THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Wednesday, September 17, 2014

সংগ্রাম চলছে ।। গোটা বাংলার ছাত্র সমাজ এক হও Strongly condemn the unprecedented brutal attack at midnight by police and outside trinamuli goondas against the students in Jadavpur university campus. Palash Biswas

সংগ্রাম চলছে ।।

গোটা বাংলার ছাত্র সমাজ এক হও

Strongly condemn the unprecedented brutal attack at midnight by police and outside trinamuli goondas against the students in Jadavpur university campus.

Palash Biswas

  1. आधी रात को लाइट बंद करके पुलिस ने छात्रों पर लाठी ...

  2. Rashtriya Khabar-10 घंटे पहले

  3. कोलकाता: यादवपुर विश्वविद्यालय की एक छात्रा के साथ बदसलूकी के मामले को लेकर प्रदर्शन कर रहे छात्रों पर पुलिस ने रात के अंधेरे में बल प्रयोग किया। इस दौरान ३० से अधिक प्रदर्शंनकारी छात्र घायल हो गये। घायल छात्रों के अस्पताल ...

  4. विश्वभारती विवि कांड:पीड़िता ने एसडीओ से की ...

  5. प्रभात खबर-03-09-2014

  6. इधर, घटना को लेकर छात्रों ने विश्वविद्यालय परिसर में सुरक्षा और न्याय की मांग को लेकर बुधवार को भी विरोध ... कोलकाता:राज्य के शिक्षा मंत्री पार्थ चटर्जी ने यादवपुर यूनिवर्सिटी की घटना पर अपनी प्रतिक्रिया देते हुए कहा कि ...

ইন্টারন্যাশনাল লাইভ: ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে উত্তাল ক্যাম্পাস।

বুধবার দুপুরে প্রতীকি অবরোধ পালন করেছেন এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া) সমর্থকরা। তাদের অভিযোগ, পুলিশের সঙ্গে তৃণমূলের বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর যে তাণ্ডব চালিয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনের। তাঁদের পক্ষ থেকে ভিসি অভিজিত্‍ চক্রবর্তীর অবিলম্বে অপসারণ দাবি করা হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জের সময় হঠাৎ বিদ্যুত চলে যায়। ছাত্রদের অভিযোগ, রাতে সুপরিকল্পিত ভাবে লাইট নিভিয়ে দিয়ে হামলা চালায় পুলিশ।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। কর্মসমিতির বৈঠক চলাকালীনই অরবিন্দ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, যাদবপুর শ্লীলতাহানি কাণ্ডে তদন্ত কমিটি নিরপেক্ষ নয়।

নজিরবিহীন ঘটনার স্বাক্ষী রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘেরাওমুক্ত হতে ক্যাম্পাসে পুলিশ ডাকলেন ভিসি। ঘেরাও তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ৩৩ জন ছাত্র। সূত্র: এনডিটিভি

- See more at: http://www.campuslive24.com/campus.64163.live24/#sthash.nT6zyqUx.dpuf

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশের তাণ্ডবের প্রতিবাদে ছাত্রদের ধিক্কার মিছিল

রাজর্ষি দত্তগুপ্ত, সমিত সেনগুপ্ত ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ  

Wednesday, 17 September 2014 07:11 PM

submit to redditThis button has to be updated. Please contact the websites administrator

মধ্যরাতে পুলিশ দিয়ে ক্যাম্পাসে তাণ্ডবের প্রতিবাদে শহরে মহামিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। দাবি একটাই, অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে।

বুধবার বিকেল চারটে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হন ছাত্রছাত্রীরা।

এরপর শুরু হয় ধিক্কার মিছিল। যাদবপুর থানার সামনে দিয়ে, ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্কে পৌঁছয় মিছিল। পা মেলান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

ক্যাম্পাসে পুলিশি তাণ্ডবের তীব্র নিন্দা করে মিছিলে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিক্ষাবিদ মীরাতুন নাহার, শিল্পী সমীর আইচ, অভিনেতা কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরা।

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা।

প্রায় ঘণ্টা দুয়েক পর গোলপার্ক থেকে একই পথ ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে পৌঁছে শেষ হয় মিছিল।



ক্যাম্পাসে যৌন হেনস্হার প্রতিবাদে যাদবপুরে উপাচার্য ঘেরাও

পড়ুয়াদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ, এল পুলিস



ক্যাম্পাসে যৌন হেনস্হার প্রতিবাদে এবং তদম্ত কমিটির দুই সদস্যকে অপসারণের দাবিতে উপাচার্য-সহ এগজিকিউটিভ কমিটির সদস্যদের ঘেরাও করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷‌ অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় ঘেরাও তোলার জন্য পড়ুয়াদের ওপর হামলা চালায় একদল বহিরাগত দুষ্কৃতী৷‌ জখম হন দুই পড়ুয়া৷‌ হামলার অভিযোগ তৃণমূল পরিচালিত কর্মী সংগঠনের বিরুদ্ধে৷‌ যদিও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি৷‌ পরিস্হিতি সামলাতে আসে পুলিসবাহিনী৷‌ গভীর রাত পর্যম্ত ঘেরাও চলে৷‌ পড়ুয়াদের বক্তব্য, দাবি না মানা পর্যম্ত ঘেরাও চলবে৷‌ ক্যাম্পাসে যৌন হেনস্হার ঘটনা বাড়ছে৷‌ এর প্রতিবাদে এবং প্রতিকারের দাবিতে গত বুধবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া অবস্হান চালাচ্ছিলেন৷‌ যৌন হেনস্হার ঘটনায় তদম্ত কমিটি গঠিত হয়৷‌ পড়ুয়াদের অভিযোগ, তদম্ত কমিটির দু'জনকে সরাতে হবে৷‌ এদিন অরবিন্দ ভবনে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কমিটির বৈঠক ছিল৷‌ সেখানে যৌন হেনস্হার বিষয়ে গঠিত তদম্ত কমিটির সদস্যরাও যোগ দেন৷‌ বৈঠক চলাকালীন পড়ুয়ারা উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর কাছে স্মারকলিপি দেন৷‌ উপাচার্য তাঁদের দাবির সঙ্গে সহমত হননি৷‌ এর পর পড়ুয়ারা বিকেলেই উপাচার্য, ই সি এবং তদম্ত কমিটির সদস্যদের ঘেরাও শুরু করেন৷‌ এঁদের মধ্যে কয়েকজন অধ্যাপিকা, মহিলা কর্মচারীও রয়েছেন৷‌ পড়ুয়াদের অনুরোধ করা হয় ঘেরাও তুলতে৷‌ পড়ুয়ারা পাল্টা জানান, দাবি না মানা পর্যম্ত ঘেরাও চলবে৷‌ সন্ধের পর উত্তেজনা বাড়তে থাকে৷‌ সন্ধে সাড়ে ৭টা নাগাদ অশিক্ষক কর্মীদের বাড়ি যাওয়ার ব্যবস্হা করতে থাকেন পড়ুয়ারা৷‌ অভিযোগ, সেই সময় একদল কর্মচারী বহিরাগতদের নিয়ে বিক্ষোভরত পড়ুয়াদের জোর করে সরাতে যায়৷‌ ধস্তাধস্তি হয়৷‌ কয়েকজন পড়ুয়া জখম হন৷‌ পরিস্হিতি সামলাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিসকে বিষয়টি জানান, ঘেরাওমুক্ত করতে অনুরোধ করেন৷‌ বিশাল পুলিসবাহিনী আসে৷‌ রাত সাড়ে ৮টা নাগাদ পুলিস বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকে৷‌ প্রথমে পড়ুয়া এবং পরে উপাচার্যের সঙ্গে কথা বলেন দুই পুলিস আধিকারিক৷‌ পড়ুয়ারা পুলিসকে জানান, দাবি না মেটা পর্যম্ত তাঁরা শাম্তিপূর্ণ অবস্হান চালিয়ে যাবেন৷‌ গভীর রাত পর্যম্ত ঘেরাও চলে৷‌ এ প্রসঙ্গে উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, পড়ুয়ারা আমাদের অন্যায়ভাবে ঘেরাও করে রেখেছে৷‌ ছাত্রদের জানিয়েছি, তাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে৷‌ প্রয়োজনে ফের আলোচনা করব৷‌ কিন্তু ওরা শোনেনি৷‌ অধ্যাপিকা, মহিলা ই সি সদস্যদের আটকে রেখেছে৷‌ বলেন, অনেকেই অসুস্হ হয়ে পড়ছেন৷‌ তাই ঘেরাওমুক্ত হতে আমিই পুলিস-প্রশাসনকে বিষয়টি জানিয়েছি৷‌ উল্লেখ্য, ২০০৫ সালের পর পর ফের যাদবপুর বিশ্বিদ্যালয়ে পুলিস ঢুকল৷‌ এ প্রসঙ্গে সি পি আই (এম এল) লিবারেশন রাজ্য সম্পাদক পার্থ ঘোষ জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, গুন্ডারা ঢুকে ক্যাম্পাসের মধ্যে অত্যাচার চালায়৷‌ ছাত্রছাত্রীদের গায়ে হাত দেয়৷‌ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেই এর দায় নিতে হবে৷‌ অবিলম্বে তৃণমূলি গুন্ডা, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷‌


অন্ধকারে অবাধ মার

উপাচার্যের ডাকে এসে পুলিশি তাণ্ডব যাদবপুরে

নিজস্ব সংবাদদাতা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৪:০৫

e e e print

কোলাপসিবল গেটে তালা দিয়ে ভিতরে মোতায়েন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। উপাচার্য রয়েছেন আরও ভিতরে, মিটিং রুমে। আন্দোলনরত পড়ুয়াদের থেকে অনেক দূরে। কিন্তু তা সত্ত্বেও হঠাৎই বিপন্ন বোধ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। সুতরাং ডেকে পাঠালেন পুলিশকে। উপাচার্যের 'প্রাণ বাঁচাতে' মঙ্গলবার গভীর রাতে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করে হটিয়ে দিল পুলিশবাহিনী। উপাচার্য বললেন, "আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।"

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিগ্রহের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি এবং অভিযুক্তদের আড়াল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে উপাচার্যের দফতর অরবিন্দ ভবনের বাইরে অবস্থান শুরু করেন ছাত্রছাত্রীরা। রাত বাড়তে সেই ধর্না ঘেরাওয়ের আকার নেয়। রাত আটটা নাগাদ পুলিশ তলব করেন উপাচার্য। যাদবপুর থানা থেকে পুলিশ এলেও গোড়ায় তারা হস্তক্ষেপ করেনি। রাত পৌনে ৯টা নাগাদ ঘেরাও তুলে নেওয়ার জন্য উপাচার্য ১৫ মিনিট সময় দেন। জানিয়ে দেন, অন্যথায় ব্যবস্থা নিতে বাধ্য হবেন। ইতিমধ্যে ঘেরাওকারীর সংখ্যা বাড়ে। অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ দেন। ব্যর্থ হয় কিছু শিক্ষকের মধ্যস্থতার চেষ্টা।

