THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Wednesday, June 29, 2011

Fwd: [Manusher Sangramer kotha addai uthuk] 'জমি জরিপের কাজ চলতে পারে'



---------- Forwarded message ----------
From: Sukumar Mitra <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/6/29
Subject: [Manusher Sangramer kotha addai uthuk] 'জমি জরিপের কাজ চলতে পারে'
To: Manusher Sangramer kotha addai uthuk <200057440035198@groups.facebook.com>


'জমি জরিপের কাজ চলতে পারে'  বিজেন্দ্র সিংহ, নিপুন সাইগাল, ধ্রবজ্যোতি প্রামাণিক, স্টার আনন্দ Wednesday, 29 June 2011 12:49 সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি হস্তান্তরের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট. বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি এ কে পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট সিঙ্গুর মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে. তবে জমি বণ্টনের প্রশাসনিক প্রক্রিয়া চলতে পারে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত. অর্থাত্ জমি জরিপের কাজ, জমি চিহ্নিতকরণের কাজ, জমি হস্তান্তরের জন্য শুনানি চলতে পারে.  গতকাল সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে টাটা মোটরস. লিভ পিটিশনে টাটা মোটরস জানিয়েছিল, রাজ্য সরকারের তৈরি করা সিঙ্গুর আইন সংবিধান বিরোধী. তাই ওই আইন বাতিল করে সিঙ্গুরের জমি তাদের ফেরত দেওয়া হোক. রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট টাটা মোটরসের ওই আবেদন নিয়ে কোনও মন্তব্য করেনি. অন্য দিকে টাটা মোটরসের আইনজীবী মুকুল রোহতগীর জানান, যে কলকাতা হাইকোর্ট সিঙ্গুর মামলা নিয়ে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত জমি হস্তান্তরের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে. সুপ্রিম কোর্ট বিচারপতি সৌমিত্র পালকে অনুরোধ করেছে, একমাসের মধ্যে দু'পক্ষের বক্তব্য শুনে নির্দেশ দিতে. এর আগে সিঙ্গুরের জমি বণ্টনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল টাটা মোটরস. সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায়, গতকাল সর্বোচ্চ আদালতে আবেদন জানায় টাটারা. দীর্ঘ আট দিন ধরে টাটা মোটরস কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের মধ্যে চলছে এই মামলা. এই রায় টাটাকে কিছুটা স্বস্তি দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছে, রাজ্য সরকার এই রায়কে সাদরে গ্রহণ করছে. তবে সর্বোচ্চ আদালত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে জমি বন্টন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কিছুই চলবে. যেমন চলবে জমি জরিপ ও চিহ্নিতকরণের কাজ. শুধু জমি হস্তান্তর করা যাবে না. হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত. রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট টাটা মোটরসের ওই আবেদন নিয়ে কোনও নির্দেশ দেয়নি.
Sukumar Mitra 4:41pm Jun 29
'জমি জরিপের কাজ চলতে পারে'
বিজেন্দ্র সিংহ, নিপুন সাইগাল, ধ্রবজ্যোতি প্রামাণিক, স্টার আনন্দ
Wednesday, 29 June 2011 12:49
সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি হস্তান্তরের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট. বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি এ কে পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট সিঙ্গুর মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে. তবে জমি বণ্টনের প্রশাসনিক প্রক্রিয়া চলতে পারে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত. অর্থাত্ জমি জরিপের কাজ, জমি চিহ্নিতকরণের কাজ, জমি হস্তান্তরের জন্য শুনানি চলতে পারে.
গতকাল সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে টাটা মোটরস. লিভ পিটিশনে টাটা মোটরস জানিয়েছিল, রাজ্য সরকারের তৈরি করা সিঙ্গুর আইন সংবিধান বিরোধী. তাই ওই আইন বাতিল করে সিঙ্গুরের জমি তাদের ফেরত দেওয়া হোক. রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট টাটা মোটরসের ওই আবেদন নিয়ে কোনও মন্তব্য করেনি. অন্য দিকে টাটা মোটরসের আইনজীবী মুকুল রোহতগীর জানান, যে কলকাতা হাইকোর্ট সিঙ্গুর মামলা নিয়ে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত জমি হস্তান্তরের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে. সুপ্রিম কোর্ট বিচারপতি সৌমিত্র পালকে অনুরোধ করেছে, একমাসের মধ্যে দু'পক্ষের বক্তব্য শুনে নির্দেশ দিতে. এর আগে সিঙ্গুরের জমি বণ্টনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল টাটা মোটরস. সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায়, গতকাল সর্বোচ্চ আদালতে আবেদন জানায় টাটারা.
দীর্ঘ আট দিন ধরে টাটা মোটরস কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের মধ্যে চলছে এই মামলা. এই রায় টাটাকে কিছুটা স্বস্তি দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছে, রাজ্য সরকার এই রায়কে সাদরে গ্রহণ করছে. তবে সর্বোচ্চ আদালত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে জমি বন্টন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কিছুই চলবে. যেমন চলবে জমি জরিপ ও চিহ্নিতকরণের কাজ. শুধু জমি হস্তান্তর করা যাবে না. হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত. রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট টাটা মোটরসের ওই আবেদন নিয়ে কোনও নির্দেশ দেয়নি.

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...