ত। আচার্য এ দিন তাঁর বক্তব্যে ... কোনও বিষয়কে উল্লেখ করে আচার্য এ কথা না বললেও জেএনইউ এবংযাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ দিন তাঁর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে করছেন শিক্ষক-পড়ুয়াদের একাংশ। সমাবর্তনে এ দিন ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

ক্রস-হ্যাকে চলছে ভবিষ্যতের 'র‌্যাঞ্চো' তৈরির অভিনব মহড়া

এই সময়-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

'ক্রস হ্যাক'-এর অন্যতম উদ্যোক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের পড়ুয়া সূচিতা মুখোপাধ্যায়ের কথায়, 'উদ্ভট আইডিয়া কাজে লাগিয়ে সমস্যার চটজলদি সমাধান করাটা টেকনোলজি ফ্রিক'দের একটা ইউএসপি৷ আর মেডিক্যাল টেকনোলজির হাত ধরে ডাক্তারদের সঙ্গে নিয়ে আজকাল অনেক ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ব্রেকিংনিউজ বাংলাদেশ থেকে পাওয়া গল্প চিত্র

যাদবপুরে ভারত বিরোধী পোস্টার!

ব্রেকিংনিউজ বাংলাদেশ-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ভারত: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভারত বিরোধী কর্মকাণ্ড শেষ না হতেই পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার পাওয়া গেছে ভারত বিরোধী পোস্টার। তবে দিল্লির মত ... বিচ্ছিন্নতাবাদী কেউ কেউ এসব পোস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লাগিয়েছে বলে ধারনা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

বিক্ষিপ্ত বিক্ষোভ ছাড়া জেএনইউ নিয়ে চুপ ছাত্ররা

এই সময়-১৫ ফেব্রুয়ারী, ২০১৬

শিক্ষাক্ষেত্রে আন্দোলনের আঁতুড়ঘর প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও কোনও বড় বিক্ষোভ এই ইস্যুতে হয়নি৷ তবে এ দিন যাদবপুরে মিছিল হয়েছে৷ আজ বিকেল পাঁচটায় যাদবপুরে একটি মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে৷ প্রেসিডেন্সিতে এমনিতেই জাতপাত-বিরোধী সপ্তাহ উদ্যাপন করছে ছাত্র সংসদ৷ তার সঙ্গেই মিশে ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

প্রসঙ্গ স্বাধিকার। ফের খোঁচা শিক্ষামন্ত্রীর

Ebela (press release) (registration) (blog)-৩১ জানুয়ারী, ২০১৬

পার্থের কটাক্ষ, ''নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা সেন্ট জেভিয়ার্সের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে তো কখনও ক্লাস বিঘ্নিত হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সিতে কেন হয়?'' মন্ত্রীর এদিনের বক্তব্যের সময় সেখানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) নেতা কেশব ভট্টাচার্য। তিনি বলেন, ''শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধিকারের ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য ২৪ ঘণ্টা থেকে পাওয়া গল্প চিত্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'অশোক রুদ্রের উপস্থিতি অবাঞ্ছিত', সুরঞ্জন দাশ

২৪ ঘণ্টা-৪ ফেব্রুয়ারী, ২০১৬

ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে থামছে না বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে গতকাল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি অশোক রুদ্রের উপস্থিতি। যেভাবে অশোক রুদ্র তাঁর কাছে এসেছিলেন, সেটা আদৌ বাঞ্ছিত নয়। আজ এই মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য সুরঞ্জন দাশ। গতকালই হঠাত্‍ ...

২,৬৮০টি ফলাফলের 4 নম্বর পৃষ্ঠা (০.৩৪ সেকেন্ড)

অনুসন্ধানের ফলাফল

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Ebela (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

অনন্য কীর্তির মুখে বাংলার বাঘিনী

Ebela (press release) (registration) (blog)-১৮ ফেব্রুয়ারী, ২০১৬

সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে যাঁকে কয়েকদিন আগেই ভোরবেলায় গিয়ে পাওয়া গেল। কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে বেরোবেন। তারই প্রস্তুতি নিতে এসেছেন। নিবিড় অনুশীলনে ব্যস্ত। আশেপাশে কেউ নেই। সঙ্গী বলতে ক্রিকেট কিটব্যাগ আর ফোন করে ডেকে আনা এক সতীর্থ। তারকাকে দেখার জন্য জনতার ভিড় নেই। রেকর্ডের অপেক্ষায় ...