রাত দু'টো নাগাদ নিজের জীবন বিপন্ন দাবি করে প্রশাসনের উপর মহলে বার্তা পাঠান উপাচার্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার বলেন, "মঙ্গলবার রাতেই উপাচার্যের সঙ্গে কথা হয়। উনি জানান, খুন হয়ে যেতে পারতেন ছাত্রছাত্রীদের হাতে।" কিন্তু কেন উপাচার্যের মনে এমন আশঙ্কার জন্ম হল, তার কোনও ব্যাখ্যা এ দিন মেলেনি। তবে সেই বার্তা পেয়েই পুলিশ আসরে নেমে পড়ে। আচমকা আলো নিভে যায় প্রশাসনিক ভবনের। ছাত্রছাত্রীদের মেরেধরে সরিয়ে উপাচার্যকে 'উদ্ধার' করে পুলিশ।

বুধবার সকালে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন উপাচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, "রাত দু'টোর সময়ে পুলিশ যখন আমাকে মুক্ত করতে যায়, তখন ছাত্রছাত্রীদের যে উন্মত্ত তাণ্ডব দেখেছি, তা ভুলব না। পুলিশ ওদের মারেনি। ছাত্ররাই পুলিশকে মেরেছে। আমার নিরাপত্তারক্ষীকেও মেরে ওরা আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে।"

সবিস্তার জানতে ক্লিক করুন।

উপাচার্য জানান, বাইরে থেকে অন্য প্রতিষ্ঠানের পড়ুয়ারা এসে আন্দোলন জোরদার করবে বলে তাঁর কাছে খবর ছিল। তিনি বলেন, "আন্দোলনকারীরা আমার চামড়া চায় বলে স্লোগান দিচ্ছিল। একটা সময়ের পরে আমরা অসুস্থ বোধ করতে শুরু করি। তখন বাধ্য হয়ে পুলিশকে বলি আমাদের মুক্ত করতে। কোনও সুস্থ দেশে শিক্ষকদের উপরে বর্বরোচিত আক্রমণ হবে ভাবতে পারিনি।"

তৃণমূল আমলে যাদবপুরের তুলনায় বড় মাপের ঘটনা এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে বহু বার ঘটেছে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষকে মারধর, ভাঙড় কলেজে শিক্ষিকাকে জগ ছুড়ে মারা, জয়পুরিয়া কলেজের অধ্যক্ষের উপরে চড়াও হওয়া প্রায় সব ক্ষেত্রেই কাঠগড়ায় হয় তৃণমূল নেতা, না হয় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। আর সব ক্ষেত্রে কখনও 'ছোট ছোট ছেলেমেয়েদের ভুল', কখনও 'দু'একটি খারাপ ঘটনা' বলে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তা হলে যাদবপুরে লোহার গেটের ও-পারে বন্ধ দরজার আড়ালে বসে থাকা উপাচার্যকে ছাত্রছাত্রীদের হাত থেকে বাঁচাতে পুলিশকে মারমুখী হতে হল কেন? পার্থবাবুর জবাব, "শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি অস্ত্র নিয়ে দাঙ্গাবাজি করে, আর কর্তৃপক্ষ জানান যে, তাঁরা খুন হয়ে যেতে পারেন, তা হলে কি প্রশাসন হস্তক্ষেপ করবে না? ছাত্রছাত্রীদের অনেক বার আন্দোলন প্রত্যাহারের জন্য বোঝানো হয়েছে। কিন্তু তারা শোনেনি। শিক্ষা প্রতিষ্ঠানকে তো রাজনীতির আখড়া করতে দেওয়া যায় না!"

কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কি সত্যিই সশস্ত্র ছিল? পুলিশ কিন্তু এ রকম কোনও অভিযোগ করেনি। উল্টে জখম হয়েছেন ১২ জন ছাত্র। সঙ্গী পড়ুয়ারাই তাঁদের পাশের কেপিসি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও দু'জনকে ভর্তি করতে হয়। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, পুলিশ তাঁদের উপরে নির্বিচারে লাঠি চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে কলকাতার যুগ্ম কমিশনার (প্রশাসন) মেহবুব রহমান জানিয়েছেন, পুলিশের সঙ্গে লাঠি ছিলই না। তবে বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীদের কারও হাত ভেঙেছে, কারও পায়ে আঘাত। কারও চোখের তলায় কালসিটে, গলায় গুরুতর চোট। ঠোঁট ফেটে রক্ত বেরিয়েছে অনেকের।

যুগ্ম পুলিশ কমিশনার (সদর) রাজীব মিশ্রের অবশ্য দাবি, উপাচার্যকে উদ্ধার করতে গিয়েও ১১ জন পুলিশ জখম হয়েছেন। তিনি বলেন, "উপাচার্য আমাদের ফোনে জানান, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। উদ্ধারের জন্য তিনি আমাদের কাছে আর্জি জানান।" রাত আটটা নাগাদ ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছয়। রাত দু'টো পর্যন্ত পুলিশ সকলকে বুঝিয়ে আন্দোলন তোলার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টায় কোনও সাড়া না-মেলাতেই পুলিশকে বলপ্রয়োগ করতে হয় বলে দাবি ওই কর্তার।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, তাঁরা হাততালি দিয়ে স্লোগান দিচ্ছিলেন। রাত দু'টো নাগাদ পুলিশের বিশাল বাহিনী আসে। সঙ্গে বেশ কিছু বহিরাগত। তাদের অনেকেই তৃণমূল কর্মী বলে আন্দোলনকারীদের দাবি। পুলিশের অবশ্য বক্তব্য, বহিরাগত কেউ তাদের সঙ্গে ক্যাম্পাসে ঢোকেনি। তবে উর্দিধারী বাহিনীর সঙ্গে সাদা পোশাকের পুলিশও ছিল। যাদের বেশির ভাগই গেঞ্জি পরা।

ছাত্রদের অভিযোগ, উর্দিধারী আর গেঞ্জি-পুলিশ মিলে তাদের সরিয়ে দিতে ধাক্কাধাক্কি শুরু করে। সেই সময় আচমকা প্রশাসনিক ভবনের আলো নিভে যায়। অন্ধকারে শুরু হয় মারধর। সঙ্গে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি। ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। উপাচার্য, যাদবপুর থানার ওসি এবং পুলিশের এক এসিপি-র বিরুদ্ধে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন এক দল ছাত্রী। পুলিশি তাণ্ডবের রেশ কিছুটা কাটতে মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রছাত্রী যাদবপুর থানার মোড়ে পথ অবরোধ করেন। মারধরের মধ্যেই উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্য কর্তা, আধিকারিক, শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদে বার করে নিয়ে যায় পুলিশ।

আলো নেভাল কে? এই প্রশ্নের উত্তরে উপাচার্য জানিয়েছে, ছাত্রেরাই আলো ভেঙে দিয়েছেন। ছাত্রদের বক্তব্য, প্রশাসনিক ভবনের আলোর সুইচ তো বন্ধ কোলাপসিবল গেটের ভিতরে। পরিকল্পিত ভাবে আলো নিভিয়েই পুলিশ মারধর শুরু করে। বুধবার এক ছাত্রী বলেন, "পুলিশ আসছে শুনে মেয়েরা ব্যারিকেড করে দাঁড়িয়েছিলাম। হঠাৎই ওরা ধাক্কা মেরে আমাদের ফেলে দেয়। এলোপাথাড়ি মারতে থাকে, শ্লীলতাহানি করে, জামাকাপড় ছিঁড়ে দেয়।" যাঁরা মাটিতে পড়ে যান, তাঁদের উপর দিয়েই চলে দৌড়োদৌড়ি, মারামারি। চুলের মুঠি ধরে এক ছাত্রীকে পুলিশি ভ্যানে উঠিয়ে লালবাজারে আনা হয়। পরে বাঙুর হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়  যাদবপুর থানায়। গ্রেফতার করা হয় ৩৬ জন ছাত্রকে। কারও কারও বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করার চেষ্টা হয় বলেও অভিযোগ। বুধবার দুপুরে মুক্ত হন গ্রেফতার  হওয়া পড়ুয়ারা।

পুলিশি নিগ্রহের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবি করে বুধবার মিছিল করেন যাদবপুরের অনেক ছাত্রছাত্রী। শিক্ষক-শিক্ষিকা-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হন সেই মিছিলে। এ দিন সন্ধ্যায় আচার্য-রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে পরিস্থিতি ব্যাখ্যা করেন যাদবপুরের শিক্ষক সংগঠন 'জুটা'র এক প্রতিনিধি দল। জুটা-র বক্তব্য, এই ঘটনার পরে অভিজিৎবাবুর আর উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার নেই। উপাচার্য অবশ্য জানিয়েছেন, পদত্যাগের প্রশ্নই ওঠে না। যদিও এ দিন বিশ্ববিদ্যালয়ের প্রায় কাউকেই পাশে পাননি তিনি। পুলিশ ডেকে ঘেরাও মুক্ত হওয়ার সিদ্ধান্ত যে একেবারেই উপাচার্যের নিজস্ব, তা স্পষ্ট করে দিয়েছেন যাদবপুরের এগ্জিকিউটিভ কাউন্সিলের (ইসি) অনেক সদস্য, বিশ্ববিদ্যালয়েরও কোনও কোনও কর্তা। আজ, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কাল ক্লাস বয়কটের ডাক দিয়েছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা। আজ, বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট ডেকেছে এসএফআই।

পাশাপাশি, গত ২৮ অগস্ট এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত যা ঘটেছে, সে সম্পর্কে উপাচার্যের কাছে রিপোর্ট চেয়েছেন মন্ত্রী।

ছাত্রছাত্রীদের হাতে কর্তৃপক্ষের ঘেরাও হওয়া এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষত যাদবপুরে মোটেই নতুন নয়। গত বছরই ৪৯ ঘণ্টা ঘেরাও করা হয়েছিল উপাচার্য-রেজিস্ট্রারকে। ২০০৭-এ ঘেরাও চলে ৫২ ঘণ্টা। কিন্তু কখনওই ঘেরাওমুক্ত হতে পুলিশি সাহায্য দরকার হয়নি।

এ বার অন্য পথে হাঁটলেন উপাচার্য।






ইচ্ছে ডানা via Saurav Bera

2 hrs

Hokkolorob: Police and TMC brutality on students and protesters at Jadavpur University

There is a mistake in the video...the RAF arrived at 2 AM, not 1 AM. ----- Two correspondents from...

YOUTUBE.COM

LikeLike ·  · Share


Why?


The Economic Times

September 16 at 9:00am ·

India still does not feature among the Top 200 world universities in the new QS rankings. Just like last year, the top-placed Indian institution is 222nd in the world.

Read more at: http://ow.ly/BxqvC

India still does not feature among the Top 200 world universities in the new QS rankings. Just like last year, the top-placed Indian institution is 222nd in the world.    Read more at: http://ow.ly/BxqvC

LikeLike ·  · Share · 68556217

Because the campus has become free hunting zone of power politics and power muscle ramp

in free knowledge

Economy devoid of quest of

knowledge whatsoever

Devoid of the peaceful environment of study,higher study and Research

business

business

nad only Business

no unversity

Spared

not even

Jadavpur

Presidency

Calcutta

JNU Jamia DU

IIT IIM

The Future of

India aborted in

the womb itself

Resist the bloody

knowledge economy

promoted by Hegemonial Illuminati Global!


