THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Saturday, July 27, 2013

অনুব্রতর পাশে মুখ্যমন্ত্রী, 'ভয়ঙ্কর পরিণাম'-এর হুঁশিয়ারি

অনুব্রতর পাশে মুখ্যমন্ত্রী, 'ভয়ঙ্কর পরিণাম'-এর হুঁশিয়ারি

অনুব্রতর পাশে মুখ্যমন্ত্রী, 'ভয়ঙ্কর পরিণাম'-এর হুঁশিয়ারি
এই সময়: দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'অনুব্রত মণ্ডলের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। অনুব্রত ঠিক কী বলতে চেয়েছিলেন, তা পরে চিঠি দিয়ে জানিয়েছেন।' এ প্রসঙ্গেই বিরোধী নেতাদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, 'দাঁড়কাকের মতো কিছু নেতা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।' 

এদিন কেন্দ্রকেও বিঁধতে ছাড়েনিন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্যের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে।' মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'এর পরিণাণ হবে ভয়ঙ্কর।' এ ছাড়াও, তাঁর অভিযোগ, ভোটের দিন এক কেন্দ্রীয়মন্ত্রী গুন্ডামি করেছেন। 

এ প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, 'দোষীদের পাশে দাঁড়ানো একটা ধারায় পরিণত হয়েছে। কলেজে অশান্তি থেকে শুরু করে নানা ঘটনাকেই মুখ্যমন্ত্রী ছোট, তুচ্ছ ঘটনা বলে লঘু করেছেন। যেখানে দলীয় স্বার্থ ছিল, সেখানেই তিনি দোষীদের পাশে। যে ভাবে সন্ত্রাসের মাধ্যমে তৃণমূল ভোট করাতে চেয়েছিল, অনুব্রতর মতো নেতা সে কাজে সিদ্ধহস্ত। বিধানসভায় বলেলও মুখ্যমন্ত্রী আসলে পুলিশ প্রশাসনকেই নির্দেশ দিতে চেয়েছেন যে, অনুব্রতর বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ না-করা হয়।' 

কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রর প্রতিক্রিয়া, 'এটাই তো স্বাভাবিক। এতে আশ্চর্য হওয়ার কিছু দেখছি না। আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের কথা বলেছে। প্রশাসন সেই নির্দেশ কতটা পালন করবে, তা নিয়ে আমার সন্দেহ আছে।'

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...