ছাত্রভোট রোখা স্বাধিকারেই হস্তক্ষেপ, রায় দিল যাদবপুর

Anandabazar Patrika (press release) (registration) (blog)-২৯ জানুয়ারী, ২০১৬

ঠিক সময়ে ছাত্রভোট করা যাবে কি না, সেই ব্যাপারে সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠান যাদবপুর-কর্তৃপক্ষ। বিতর্কের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাও। প্রশ্ন ওঠে, বিশ্ববিদ্যালয় স্বশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকারের অনুমতির অপেক্ষায় থাকবে কেন? এতে কি কর্তৃপক্ষই বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে সরকারি হস্তক্ষেপকে আমন্ত্রণ ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর.কম থেকে পাওয়া গল্প চিত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর.কম

গুগল ওয়েব অনুসন্ধান

যায় যায় দিন-১৯ ফেব্রুয়ারী, ২০১৬

দেশদ্রোহিতার অভিযোগে ছাত্রনেতা কানহাইয়া কুমারকে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) চত্বরে ঢুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই জেএনইউর ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে ভারতের রাজনীতিও। এমনকি আন্দোলনের ঢেউ এসে লাগে পশ্চিমবঙ্গেরযাদবপুর বিশ্ববিদ্যালয়েও। প্রাণহানির আশঙ্কায় সুপ্রিমকোর্টের কাছে জামিনের আর্জি ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

কংগ্রেস-সিপিএম জোটের ভাবনার পেছনে অংকসেই হিসেবেও মমতাই ফের ক্ষমতায়

Bangla Tribune-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ওমপ্রকাশবাবু শুধু একজন পুরনো কংগ্রেসিই নন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক জন সম্মাননীয় অধ্যাপকও বটে। কাজেই, নিছক ভাবাবেগ নয়, যুক্তি, বিশ্লেষণ ও হিসেবের ভিত্তিতেই তিনি দলের হাইকমান্ডের কাছে তার হিসেব পেশ করবেন, সেটাই স্বাভাবিক এবং ওমপ্রকাশবাবু সেটাই করেছেন। কিন্তু এক্ষেত্রে যুক্তি ও ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

৫ রাজ্যে ব্যাপক তল্লাশি চলছে

Bangla Tribune-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

এদিকে মঙ্গলবার বিকালে পার্লামেন্টে দোষী সাব্যস্ত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করে এবং নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়ার মুক্তির দাবিতে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। গোলপার্ক থেকে শুরু হওয়া মশাল মিছিলে তারা কাশ্মিরের স্বাধীনতার দাবিতেও স্লোগান দেন বলে জানিয়েছে ভারতীয় ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

'জরুরি অবস্থা'র স্মৃতি ফিরিয়ে গ্রেফতার জেএনইউ-এর ছাত্রনেতা

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১২ ফেব্রুয়ারী, ২০১৬

বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকে ছাত্র পেটানোর ঘটনাতেই 'হোক কলরব' আন্দোলনে মুখর হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ সন্ধ্যায় সিপিআই সাংসদ ডি রাজা ও পল্লব সেনগুপ্ত দেখা করেন জেএনইউ-এর উপাচার্য জগদীশ কুমারের সঙ্গে। উপাচার্য তাঁদের জানান, পুলিশ এসে কুড়ি জন ছাত্র-ছাত্রীর একটি তালিকা দিয়ে কে কোন হস্টেলে থাকে তা জানতে ...