Tintin Banerjee shared Students' Federation of India - West Bengal's status update.

4 hrs

Students' Federation of India - West Bengal's photo.

Students' Federation of India - West Bengal's photo.

Students' Federation of India - West Bengal added 2 new photos.

‪#‎JadavpurUpdate‬, এবার এসে ওরা সরাসরি 'বিষ' দিয়ে মারার কথাও বলছে। কাল মিছিল উত্তর দেবে ওদের। রাজ্যের সব ক্যাম্পাস ছাত্রদের, ওটা গুন্ডাদের বৈঠকখানা নয়। নিজের চেয়ার ছাড়তে হবে উপাচার্যকে, হুমকি দিয়ে দমানো যাবে না।

LikeLike ·

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে, কিন্তু তার সূচনা আরও পঞ্চাশ বছর আগে। ভারতীয় যুবসমাজকে ভারতীয় তত্ত্বাবধানে দেশের হিতার্থে উচ্চশিক্ষার (বিশেষত প্রযুক্তিশিক্ষার) সুযোগ দিতে ১৯০৫ সালে স্থাপিত হয় জাতীয় শিক্ষা পর্ষদ। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ প্রমুখ, মুখ্য কাণ্ডারী ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ব্রিটিশদের বিরাগভাজন এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর রূপান্তরিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠার মুহূর্তে নবীন বিশ্ববিদ্যালয়ের হাল ধরেছিলেন প্রথম উপাচার্য ত্রিগুণা সেন।

প্রযুক্তি-বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে যাদবপুরে ক্রমশ গড়ে ওঠে সমতুল্য দুটি কলা ও বিজ্ঞান শাখা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় সব বিচারেই ভারতের প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের একটি বলে গণ্য হয়; কোনও-কোনও বিচারে তার স্থান আরও উচ্চে। আমরা অবিচ্ছিন্নভাবে জাতীয় মূল্যায়ন ও অনুমোদন পর্ষদের সর্বোচ্চ মূল্যায়নপ্রাপ্ত, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-নির্দিষ্ট প্রথম 'সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়'গুলির একটি। ছাত্র ও শিক্ষক-বিনিময়, এবং যুগ্ম পঠনপাঠন ও গবেষণার উদ্যোগে, বহু দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আদানপ্রদান অব্যাহত।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি শাখার অধীনে মোট ৩৭টি বিভাগ আছে। আছে আনুমানিক ৮৫০ শিক্ষক ও ১১,০০০ ছাত্রছাত্রী। প্রধান-প্রধান পাঠ্যক্রমের বাইরে আছে আরও অনেক স্বল্পমেয়াদি পঠনসূচী ও বৃহত্তর সামাজিক উদ্যোগ। এছাড়া খুব সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্বিষয়ক পঠনপাঠন ও গবেষণার জন্য একটি আলাদা শাখা, যার অন্তর্ভুক্ত হবে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ গর্ব, একুশটি আন্তর্বিষয়ক পাঠ-প্রাঙ্গন (Interdisciplinary Schools)। তার একটি হল বিচিত্রা প্রকল্পের কার্যকেন্দ্র 'স্কুল অব কালচারাল টেক্সটস অ্যাণ্ড রেকর্ডস'। বিশ্ববিদ্যালয়ের আরও আছে ৪১টি স্বতন্ত্র পাঠকেন্দ্র (Centres of Study)

বিশদ তথ্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন: www.jaduniv.edu.in

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিটলারি কায়দায় পুলিশি হামলা, আলো নিভিয়ে শ্লীলতাহানি

Posted by: Ananya Pratim

Updated: Wednesday, September 17, 2014, 16:51 [IST]

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: হিটলারের জার্মানি বা মুসোলিনির ইতালিতে এমনটা আকছার হত। এ বার তেমনই ঘটনা ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে। আন্দোলনরত পড়ুয়াদের ওপর গভীর রাতে ঝাঁপিয়ে পড়ল পুলিশ। সঙ্গে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। অভিযোগ, নির্বিচারে লাঠি চালিয়ে, ঘুষি মেরে, ছাত্রীদের শ্লীলতাহানি করে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে দেওয়া হল। ঘটনার ঘনঘটায় এখন উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: এশিয়ার সেরা ১০০: বাংলা থেকে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে জোর করে টেনে এনে ছাত্রীর শ্লীলতাহানি, মারধর

কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কয়েকজন ছাত্র তাদেরই এক সহপাঠিনীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছিল। অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী তার তদন্তে একটি কমিটি গড়েন। কিন্তু ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, ওই কমিটি পক্ষপাতদুষ্ট। তারা একপেশে তদন্ত করে দোষীদের আড়াল করতে চাইছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। গত কয়েকদিন ধরে চলছিল এই লাগাতার অবস্থান। এর জেরে তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস।

পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য ও রেজিস্ট্রার গতকাল বিকেলে এসে হুমকি দেন, অবিলম্বে বিক্ষোভ প্রত্যাহার না করলে 'দেখে নেওয়া' হবে। কিন্তু ছাত্রছাত্রীরা তাঁদের আন্দোলন চালিয়ে যান।

এর পরই রাত দু'টো নাগাদ অরবিন্দ ভবনে আসে বিরাট পুলিশবাহিনী। সঙ্গে সাদা পোশাকের কিছু লোক। এরা যাদবপুর-বাঘা যতীন অঞ্চলের তৃণমূলের গুন্ডা বলেই দাবি করেছেন ছাত্রছাত্রীরা। তারা জিন্সের প্যান্টের ওপর গেঞ্জি পরেছিল। পায়ে ছিল হাওয়াই চটি। হাতে মোটা লোহার বালা। প্রথমে শুরু হয় গালিগালাজ। তার পর সব আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারে কয়েকজন ছাত্রীকে টেনে নিয়ে যাওয়া হয় থামের আড়ালে। সেখানে যথেচ্ছভাবে তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীদের আর্ত চিৎকার শুনে ছাত্ররা যখন তাঁদের বাঁচাতে যান, তখন শুরু হয় পুলিশের মার। এক-একজন ছাত্রকে চার-পাঁচজন পুলিশ ঘিরে ধরে। পেটে, মুখে লাথি মারা হয়। লাঠির ঘা পড়ে পিঠে, মাথায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। পুলিশ-গুন্ডাদের সম্মিলিত হামলায় জখম হয়েছেন বহু ছাত্রছাত্রী। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের সঙ্গে সাদা পোশাকে এসেছিল শাসক দলের গুন্ডারা, বিস্ফোরক অভিযোগ পড়ুয়াদের

পড়ুয়াদের অভিযোগ, ছাত্রীদেরও নির্বিচারে পিটিয়েছে পুলিশ। সঙ্গে কোনও মহিলা পুলিশকর্মী না থাকলেও ছাত্রীদের টেনে-হিঁচড়ে ভ্যানে তোলে পুরুষ পুলিশকর্মীরাই, যা জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে। রাতেই ৩৭ জনকে গ্রেফতার করে নিয়ে গিয়ে থানার লক-আপে ঢুকিয়ে দেওয়া হয়।

রাতে এই হামলার খবর পেয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছুটে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শাসক দলের গুন্ডারা সাংবাদিকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই তাঁদের নিগ্রহ করা হয়।

বুধবার সকাল থেকেই ফের বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। তাঁরা উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন। উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করা হয়েছে। ছাত্রদের পাশাপাশি উপাচার্যের পদত্যাগ দাবি করেছে জুটা বা যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন-ও। এ দিন সকালে যাদবপুর থানার সামনে রাজা সুবোধ মল্লিক রোডে অবরোধে বসেন ক্ষুব্ধ পড়ুয়ারা। পুলিশের বড়কর্তারা এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে উপাচার্য না সরা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কট চলবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। পুলিশি নিগ্রহের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।

বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ছাত্রছাত্রীরা। মিছিলে পা মেলান অসীম চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সমীর আইচ প্রমুখ বিশিষ্টজন।

অভিযোগ উঠেছে, উপাচার্যই পুলিশ ডেকেছেন ক্যাম্পাসে। এর নিন্দায় সরব হয়েছে শিক্ষা মহল। বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, "শুনলাম, মেয়েদের জামাকাপড় ছিঁড়ে দিয়েছে পুলিশ। তা যে পুলিশকর্মীরা এ সব করল, তাদেরও তো ঘরে মেয়ে আছে, বোন আছে। এই লজ্জা ওরা কোথায় রাখবে। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন, তিনি ওই পদে বসার অযোগ্য। উপাচার্য নয়, উনি তৃণমূলের মুখপাত্র হিসাবে কাজ করছেন।"

আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, "এখনকার উপাচার্য শেষ কবে ক্লাস নিয়েছেন, জানি না। রাতের অন্ধকারে পুলিশ ঢুকে মেয়েদের সঙ্গে অসভ্যতা করছে, এটা কোনও ভদ্র সমাজে অভাবনীয় ঘটনা।"

কবি শঙ্খ ঘোষ পুলিশের হামলা নিয়ে বলেছেন, "লজ্জায় আর ঘৃণায় আমার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে। এ-ও কি সম্ভব?"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সমাজকর্মী শাশ্বতী ঘোষ বলেন, "নন্দীগ্রামে পুলিশের সঙ্গে ছিল গুন্ডারা। এখানেও তাই। শাসক বদলালেও বদলায়নি দণ্ডদানের পদ্ধতি।"

Read in English: Students beaten up in Jadavpur varsity

Related Articles

http://bengali.oneindia.in/news/kolkata/police-raid-ju-campus-in-late-night-brutally-assault-students-002944.html


কলকাতা: শ্লীলতাহানির ঘটনায় জেরবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের উত্তপ্ত হয়ে উঠল। মঙ্গলবার দুপুরে অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কর্মসমিতির এক বৈঠক চলাকালীনই অরবিন্দ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, যাদবপুর শ্লীলতাহানি কাণ্ডে তদন্ত কমিটি নিরপেক্ষ নয়। সন্ধ্যায় উপাচার্যসহ আধিকারিকরা বের হতে গেলে তাঁদের ঘেরাও করেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি ছাত্রী নিগ্রহের তদন্তের দায়িত্বে থাকা কমিটির সদস্যদেরও ঘেরাও করা হয়। শুধু তাই নয়, যাদবপুর বিশ্বদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর ইস্তফার দাবি জানিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

এদিন সন্ধ্যা থেকেই বিক্ষোভ চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রী নিগ্রহের ঘটনার তদন্তে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের দাবি, তদন্ত কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু রাত যত গড়ায় বিক্ষোভ তত ব্যাপক আকার ধারণ করে। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মীর সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। কর্মচারীদের অভিযোগ, কোনও ঘটনার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ তাঁদের আটকে রাখা হয়। বার বার বলা সত্ত্বেও তাঁদের ছেড়ে দেওয়ার আর্জি শোনা হয়নি বলেও অভিযোগ। ছাত্রছাত্রীদের পাল্টা অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ধাক্কা দিয়ে, তাঁদের মাড়িয়ে চলে যান।

তাঁদের দাবি, বিক্ষোভ ঠেকাতে বহিরাগতদের ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে, ঘেরাও মুক্ত হতে কলেজ চত্বরে পুলিশ ডাকেন উপাচার্য এবং রাত দুটো নাগাদ ঘেরাও মুক্ত হন উপাচার্য। রাতে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয় বিরাট পুলিস বাহিনী। ঘটনাস্থলে জয়েন্ট সিপি ওয়ান এবং ডিসি ইএসডি-কে মোতায়েন করা হয়। এরপর যে অভিযোগ উঠে আসে তা রীতিমতো অমানবিক। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের ওপর পুলিশ নির্মমভাবে হামলা চালিয়েছে। এমনকি পুলিশের পোশাকবিহীন কিছু লোকজনও ছাত্রছাত্রীদের ওপর হামলা করে বলে অভিযোগ। তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনও পরিচয়পত্রও দেখাতে পারেননি বলে দাবি করে ছাত্রছাত্রীরা।

আরও অভিযোগ ওঠে, মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে অরবিন্দ ভবনের সামনের আলো নিভিয়ে দিয়ে লাঠি চালাতে শুরু করে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ৩৩জন ছাত্রছাত্রী। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ৩৬জন ছাত্রছাত্রীকে আটক করে পুলিশ। রাতেই ওই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় লালবাজারের লকআপে। আটক হওয়া ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তির জন্য বুধবার সকাল থেকে যাদবপুর থানা ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা।

অবশ্য পরে লালবাজারের লকআপ থেকে তাদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হলে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। তবে পুলিসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। যাদবপুর থানার ওসির বিরুদ্ধে এফআইআর দায়ের করছে তারা। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহউপাচার্যের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। ঘেরাও তুলতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ তলবের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের ইস্তফার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ভেঙে দেওয়ারও দাবি তুলেছে ছাত্রছাত্রীরা। এছাড়া ক্লাস বয়কটের ডাক দিয়েছে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা। যদিও এবিষয়ে উপাচার্য জানিয়েছেন, ছাত্রদের আন্দোলনে যুক্ত ছিল বহিরাগতরাও। আইনশৃঙ্খলা রক্ষার্থেই পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন তিনি।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। পুলিশের হাতে প্রহৃত ছাত্রছাত্রীদের হাসপাতালে দেখতে যান জুটার সদস্যরা। তাঁদের অভিযোগ, যেভাবে রাতের অন্ধকারে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করেছে তার তীব্র নিন্দা হওয়া উচিত। পাশাপাশি তাঁরাও উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি তুলেছেন।

অপরদিকে, মঙ্গলবার রাতে উপাচার্যকে ঘেরাও করে রাখার জন্য অসুস্থ হয়ে পড়েন তিনি, এমনটাই জানা গিয়েছে। তাঁকে বুধবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও উপাচার্যের অভিযোগ অস্বীকার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার সকালে পাল্টা অভিযোগ করেন উপাচার্যের বিরুদ্ধে। তারা উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন থানায়। ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করেন যে, ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে কোনও মহিলা পুলিশ ছিল না।

ছাত্রছাত্রীদের এইসব অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন উপাচার্যও। তিনি বুধবার সকালে বলেন, পুলিশ সময়মতো না এলে আমি খুন হয়ে যেতাম। তিনি আরও অভিযোগ করেন যে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল ছাত্রছাত্রীরা। তাই তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন। জানা গিয়েছে, পাঁচদিনের পূর্ণ বিশ্রামে গিয়েছেন উপাচার্য।

এদিনের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিভিন্ন মহলের বিশিষ্টজনরা। বুধবার বিকেলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিল বের হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। যাদবপুর বিশববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিল যায় গোলপার্ক পর্যন্ত। এরপর গোলপার্ক থেকে মিছিল আবার ফিরে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যোগ দেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এছাড়া ছাত্রছাত্রীদের সঙ্গে এই মিছিলে যোগ দেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, চিত্রশিল্পী সমীর আইচ, সমাজকর্মী সুজাত ভদ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অম্বিকেশ মহাপাত্র, নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস প্রমুখ।

- See more at: http://www.sakalervarta.com/sn/2014/09/17/39308.html#sthash.znHUbICY.dpuf


দিনভর যাদবপুর: Timeline

দিনভর যাদবপুর: Timeline

কলকাতা: নজিরবিহীন ঘটনার স্বাক্ষী রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘেরাওমুক্ত  হতে ক্যাম্পাসে পুলিস  ডাকলেন উপাচার্য। ঘেরাও তুলতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ৩৩ জন ছাত্র। পুলিস লাঠি ও টিয়ার গ্যাস নিয়ে ক্যাম্পাসে ঢোকে এবং ঘেরাও তুলতে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের।

TIMELINE পড়ুন:

৬টা ২০: নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আলো নিভিয়ে ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠি চালাল  পুলিস। ছাত্রীদের অভিযোগ, তাদের মাড়িয়ে দিয়ে চলে যান পুলিসকর্মীরা। পুলিসের বুটের আঘাতে আহত ছাত্রীদের নিয়ে যেতে হয় হাসপাতালে। বিশ্ববিদ্যালয় চত্বরে মারমুখী বহু বহিরাগতকেও দেখা গেছে পুলিসের সঙ্গে। ছাত্রছাত্রীদের প্রশ্ন , যারা পুলিসের সঙ্গে ঢুকেছিলেন তারা যাদবপুরে পড়েন না, পড়ানও না  অথবা বিশ্ববিদ্যালয়ের কর্মীও না। তাহলে তাঁরা কারা? তাঁদের অভিযোগ, এরা তৃণমূলের লোক। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপি নেতা শঙ্কুদেব পণ্ডা। গোটা রাত ধরে কার্যত পুলিসি তাণ্ডব চলে বিশ্ববিদ্যালয় চত্বরে। দিনের বেলা রাস্তা অবরোধ শুরু করেন ছাত্রছাত্রীরা। এরপর তাঁরা ক্লাস বয়কটের পথে যাবেন। পাঁচদিনের পূর্ণ বিশ্রামে গেছেন উপাচার্য।সব মিলিয়ে এই মুহুর্তে বিশ্ববিদ্যালয়ে চরম অচলাবস্থা জারি। এতকিছুর মূলে রয়েছে ছাত্রছাত্রীদের একটি দাবি। তাদের দাবি ছিল, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী নিগ্রহের ঘটনা ঘটেছিল, তাতে বাইরের নিরপেক্ষ কাউকে দিয়ে তদন্ত করাতে হবে।

বিকেল ৫টা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে  পুলিসের লাঠিচার্জ ও বহিরাগতদের হামলার প্রতিবাদে মিছিলে সামিল হলেন ছাত্রছাত্রীরা। সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। মিছিলে যোগ দিয়েছেন শিক্ষাবিদদের একাংশ এবং সমাজের বিশিষ্টজনেরাও। যাদবপুর বিশববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিল যায় গোলপার্ক পর্যন্ত। এরপর গোলপার্ক থেকে মিছিল ফিরে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মিছিলে উপাচার্যের পদত্যাগের দাবিতে সোচ্চার হন ছাত্রছাত্রীরা। পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআইসহ চার বাম ছাত্র সংগঠন।

বিকেল ৪টা ৪৫:  যে ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালেয় ঢুকে পুলিস নির্যাতন চালিয়েছে তা নিন্দনীয়। এই উপাচার্য তাঁর পদে থেকে গেলে সরকারের ভাবমূর্তির আরও ক্ষতি হবে। ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে বললেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন।

৪টে ৪০: উপাচার্যের পদে থাকার কোনও অধিকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, সরকার, শাসকদল, পুলিস এবং উপাচার্য , সকলে মিলে পরিকল্পনা করেই ছাত্রছাত্রীদের  ওপর সংগঠিতভাবে হামলা চালানো হয়েছে। কেন রাতের অন্ধকারে পুলিস ডেকে ছাত্র পেটাতে হল উপাচার্যকে, এই প্রশ্নও তুলেছেন বিরোধী দলনেতা।

৪টে ৩৫:  যাদবপুরে ছাত্রদের উপর পুলিসের হামলার কড়া নিন্দা করলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তাঁর দাবি, ছাত্রদের উপর এমন নির্মম হামলা পশ্চিমবঙ্গে আগে কোনদিন হয়নি।

৪টে ১৫:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আদালতের অধীনে তদন্তের দাবি করলেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং। তাঁর বক্তব্য, আলোচনার রাস্তাতেই সমস্যার সমাধান করতে হবে যাদবপুরে।

৩টে ১৫:"" আর একটু ধৈর্য ধরা উচিৎ ছিল পুলিসের।'' যাদবপুরের ঘটনায় মন্তব্য ফিরহাদ হাকিমের।

দুপুর ৩টে: যাদবপুর ৮ বি বাসস্যান্ডের সামনে পথ অবরোধ এস এফ আইয়ের। গতরাতে যযাদপুর বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জের ঘঠনার নিন্দা এস এফ আইয়ের।" ঠ্যাঙাড়ে বাহিনীর হামলা', বললেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

২টো ২১:  যাদবপুরের ঘটনায় উপাচার্যের ভূমিকার তীব্র নিন্দা করলেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। ক্যাম্পাসে পুলিস ডেকে অনৈতিক কাজ করেছেন উপাচার্য বলে মন্তব্য তাঁর। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভূমিকারও নিন্দা করেছেন অমল মুখোপাধ্যায়।

২টো ১২: গলায় ঝুলছে প্ল্যাকার্ড। তাতে লেখা ছাত্রছাত্রীদের ওপর পুলিসি অত্যাচারের বিরুদ্ধে স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে আজ এভাবেই পথে নেমেছিলেন বর্ধমানের কেতুগ্রামের কেউগুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার মণ্ডল। সকালে টেলিভিশনে যাদবপুরকাণ্ডের খবর দেখার পরই ক্ষুব্ধ সুবীরবাবু প্রতিবাদের সিদ্ধান্ত নেন। সকাল থেকে কাটোয়া শহরের রাস্তায় রাস্তায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘোরেন তিনি।

২টো ০৫: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিসের লাঠিচার্জের আগে হঠাতই নিভে গিয়েছিল আলো। ছাত্রদের অভিযোগ, গতকাল রাতে সুপরিকল্পিত ভাবে আলো নিভিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই।

দুপুর ১টা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর ঢুকে পুলিসের নির্মম অত্যাচার। অবাধে চলল লাঠি। সাদা পোশাকের পুলিস ব্যাপক মারধর করল ছাত্রছাত্রীদের। দেখুন এক্সক্লুসিভ ছবি চব্বিশ ঘণ্টার ক্যামেরায়।

১২টা ৪০:  ছাত্রছাত্রীদেরই কাঠগড়ায় দাঁড় করালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। বহিরাগতদের নিয়ে ছাত্রছাত্রীরা গতকাল তাঁকে ঘেরাও করে রাখে বলে তাঁর অভিযোগ। পুলিস এসে তাঁকে উদ্ধার না করলে তিনি খুন হয়ে যেতেন বলে মন্তব্য করেছেন উপাচার্য।