জেএনইউ ছাত্রনেতা গ্রেফতারে বিতর্ক: 'জরুরি অবস্থা ফিরিয়ে আনছে বিজেপি'

Bangla Tribune-১৩ ফেব্রুয়ারী, ২০১৬

আরো বিশদে অন্বেষণ করুন (আরো ১৩টি নিবন্ধ)

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Anandabazar Patrika (press release) (registration) (blog) থেকে পাওয়া গল্প চিত্র

জোট-হাওয়ায় নিশানা তৃণমূলের নীরবতাও

Anandabazar Patrika (press release) (registration) (blog)-১৫ ফেব্রুয়ারী, ২০১৬

জেএনইউয়ের প্রতি সহমর্মিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এসএফআই-আইসা। আর এই যাবতীয় প্রতিবাদকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, ''যাঁরা মনে করছেন আফজল গুরুকে ফাঁসি দেওয়া ভুল হয়েছিল, তাঁরা ধর্মতলায় দাঁড়িয়ে সে কথা বলুন! বাক্-স্বাধীনতার দোহাই দিয়ে দেশবিরোধী কার্যকলাপ সমর্থন করা যায় না।''.

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য Bangla Tribune থেকে পাওয়া গল্প চিত্র

প্রকাশ্যে চুমু খাওয়া 'হঠকারী হলিউডি ইভেন্ট': কাবেরী গায়েন

Bangla Tribune-১৫ ফেব্রুয়ারী, ২০১৬

যাদবপুরের ইভেন্টের ফলাফল কিন্তু ভালো হয়নি। নারী-পুরুষ শিক্ষিত হলে, কাজের পরিবেশ মুক্ত হলে হয়তো একদিন অনায়াসেই আসবে চুমু। একসময় বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েরা পাশাপাশি বসতো না, কথা বলতো না। একদল ছেলেমেয়ে জোর করে পুলিশ পাহারায় কখনও বলেনি, আজ থেকে পাশাপাশি বসবো। মজার ব্যাপার হলো, যারা ইভেন্টটির ডাক দিয়েছিলেন, তারাতো ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর জন্য এই সময় থেকে পাওয়া গল্প চিত্র

JNU সম্পর্কে যে কথাগুলি আমি বলতে চাই

এই সময়-১৭ ফেব্রুয়ারী, ২০১৬

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিরোধী স্লোগান নিয়ে ত্রমবর্দ্ধমান বিতর্ক (এবার তাতে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও), দেশের রাজনৈতিক মেরুকরণ ... ১২) মাঝেমধ্যেই খবর পাওয়া যায়, পাকিস্তানের কাছে খেলায় ভারত হারলে কিছু কিছু বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা বিজয়োত্‍সব পালন করেন।

Palash Scape,the Real India: भेड़िये से निपटा कइसे जाई! मुक्त बाजार को कोई राष्ट्र नहीं होता। न...

कैसे नहीं दोगे जमीन,देखते नहीं कि सड़कों पर उतरने लगे हैं युद्धक विमान कि झीलों और समुंदरों की गहराइयों से मौसम की जमीं पर होने लगी है अग्निवर्षा

PALASHSCAPE.BLOGSPOT.COM|BY PALASH BISWAS



Tintin Banerjee shared SFI WB - Students' Federation of India, West Bengal's post.

February 18 at 6:10pm

SFI WB - Students' Federation of India, West Bengal's photo.

SFI WB - Students' Federation of India, West Bengal's photo.

SFI WB - Students' Federation of India, West Bengal's photo.

SFI WB - Students' Federation of India, West Bengal's photo.

+15

SFI WB - Students' Federation of India, West Bengal added 18 new photos.Like Page

February 18 at 5:41pm

সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিলেন যাদবপুরের ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মীরা...

# $ SHTTER DOWN RIGHT TO KNOWLEDGE FOR MANUSMIRTI RSS indulged in Direct Action in Kolkata yet again,Jadavpur University attacked! In Dhaka,the Pak Army destroyed the Dhaka University and killed students and professors, writers,jurnos,intellectuals one by one but they lost East Pakistan!Please read History once again! Palash Biswas

# $ SHTTER DOWN RIGHT TO KNOWLEDGE FOR MANUSMIRTI

RSS indulged in Direct Action in Kolkata yet again,Jadavpur University attacked!

In Dhaka,the P...

Continue Reading

Let Me Speak Human: # $ SHTTER DOWN RIGHT TO KNOWLEDGE FOR MANUSMIRTI RSS indulged in Direct...

LETMESPEAKHUMAN.BLOGSPOT.COM|BY PALASH BISWAS




--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...