বেলা ১২টা: লাগাতার ছাত্র ঘেরাওয়ের জেরে অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা হয় উপাচার্য অভিজিত্ চক্রবর্তীর। শুধু তিনিই নন। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকজন অধ্যাপক। জানিয়েছেন উপাচার্য অভিজিত্ চক্রবর্তী। তদন্তে চলাকালীন ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ-ঘেরাও অপ্রত্যাশিত বলেই দাবি উপাচার্যের। ঘেরাওয়ের সময়ে অনেকেই বহিরাগত ছিলেন বলেও অভিযোগ তাঁর। বিষয়টি  ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন উপাচার্য।


Partha Kayal with Satya Narayan and 36 others

15 hrs · Edited ·

The peaceful and non-violent protests by the students and supporters of Jadavpur University took an ugly turn today(https://www.youtube.com/watch?v=L-9Ua0-hHEA#t=44) when the police and RAF attacked them, resorting to unprovoked and indiscriminate violence upon all the students present at the sit-in outside Aurobindo Bhavan.DT 17TH Sept'14

" We were at Aurobindo Bhavan, opposite Gate no. 1, singing, when we suddenly see policeman coming towards us. This was around 2am. We got up and started chanting slogans, and fearing an attack, created human barricades(composed of men) to protect the protesters. We saw 5 or 6 RAF cars pull in and park outside Gate No.1. Then the main gate, which is always kept shut, was thrown open and policeman, in khakis, in white uniforms and even civil dressed policeman charged towards us and tried to tear down the human barricade by pulling down the men and beating them up. There were no women police present and we were requesting the police to not harm the women. My friend, Diptokirti Samajdar,who was part of the human barricade was pulled to the ground and beaten repeatedly on the head till he was unconscious. They continued beating him even then so I jumped in to protect him and cover his head. The khaki police retreated as they did not want to harm a woman but the civilian dressed cops dragged me away by the legs. I was crying, but they continued to beat me, hit my head and backbone. Two of the protesters jumped in to save me and got beaten severely. The policemen then started hitting the students, both men and women, on their stomachs, heads and chests. The authorities were present and could see this happening from the other side of the grill. They offered us no help or first aid and refuse to give us water. The police then picked up the protesters, dragged them to the RAF vans and took them away."

The peaceful and non-violent protests by the students and supporters of Jadavpur University took an ugly turn today(https://www.youtube.com/watch?v=L-9Ua0-hHEA#t=44) when the police and RAF attacked them, resorting to unprovoked and indiscriminate violence upon all the students present at the sit-in outside Aurobindo Bhavan.DT 17TH Sept'14

LikeLike ·  · Share

Jadavpur University - Official Site

www.jaduniv.edu.in

Offers under-graduate and post-graduate programs in engineering, science, and conducts adult education programs. Information on admissions, courses, contacts ...

Woman molested on campus: 35 Jadavpur University …

timesofindia.indiatimes.comCity19 hours ago

17-09-2014 · KOLKATA: In the latest development in the Jadavpur Universitymolestation case, 35 students who were part of a protest outside the campus have …

Jadavpur University - Wikipedia, the free encyclopedia

en.wikipedia.org/wiki/Jadavpur_University

Jadavpur University or JU is a public research university located in Kolkata, West Bengal. It has two campuses: the main campus at Jadavpur and the new campus at …

Jadavpur University, Kolkata - Admission, Courses, Fee ...

www.minglebox.com/college/Jadavpur-University-Kolkata

Get admission details, courses , faculty, ranking, fee structure and more information aboutJadavpur University, Kolkata (JU) - Kolkata

Jadavpur University molestation case: Cops lift gherao of ...

www.hindustantimes.comIndia-NewsIndia

The Jadavpur University vice-chancellor and registrar, who were held by students demanding a fresh probe into the alleged sexual harassment of a female student inside ...

News about Jadavpur University

bing.com/news

Jadavpur University

Bing Local

More listings

THE MEDIA LAB, A Project of the Department of Film Studies ...

medialabju.org

Jadavpur University. Home; About; Archive. Essays. Hindu Marriage Act; Cinema & the City; Sound; Databases. Law & the Image; History of Indian Cinema; Sound Cultures ...

Jadavpur University molestation case: Students seek VC's ...

www.aninews.in/newsdetail2/story183833/jadavpur-university...16 hours ago

Kolkata, Sept.17 (ANI): Jadavpur University students have sought the resignation of the Vice Chancellor after 23 students were arrested while protesting outside the ...

Jadavpur University: Gherao of VC forcibly lifted, 35 ...

www.deccanherald.com/content/431287/jadavpur-university-gherao-vc...

Jadavpur University: Gherao of VC forcibly lifted, 35 students held Ebola death toll climbs to 2,461 out of 4,985 cases: WHO MIT tops world Univ rankings, IIT ...

Master of Arts in Political Science with International ...

www.minglebox.comJadavpur University, Kolkata, Kolkata

Master of Arts in Political Science with International Relations - Jadavpur University | JU Kolkata | Admission Courses Fee Contact Address

Jadavpur University molestation case: Police arrest 35 ...

zeenews.india.comStateWest Bengal

17-09-2014 · The West Bengal Police has arrested 35 students, who were protesting the molestation of a student on the campus of Jadavpur University.

Jadavpur University molestation case: Vice Chancellor says demonstrators thrashed, abused him; Trinamool Congress government …

In a day of fast happening dramatic development, authorities of Jadavpur University and police are clearly in backfoot in front of nationwide outrage regarding apathy towards protesting student. In all the protest, the ruling …Daily News and Analysis · 4 hours ago

Jadavpur University students brutally beaten up, girls molested as VC calls cops to break up peaceful gherao

KOLKATA: Jadavpur University girls were dragged by the hair and groped, and male students were kicked and punched in a barbaric, dead-of-the-night police assault to break up a peaceful gherao of the vice-chancellor on …Times of India · 1 hour ago

Jadavpur University molestation case: Cops lift gherao of VC, arrest 35 students

Hindustan Times

'Rescued' by police, JU V-C claims he was abused by students

The Indian Express

In-depth coverage >

In eye of storm, Jadavpur University VC to lead probe

KOLKATA: The man who called police to the Jadavpur University campus in the dead of night will now be heading the inquiry into the incident and submit a report to the education minister. The minister will then forward it to the chief minister. This, when ...Times of India · 53 minutes ago

Jadavpur University molestation: Students allege attacks by police, Trinamool

The dispute between students and authorities at Jadavpur University in Kolkata has reached an impasse with the police forcibly ending a gherao and arresting 35 students from the campus. The protests followed an …Firstpost · 8 hours ago

Jadavpur University impasse can be solved through discussion: Minister

Asserting that West Bengal government will not tolerate student indiscipline under any circumstances, state Education Minister Partha Chatterjee, on Wednesday, said the impasse atJadavpur University can be solved …The Indian Express · 10 hours ago

Jadavpur University impasse can be solved through discussion: Partha Chatterjee

Kolkata: Asserting that the West Bengal government will not tolerate student indiscipline under any circumstances, state Education Minister Partha Chatterjee on Wednesday said that the impasse at Jadavpur …IBN Live · 16 hours ago

Jadavpur University molestation case: Police end gherao of VC, Registrar

Kolkata: The West Bengal Police on Wednesday freed 35 students, who were arrested this morning for protesting the molestation of a student on the campus of Jadavpur University. The police also forcibly lifted the …Zee News · 13 hours ago

Investigation crucial in Jadavpur University molestation case: Shobha Oza

New Delhi, Sep. 17 (ANI): The president of the women's wing of the Congress Party, Shobha Oza said Wednesday that it is extremely crucial to investigate the Jadavpur University molestation case, and added that the issue should be taken seriously.Yahoo! India News · 9 hours ago

I feared for my life: Jadavpur University Vice-Chancellor

Kolkata, Sep 17: Jadavpur University Vice Chancellor Abhijit Chakrabarti, who was rescued by the police after being held hostage by students, today said he feared that he would have been killed had the police not come.


Students' Federation of India - West Bengal

14 hrs · Edited ·


#JadavpurUpdate

The entire ruckus at JU is being manufactured by the VC to foreclose the molestation issue and protect the accused. SFI strongly condemns the VC for setting loose a group of violent outsiders and armed policemen on a peaceful protest demonstration, permitting them to attack his own students in his presence. The state education ministers comment asking students to come to their senses is unacceptable: the protests at JU were in a just cause and had not used any objectionable means. SFI demands the resignation of the VC and seeks for the immediate intervention of the Chancellor.


Sujan Chakraborty

2 hrs ·

Strongly condemn the unprecedented brutal attack at midnight by police and outside trinamuli goondas against the students in Jadavpur university campus. As an ex student of the university, feeling ashamed and agrieved. The acting vice chancellor has no moral right to continue.

  • Ritabrata Banerjee and 175 others like this.

  • 4 shares

  • উন্মাদ হার্মাদ

  • উন্মাদ হার্মাদ's photo.

  • 2 hrs · Like · 2

  • Tarit Chakraborty Saheb

  • Tarit Chakraborty Saheb's photo.

  • 2 hrs · Like · 3

  • Gopal Das mar tora koto marbi mar...... amra roktobijer jhar......... marbi joto barbe michil, khomota thakle mar

  • 2 hrs · Like · 2

  • Ronit Chowbey কলকাতা পুলিশেরো শাস্তি চায়

  • 2 hrs · Like

  • Sayan Ghose Aae uttsrinkholotar proti tibro dhikar janai

  • 2 hrs · Like

  • Jyoti Sankar Gangopadhay rastai rasta dyakhabe .

  • 2 hrs · Like

  • Joypritam Chatterjee

  • Joypritam Chatterjee's photo.

  • 2 hrs · Like · 1

  • Joydeep Bhowmick Mar ka badla hobe mar berechis tora baro bar tai balchi samay thake thakte bangla theke hoyeja pagarpar

  • 2 hrs · Like

  • Joydeep Bhowmick I

  • 2 hrs · Like

  • Joydeep Ghosh Underworld Politics by LADY NEERO.

  • 2 hrs · Like

  • Joypritam Chatterjee

  • Joypritam Chatterjee's photo.

  • 2 hrs · Like · 3

  • Manish Majumder He is a hypocrite

  • 2 hrs · Like

  • Parthasarathi Pathak oi upcharjer sikhangane thakar joggota nai

  • 2 hrs · Like

  • Soma Biswas jordar andolon dorkar.police ke die eisob korie sarada kando theke najor ta sorate chaichena to?

  • 2 hrs · Like

  • Shilbhadra Datta Beat any opposition to pulp , grind them down , break the backbone of any student protest and make them grovel to submission is a practice adopted by the police during the last 36 months to Appeasement of the Madame . What an Idea Sir-Ji !Why send police i.e, choti police and genjee police , in plain cloths at 02:00 hrs after switching off the lights ? These students weren't Naxalites of 1969-70 or neither was the VC's life in threat !"Talibani Act" and show of power by VC who chooses to walk out in the darkness of night without answering the questions of the students after conveniently switching off the light and bringing in 'lathi chraging' choti police and genjee police . Wah bhai wah bahi wah !Any "andolone" by students is not the opinion trend setter for the 'Ma-Mati-Manush' party's vote bank and that's what matters for 'Madame - X' ! Madame - X has DEV , has TOLLYWOOD what else matters , Chowrangee elections have been won by an actress and that's what matters i.e., numbers in the assembly ! I've seen(I was a little boy then) the Police atrocities on Naxalites on the evening of 8 DEC'70 by JADAVPUR THANA , don't ask me how I saw it . Watching it was a trauma ! Students were dragged out of the boys students hostel which is next to the Jadavpur P.S., beaten, vomiting , bleeding and dragged to the thana on the suspicion of being Naxalites ! JU campus records the "New Jalianwallah Massacre" ! Attack by 'ganjee police , hawai police' and uniformed police, on a gathering of students of JU peacefully protesting and seeking justice from their VC on account of sexual atrocities on a fellow student is very similar to firing by Gen Dyer on a crowd of non-violent protesters, along with Baishakhi pilgrims who had gathered on13 April 1919, in the Jallianwala Bagh garden in Amritsar, to protest against the arrest of two leaders despite a curfew which was recently declared ! One has enough of such examples of police atrocities in India to showcase before looking for such a scenario beyond the shores of Bay Of Bengal or across the Himalayas and blaming it on China with the example of firing in Tiananman Square or on 34 years of Leftists rule in WB for what is happening today ! Sujan Chakraborty the cynic that I'm , at times I wonder if all these "wordly protest" on FB is really worth the effort ?

  • 1 hr · Edited · Like

  • Bappa Nandi SFI ke kalke pathe namte hobe student strick safal korte.akranta hole jhapia parte hobe netryto ke and amader.

  • 1 hr · Like

  • Krishnakoli Banerjee Ebar r kalom kagoj, mukhopustikaaye mukh gunje thakle habena, pathe namte habe , police, gundarupi police

  • 43 mins · Like

  • Krishnakoli Banerjee Police kato marbe? Police jeno Newton er tritiyo goti sutro ta na bhule jaaye, jot bandho tairi hao

  • 40 mins · Like

  • Krishnakoli Banerjee Dada apnara chhatro chhatro-chhatri der pashe asun, police apnader gaaye haat dik, sara shahor stabdho kore debo, jadav

  • 35 mins · Like

  • Krishnakoli Banerjee Ei samoy comrade er hasi mukh ta profile picture e thik manacchena

  • 23 mins · Like

Jadavpur University

From Wikipedia, the free encyclopedia
This article needs additional citations for verificationPlease help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (June 2012)
Jadavpur University যাদবপুর বিশ্ববিদ্যালয়
Jadavpur University Logo
MottoTo Know Is To Grow
Established1955
TypePublic
ChancellorH.E. The Governor of West Bengal
Vice-ChancellorAbhijit Chakraborty
Students11,064
Undergraduates6,283
Postgraduates3,588
LocationKolkataWest BengalIndia
22.561°N 88.413°ECoordinates22.561°N 88.413°E
CampusUrban
NicknameJU
AffiliationsUGCNAACAIU
Websitewww.jaduniv.edu.in

Jadavpur University (Bengaliযাদবপুর বিশ্ববিদ্যালয়) or JU is a public research university located in Kolkata, West Bengal.[1]

It has two campuses: the main campus at Jadavpur and the new campus at Salt Lake, approximately 12.6 kilometres (7.8 mi) and 8.8 kilometres (5.5 mi) from the city centre respectively. A third campus is due to open at the site of the erstwhile National Instruments (CSIR India), opposite the main campus along the Raja S.C. Mullick Road.

History[edit]

National Council of Education, Bengal[edit]

The first university in modern India was set up by the British in Calcutta in 1861 as a means of spreading western philosophical thought among the elite in India and to create in the words of Lord Macaulcay, "a class of Indians who would be Indian in blood and colour but western in thought and ideas." This initiative was furthered by the passing of the Universities Act of 1904. This resulted in the reorganization of the Calcutta University's Senate and Syndicate by the nomination of more white members into them, which in turn would enable the government to control its policies. The government also decided to disaffiliate many private Indian colleges, which had come up lately and were regarded by the Government as hot beds of nationalist agitation. The measures stirred the educated middle class to move for alternative systems of education.

The nationalists in the freedom struggle of India dubbed Calcutta University, another pillar of India's education movement, as "Goldighir Ghulamkhana", or the slave house of Goldighi, with reference to the lake adjacent to Calcutta University, and the number of graduates it churned out who were used in British merchant offices as clerks. Hence, the need for setting up an institution which would impart education along nationalist lines was strongly felt by the luminaries of the period. The real impetus though was provided by the partition of Bengal by Lord Curzon, the Governor-General of India, into East Bengal on the one hand (the area that was eventually to become Bangladesh in 1971) and West Bengal and Odisha on the other. On 16 November 1905, the Landholders Society organized a meeting at Park Street, attended by 1500 delegates, includingRabindranath TagoreAurobindo Ghosh, Raja Subodh Chandra Mullick and Brajendra Kishore Roychowdhury. The idea of the National Council of Education was mooted here. In a meeting held on 9 November 1905 at the Field and Academic Club, Subodh Chandra Mullick pledged Rupees one lakh for the foundation of a National University in Bengal. The objective in setting up the institution that was to challenge the British rule over education by offering education to the masses 'on national lines and under national control'. Generous sums of money were also donated by Brojendra Kishore Roy Choudhury, Maharaja Suryya Kanto Acharya Choudhury and Rashbihari Ghosh, who was appointed the first president of the university.

Bengal Technical Institute[edit]

Almost on the same day that the National Council of Education was set up, a rival organisation, the Society for Promotion of Technical Education in Bengal, was set up by Taraknath Palit.[2] The Bengal Technical Institute came into being on July 25, 1906 under the umbrella of the SPTE with the objective of spreading technical education among the masses in West Bengal, India.

Merger of the Bengal Technical Institute with the National Council of Education[edit]

Jadavpur University

The two organisations fought it out for a few years until the SPTE was amalgamated with the NCE in 1910 and the Bengal Technical Institute passed into its hands. In 1921 the Institute became the first in India to introduce Chemical Engineering as a discipline. By 1940, the institute had outgrown itself as more than just a small institute and was virtually functioning as an independent university.

Post Independence period and formation of Jadavpur University[edit]

After Indian Independence in 1947, the West Bengal State Legislature, with the concurrence of the Government of India, enacted the Jadavpur University Act, 1955 to convert the institute into Jadavpur University with full autonomy on (December 24, 1955). Since then the university has observed this date in its calendar as Convocation Day.

Jadavpur University has had its share of ups and downs since its formation as an autonomous university. On the one hand, this period has seen the university's growth as one of the foremost centres of the excellence in the country, while on the other, this period has also seen it being affected by Naxalite violence that claimed, among others, the life of Prof. Gopal Chandra Sen, who was the vice chancellor of the university at the time of his death.

Emblem[edit]

The emblem of the university is a three-flamed lamp encircled by lotus petals. The lamp represents knowledge. The three flames represent Intellectual Training, Cultivation of Emotions and Imagination, and Spiritual Development. Petals of the lotus on the periphery represent Fine Arts and Culture. It was designed by Nandalal Bose, a key member of the Bengal School of Art, who was one of the great masters at Kala Bhavan in Rabindranath Tagore's Visva-Bharati University in Santiniketan. As the university celebrated its Golden Jubilee on December 24, 2005, a special emblem (see above) was created to commemorate the occasion, and the motto 'To Know Is To Grow' was coined. This date was also the centenary of the National Council of Education.[3]

Campus[edit]

Jadavpur University is semi-residential, which at present operates out of two urban campuses: one in Jadavpur (58 acres (230,000 m2)) and another in Salt Lake (26 acres (110,000 m2)).

Jadavpur Campus[edit]

The main campus of Jadavpur University is bordered by the Raja S.C. Mullick Road, the Jadavpur Station Road, the Kolkata Suburban Rail, South Line and the Central Glass and Ceramic Research Institute (CSIR India). The present campus was first leased to the NCE in 1922 by the Calcutta Municipal Corporation when Deshbandhu Chittaranjan Das was the mayor. On 11 March 1922 the foundation stone of Aurobindo Bhavan, which is currently the main administrative centre of the university, was laid. The seat of engineering was shifted to the Aurobindo Bhavan in 1924 when the building was completed.

The Jadavpur campus houses most of the departments of the three faculties — Engineering, Science and Arts — in addition to the Jadavpur University Central Library and the Blue Earth Workshop. It is adjacent to research institutes like the Indian Association for the Cultivation of ScienceIndian Institute of Chemical Biology and the Central Glass and Ceramic Research Institute. The architecture of the campus is typical sub–continental in nature with flat-roof rectangular plans. Some of the older buildings, especially in the engineering faculty and the Aurobindo Bhavan in particular, have a strong Bengali influence which can be seen in the design of the pillars and even the wooden doors and windows.

  • The Entrance to Jadavpur University Faculty of Science, Gate No. 4

  •  
  • Aurobindo Bhavan

  •  
  • A walkway inside JU

  •  
  • School of Bioscience and Engineering

  •  
  • Department of Electrical Engineering

  •  
  • Civil, Electronics & Telecommunication and computer science Dept.Department of Architecture

  •  
  • Mechnical Building

  •  
  • Main football ground

  •  
  • UG Science Building

  •  
  • Department of Pharmacy

  •  
  • UG Arts

  •  
  • Arobindo Bhavan, Jadavpur University, Kolkata, India

Landmarks on the main campus[edit]

Some of the prominent landmarks on the engineering side include the Blue Earth Workshop — which, in addition to being among the foremost centres of learning techniques in workshop technology, also has the dubious distinction of having been used by students affected by the naxalite violence to manufacture blow guns, the "gachchtola", the "jheel paar", ashirwad canteen ( now converted into the SURUCHI canteen), the windmill and the "green zone".

On the arts and science side, some of the prominent landmarks include the English department "ledge", the "Bhanga Bridge", worldview bookstore, Open Air Theatre and "Milan Da's" canteen.

  • Front of Blue Earth Workshop

  •  
  • The Green Zone

  •  
  • Jadavpur University Wind Mill

  •  
  • Jheel Par

  •  
  • Gymnasium

  •  
  • Battle Tank remains

  •  
  • Milan Da's Canteen

  •  
  • World View

  •  
  • Broken Bridge

  •  
  • Arts Gachtola

Salt Lake City Campus[edit]

The Salt Lake City Campus is a newer campus and was set up after it was felt that the space on the main campus was insufficient to meet the demands of setting up departments for emerging fields of study. It is a 28 acre campus in LB block, Salt Lake just off the Eastern Metropolitan Bypass near the Chingrighata crossing. It is surrounded by many renowned educational institutes like The West Bengal National University of Juridical SciencesNational Institute of Fashion Technology,Kolkata and Government college of Engineering and leather technology along with the Headquarters of the West Bengal Power Development Corporation Limited. Five engineering departments operate out of the campus — Information Technology, Instrumentation and Electronics Engineering, Printing Engineering, Construction Engineering and Power Engineering. It also houses the School of Mobile Computing and Communication, a Library, the administrative block(KMR) and a hostel complex for out-station students. The main ground at the Salt Lake campus has been leased out to the Cricket Association of Bengal and it often plays host to inter- and intrastate cricket matches.

  • The new canteen in the Salt Lake campus

  •  
  • The Instrumentation & Electronics department building

  •  
  • The Information Technology department building

  •  
  • The department building of both the Printing Engineering and Construction Engineering departments

  •  
  • The School of Mobile Computing and Communication

  •  
  • The building hosting the Power Engineering and Instrumentation & Electronics engineering departments

  •  
  • The main ground in the Salt Lake campus leased out to the Cricket Association of Bengal hosting a Ranji Trophy match between Bengal and Madhya Pradesh

National Instruments Limited Campus[edit]

The new National Instruments Limited Campus

Jadavpur University has recently acquired the erstwhile National Instruments Limited (CSIR), becoming the first Indian university to acquire such a research unit. It is on a nine-acre plot opposite the main campus. After renovation, the new campus is expected to add much-needed space for new laboratories especially for the Departments of Electrical Engineering, Electronics and Telecommunication Engineering, and Computer Science & Engineering. The NIL campus is to be connected to the main campus by an underground tunnel to bypass the traffic on the busy Raja S.C. Mullick Road.

Affiliated institutes[edit]

In addition to being a unitary university, it has other institutes like the Jawahari Devi Birla Institute of Commerce and Management, Jadavpur Vidyapith as well as the Institute of Business Management, Jadavpur University affiliated to it, which operate out of independent campuses. While these institutes have their own independent curriculum as well as examination systems, the final degree is offered by Jadavpur University.

Faculty housing[edit]

Unlike most universities which provide accommodation to faculty and staff on campus, due to a shortage of space, faculty housing is provided in the campus as well in nearby areas. This includes housing in areas like Santoshpur and Tollygunge.

Jadavpur University Press and publication house[edit]

Jadavpur University Press

The university press publishes all documents of record in the university including PhD theses, question papers and journals. On 26 October 2010 the institution announced plans to launch a publication house, named Jadavpur University Press. The main focus of the publication house will be to publish textbooks and thesis written by research scholars and authors from all universities. The first two titles of JUP were launched on February 1, 2012 at the Calcutta Book Fair. The two titles wereRajpurush (translation of Niccolò Machiavelli's Il Principe); translated by Doyeeta Majumder, with an introduction by Swapan Kumar Chakravorty, and Shilpachinta(translation of selections from Leonardo da Vinci's notebooks); translated by Sukanta Chaudhuri. Both books were translated from the original Italian.[4]

Administration and organization[edit]

Jadavpur University is an autonomous state university. The governor of the state of West Bengal is its chancellor. However, the daily administration is handled under the leadership of the vice chancellor, who is appointed by the governor on the recommendations of the government of West Bengal. The vice chancellor is assisted in his duties by the pro vice chancellor who is de facto a senior faculty member of faculty of engineering and technology.

Within the university's administrative structure, the highest body is the university court. It consists of members elected by the staff members of the university from amongst themselves as well as members of the alumni.

Next in hierarchy comes the executive council of the university, which takes all the decisions relating to day-to-day functioning. It consists of staff and student members from all the three faculties. The student members of the faculties finding representation on the executive council are the chairmen of the three student councils of unions.

The three faculties in turn have their own councils which are changed every four years and differ in their compositions. The engineering faculty for example has members who are nominated either by the vice chancellor or are invited from the various schools functioning under the faculty. The Arts and Science Faculties have member from the affiliated institutes like J.D. Birla in addition to members from the respective faculties. However, a common factor in each of the three faculties is that each department is represented on the council by the Head of the Department and at least one other faculty member of the department.

Outside these councils are the offices of the registrar, finance officer, controller of examinations, university engineer, faculty secretaries, placement coordinator and deans of the three faculties and students welfare which are responsible for the administrative tasks delegated to them. Finally, at the departmental level are the heads of departments.

Academics[edit]

Admission to Jadavpur University is highly competitive, as it consistently ranks amongst the best colleges in India.

For admissions to the Engineering Faculty at the undergraduate level, students are admitted through the WBJEE, an entrance examination open to students from all over India. Unlike in a large number of states, there is no domicile quota in JU as well as for the remaining engineering colleges admitting students through the WBJEE. Postgraduate students in engineering are admitted through GATE. Admission to the Arts and Science Faculties is by means of individual examinations for each of the departments at the undergraduate as well as the postgraduate levels. Weight age is given to marks obtained at the higher secondary level for undergraduate admissions at the undergraduate level for postgraduate level.

Schools and Centres of Excellence

To facilitate interdisciplinary learning and research in diverse fields, there are a number of schools and centre for studies. Some of the major research ventures undertaken by these schools include the pioneering work done by the School of Environmental Studies in highlighting the presence of arsenic in groundwater in countries like India and Bangladesh and the development of the first alcohol based car by the School of Automobile Engineering.

School of Environmental Studies
The interdisciplinary schools in the university are
  • School of Cognitive Science [5]
  • School of Advanced Studies on Industrial Pollution Control Engineering
  • School of Automotive Engineering
  • School of Bioscience Engineering
  • School of Cultural Texts and Records [6]
  • School of Education Technology
  • School of Energy Studies
  • School of Environmental Radiation and Archaeological Sciences
  • School of Environmental Studies
  • School of Illumination Science, Engineering and Design
  • School of International Relations and Strategic Studies
  • School of Laser Science and Engineering
  • School of Linguistics and Language Technology
  • School of Materials Science and Nano Technology
  • School of Media, Communication and Culture
  • School of Mobile Computing and Communication
  • School of Natural Product Studies
  • School of Nuclear Studies and Application
  • School of Oceanography
  • School of Cognitive Sciences
  • School of Women's Studies
  • School of Water Resources Engineering

The centres for studies are usually directly associated with a particular department and the centres in Jadavpur University are:

High Tension Laboratory on the left: It is one of the largest laboratories in Eastern India
  • Centre for African Literatures and Cultures
  • Centre for Ambedkar Studies
  • Centre for Cognitive Science
  • Centre for Canadian Studies
  • Centre for Computer-Aided Design
  • Centre for Counselling Services and Studies in Self-Development
  • Centre for Distributed Computing
  • Centre for European Studies
  • Centre for Experiments in Social & Behavioral Sciences
  • Centre for Human Settlement Planning
  • Centre for Knowledge Based Systems
  • Centre for Language Studies
  • Centre for Marxian Studies
  • Centre for Mathematical Biology and Ecology
  • Centre for Medicinal Food and Applied Nutrition
  • Centre for Microprocessor Applications for Training, Education and Research
  • Centre for Plasma Studies
  • Centre for Quality Construction
  • Centre for Quality Management System
  • Centre for Refugee Studies
  • Centre for Sri Aurobindo Studies
  • Centre for Surface Science
  • Centre for Theatre Studies
  • Centre for The Study of Religion and Society
  • Centre for Translation of Indian Literatures
  • Centre for Victorian Studies
  • Centre of Indology
  • Condensed Matter Physics Research Centre
  • Embedded System in Instrumentation
  • Hariprasanna Biswas Centre for India-China Cultural Studies
  • IC Design and Fabrication Centre
  • IMPACT
  • Latin American Literature & Culture
  • Nuclear and Particle Physics Research Centre
  • Relativity and Cosmology Research Centre
  • Sir C V RAMAN Centre for Physics and Music
  • Swami Vivekananda Centre for Technical Manpower Development
  • Transportation Studies
  • V. Ravi Chandran Centre for Pharmaceutical Sciences
  • Welding Technology Centre
  • Yoga

In March 2011, Indian American scientist Manick Sorcar assisted in the opening of a one-of-a-kind laser animation lab under the School of Illumination Science, Engineering and Design.[7]

International collaborations[edit]

Internship opportunities to pursue research in institutes in USA and Europe are available to students at JU. Engineering and science students can avail of DAAD and ERASMUS fellowships in Europe. In addition the university has collaborations with the University of Newcastle upon TyneLeeds Metropolitan UniversityFree University of Bozen-BolzanoShastri Indo-Canadian InstituteUniversity of CaliforniaStaffordshire University and International Centre for Theoretical Physics.

Library and digital resources[edit]

JU Central Library

Jadavpur University has one of the largest libraries among universities in India. It has the third largest library within the state of West Bengal. There is a Central Library on the Main Campus in Jadavpur and another smaller one at the Salt Lake Campus. Besides these, the thirty three departments, and schools have their own libraries.

The Central Library or CL is housed in a three-storey building near the third gate of the main campus. It has the biggest stock of books, journals, theses, dissertations, pamphlets, maps and microfilms in the university. The total record of books in the university is around 600,000. In addition there are around 80,000 journals, 13,000 theses and dissertations and 37,000 non-book materials.

The Centre for Digital Library and Documentation known simply as the Digital Library or DL is housed in the new annex building of the Central Library. It was set up in 2003 to assist in the digitization of data on campus. The learning resource centre of the DL has around sixty nodes for accessing digital data both on the internet as well as the internal database of the university.

Rankings[edit]

While most Indian engineering colleges barring IITs emphasize on undergraduate teaching, Jadavpur University is primarily recognized on research, after IITs it has been ranked sixth in research output in India for its engineering faculty.[1] Some other rankings are:

  • Ranked 2nd in India for nos.of research papers only by IAS,2009[1][8]
  • Faculty of Engineering and Technology ranked 10th in India, 2009 (Mint C-Fore)[9]
  • Faculty of Engineering and Technology ranked 12th in India, 2009 (Outlook)[10]
  • Faculty of Arts ranked 2nd in India (India Today 2008)
  • Faculty of Engineering and Technology ranked 11th in India (India Today 2007)[11]
  • Faculty of Engineering and Technology ranked 10th in India (Career360 2011)[12]
  • Department of Computer Science & Engineering ranked in world top 101-150th [13]
Global Rankings
ARWU[14]Computer Science101-150
Asian Rankings
Times Higher EducationOverall76

Student life[edit]

Unlike most Indian universities, Jadavpur University has the distinction of having three separate faculties of learning within its ambit — Arts, Engineering & Technology and Science. This creates the ground for a vibrant student life. However, the absence of a residential campus denies the students many of the additional facilities which are usually available to students in other universities.

Accommodation[edit]

Jadavpur University is primarily non-residential. Housing on campus is usually quite difficult to get. Accommodation is usually reserved for out-of-state and financially weak students. Some of the Masters and Research scholars are accommodated on the hostel On the main campus. The main men's hostel is near the Jadavpur Police Station on Prince Anwar Shah Road at a walking distance from the university. The women's hostel is on the main campus near the guest house. Hence, usually most of the students from towns and cities other than Kolkata take up accommodation in guest houses and as paying guests in residences in the vicinity.

Unions[edit]

Student bodies are an important aspect of student life inside Jadavpur University. All the three faculties have their own student representative bodies also known as student unions. The members to these bodies are elected by students of the respective faculties.

The elections to these bodies are held once a year and are keenly followed both inside as well as outside campus. Some of the groups contesting these elections are affiliates of the major political parties, while others are so-called independent student bodies.

Clubs and activities[edit]

There are a number of student clubs and associations in the university. Some of these are:

  • Jadavpur University Mountaineering & Hiking Club: This is an IMF affiliated club and the only student run club in India who organizes expeditions to the peaks over 6000 meters . It has an indoor as well as an outdoor Artificial Rock Climbing Wall. The members of the JUMHC can choose between rock climbing and trekking. Annual ventures are held to the rocky mountains of Purulia and at least one trek & expedition in the upper Himalayas.
  • Quiz Forum and Debating Society: The quiz forum and debating societies are two separate societies – Enquiry, the Quiz Club and the JUDS, which have been functioning under one umbrella. Both these societies have been successful in not just promoting the arts of quizzing and debating on the campus, but have also produced quizzers and debaters of national repute. The annual inter college events of the QFDS, namely Qriosity and VOX POP are two of the biggest literary events in Kolkata.
  • Jadavpur University Photography Club: One of the most active societies on campus, the JUPC encourages avid shutterbugs to develop and portray their creativity from behind the lens.Established in 1963-1964 JUPC is Asia's oldest student run photography club. Many eminent photographers of present day hail from this hallowed institution. JUPC also organizes workshops to enable the young photographers to interact with and consult eminent photographers like Raghu Rai, Swapan Nayek, Tushar Kanti Dutta, David Trattles, who the club has been privileged to have welcomed. The official website of JUPC : http://jupconline.com/
  • Jadavpur University Chess Club: The Jadavpur University Chess Club is a nascent venture of chess enthusiasts at promoting the sport among the students of the university. It organizes an annual chess competition on the birthday of the legendary Bobby Fischer.
  • Jadavpur University Music Club: It is one of the oldest clubs in the university and has produced some of the most versatile classical singers in Bengal. The members of the club actively take part in inter-college events at the national as well as the regional level, including at the South Asian Universities Youth Festival.

In addition to these clubs, there are numerous other activities which are pursued by the students of the university including sports like cricket, football, table tennis etc., street plays, theatrics and robotics. The various student unions organize annual tournaments in sports at the inter-departmental levels in the months of August and September

Sanskriti[edit]

Main article: Sanskriti (culfest)

The annual cultural festival (or culfest) of Jadavpur University is called ""Sanskriti"", which in Bengali or Hindi means Culture. Each of the three faculties organizes separate editions which spread over a fortnight. It is usually held over the months of February and March. The festivals feature a series of events which portray the cultural talents of not just the participating students but also established artists from across the region. The highlight of the events is usually the live performance, featuring some of the best musical acts of the region on the last day of each of the editions.

Srijan[edit]

The annual technical festival of Jadavpur University is called "Srijan", which in the vernacular means an act of creation. It is organized by the students of the Faculty of Engineering and Technology in the month of March with the aim of promoting the spirit of innovation and discovery among the participants and features competitions in coding, robotics, hardware designing, and even mathematical puzzles. Also in this fest some workshops are organised like ethical hacking to give student the current updates on technologies.

METALLIX[edit]

METALLIX is the annual event organised by the Department of Metallurgical & Material Engineering, Jadavpur University in association with the student chapter of the Kolkata chapter of the Indian Institute of Metals. The first day of the event is attributed to a National symposium on a topic related to the field of Metallurgical & Material Engineering, where distinguished speakers from all over India and abroad present lectures. A National Student Metallurgists Meet is held on the second day of the event, where students from the Metallurgical, Mechanical, Chemical, Nano-Science departments of other colleges participate in a host of competitions-Technical Paper Presentation, Poster Presentation, Metallurgical Essay Writing, Metallography, Debate and Quiz competitions.

VOX POP[edit]

Main article: VOX POP (debate)
VOX POP 2011

VOX POP refers to debate of Jadavpur University. It started off as an event for freshers to showcase their oratorical skills in the Policy debating format but has since evolved into a multi-format national level debatehighlighting the ways in which the Voice of the people is represented. It is held twice every year, once for fresher students to be selected into the debating society and then again as an inter-college event between some of the best colleges from across the region.

Qriosity[edit]

Qriosity is the annual quizzing festival of Jadavpur University. It is one of the biggest quizfests in the country and draws enthusiasts and quiz buffs from across the nation. Qriosity 2011 saw the participation of around 1500 quizzards in 7 different events which were hosted by reputed quiz masters including Joy Bhattacharya, the CEO of Kolkata Knight Riders.

YESM[edit]

The Young Economist Students' Meet (YESM) is an initiative pioneered by the students of the Department of Economics, Jadavpur University. The basic objective of the meet is to create a common platform for the students and scholars of Economics, thereby offering opportunities to young minds to know and grow through interaction with each other and the stalwarts of the field.

PRINTVIZON[edit]

Printvizon is a National Level seminar on the latest advancement in Printing Technology, organized by the students of the Department of Printing Engineering, Jadavpur University. A 2-days long seminar where Representation of Technical papers or Scientific papers based on the latest developmental & innovative trends in the printing industry were done by students, alumni & company executives in-front of eminent Industrial Representatives, Faculty members and students.

Rivalry[edit]

There is intense competitiveness between the students of the three faculties as well as between Jadavpur University and that of the other city colleges like Presidency College, Kolkata and St. Xavier's College, Calcutta. This has been aggravated by the transfer of the best students from the other colleges after their graduation especially in the field of Arts to Jadavpur University for their post- graduation.

Alumni[edit]

Alumni Association[edit]

Alumni Association and Triguna Sen Auditorium

The Alumni Association, one of the oldest in the country, was founded in 1921 by the ex-students of National Council of Education. Prof. Hiralal Roy A. B. (Harvard) was its first secretary and Dr. Abinesh Ch. Bhattacharjee, Ph.D. (Berlin) its first president. Shri Kiron Roy, who was an alumnus and an ex-student of MIT, founded his electrical firm in Calcutta and helped the College of Engineering and Technology. The alumni of Jadavpur living abroad helped fellow-Jadavpurians to be admitted to various universities and research institutions in Boston, Michigan, Pittsburgh, Cornell, Edinburg, Munich etc.

For the first few years of its existence, the activities of the Alumni Association were mainly educational, practically confined to the guidance of and assistance to the NCE and the development of the BTI (Bengal Technical Institute). The connections of the Alumni Association with the NCE, the BTI and, later, the College of Engineering & Technology (CET) considerably helped these institutions to spread and improve engineering and technological education in India. The NCE was a private organization. Its formation, operation and development had to be funded entirely by public donations, with no Government support. The Alumni Association became a vital factor in the growth of the NCE and development of the CET. The construction of the K. C. Roy Hall in the Electrical Engineering Building, expansion of the Chemical Engineering Building, construction of the Gymnasium (now Indoor Stadium), a revolving Theatrical Stage, the Wind Mills for pumping out the water from the Play Grounds are all Alumni creations. As regards the Alumni Building, the present home of the Association, a two storied building was built in 1941 at the north-western corner of the University playgrounds. The cost of construction was Rs. 18,000/-, fully financed by the Alumni. The original name of the building was the "Old Boys Home". When girl ex-students became a reality, the home was renamed as the "Alumni Building".

After the formation of the Jadavpur University in 1955 the rules were modified to include ex-students of the University as alumni. The name of the Association itself was formally changed and registered in 1990 as "The Alumni Association, NCE Bengal and Jadavpur University.

Notable faculty and alumni[edit]

This article's list of alumni may not follow Wikipedia's verifiability or notabilitypoliciesPlease improve this article by removing names that do not have independentreliable sources cited within this article showing they are notable and alumni or by incorporating the relevant publications into the body of the article through appropriatecitations. (June 2012)
Manabendra Nath Roy, alumni of the Bengal Technical university

Aurobindo Ghosh was the first Principal of the Bengal National College and among the teachers were luminaries like Rabindranath TagoreSir Gurudas BandyopadhyayAnanda Coomaraswamy,Surendranath BanerjeeRamendra Sundar TribediRadha Kumud Mukherjee and Benoy Kumar Sarkar. Pioneering efforts came from such dedicated and learned people like Prof. Hemchandra Das Gupta, Prof. Hiralal Roy, Prof. Satish Chandra Bhattacharyya, and many others, who introduced new disciplines and domains of engineering and changed the dimensions of the colonial engineering education. Their work was carried further by Dr. Triguna Sen, Prof. Hemchandra Guha, Prof. Karuna Roy, Prof. M. L. Schroff., Prof. Tuhin Roy, Prof. Gopal Chandra Sen and many others. The University has been enriched by contributions from people like Prof. Amartya Sen, Prof. Sudhindranath Datta, Prof.Buddhadeb Bosu and Prof.Panchanan Chakravorty and many others who steered the early progress of the Arts and Science Faculties-the new additions to the original Faculty of Engineering & Technology.

List of Alumni in Academia, Administration and Industry[edit]

Entrepreneurship[edit]

Literature[edit]

See also[edit]

References[edit]

  1. Jump up to:a b c [1][dead link]
  2. Jump up^ Haridas Mukherjee and Uma Mukherjee, The Origins of the National Education Movement (Calcutta: National Council of Education, 1992)
  3. Jump up^ Ananda Lal, Rama Prasad De, and Amrita Sen, The Lamp in the Lotus: A History of Jadavpur University (Calcutta: Jadavpur University, 2005)
  4. Jump up^ "JU to launch publication house"timesofindia.indiatimes.com. 2010-10-26. Retrieved 26 October 2010.
  5. Jump up^ School of Cognitive Science (SofCS) @ JU Retrieved August 2012
  6. Jump up^ School Of Cultural Texts and Records jaduniv.edu.in. Retrieved 5 August 2012
  7. Jump up^ "Wizard of light brings magic of laser to JU," The Telegraph, 2011
  8. Jump up^ Prashanth G N, TNN, Aug 25, 2009, 08.49am IST (2009-08-25). "IISc is India's No. 1 tech institute - Bangalore - City - The Times of India". The Times of India. Retrieved 2010-09-01.
  9. Jump up^ http://www.livemint.com/2009/06/23184718/C44412DE-5599-4286-935B-420729BDFC69ArtVPF.pdf
  10. Jump up^ "Top 75: Engineering Colleges". www.outlookindia.com. Retrieved 2010-09-01.
  11. Jump up^ [2][dead link][dead link]
  12. Jump up^ "Think higher education! India's Top 50 Engineering Colleges 2011". Careers360. Retrieved 2012-07-19.
  13. Jump up^ http://www.shanghairanking.com/SubjectCS2013.html
  14. Jump up^
  15. Jump up^ http://investor.visa.com/news/news-details/2013/Rajat-Taneja-Joins-Visa-Inc-as-Executive-Vice-President-of-Technology/default.aspx
  16. Jump up^ https://www.hsbc.com.vn/1/PA_ES_Content_Mgmt/content/vietnam/pdf_app/pr/Sumit_Dutta_EN.pdf

External links[edit]

Wikimedia Commons has media related to Jadavpur University.
[show]
Kolkata topics
[show]
Universities in West Bengal

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...