THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Saturday, July 27, 2013

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের
নয়াদিল্লি: মন্তব্য-পাল্টা মন্তব্যের তরজা থেকে জন্ম নিচ্ছে নিত্য নতুন বিতর্ক৷
অর্থনীতিবিদ অর্মত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়া সংক্রান্ত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থান থেকে সরলেন না বিজেপি নেতা চন্দন মিত্র৷ শুক্রবার এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য, 'মনে হয়, একটু বাড়িয়েই বলে ফেলেছি৷ অর্মত্য সেনের থেকে ভারতরত্ন কেড়ে নেওয়ার কথা বলায় আমি দুঃখিত৷' তবে, এ জন্য টুইট তুলে নেবেন না বলেও জানিয়েছেনএইবিজেপিনেতা৷ভারতরত্নকেড়েনেওয়ারকথাটিছাড়াটুইটেরঅন্যান্যমন্তব্যেরজন্যদুঃখিতনন বলে জানিয়েচন্দনমিত্রেরমন্তব্য,'টুইটেরবক্তব্যএকান্তইআমারব্যক্তিগত, তাদলেরবক্তব্য নয়৷' 

তবে, দুঃখপ্রকাশেই শেষ নয়৷ এ বার তিনি প্রশ্ন তুলেছেন অমর্ত্য সেনের অর্থনীতির তত্ত্ব নিয়ে৷ অমর্ত্য সেনের তত্ত্বকে চ্যালেঞ্জ করে তাঁর দাবি, 'আমি একজন বাঙালি৷ অর্থনীতি আমিও পড়েছি৷ আমার মনে হয়তাঁরতত্ত্ব এখন প্রাসঙ্গিকতাহারিয়েছে এবং তাবাতিলহওয়াইউচিত৷' 

বিতর্কের সূত্রপাত অমর্ত্য সেনের মোদী সংক্রান্ত মন্তব্য নিয়ে৷ নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন, মোদী ধর্ম নিরপেক্ষ নন বলেই তাঁকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চান নাতিনি৷এইমন্তব্যেরবিরুদ্ধেবিজেপিনেতাচন্দনমিত্রটুইটকরেছিলেন, 'এনডিএক্ষমতায় এলেঅমর্ত্যসেনেরভারতরত্নকেড়েনেওয়াউচিত৷'টুইটেরপ্রতিক্রিয়াদিতেদেরিকরেননিঅর্থনীতিবিদ৷ জানিয়েছিলেন, অটলবিহারীবাজপেয়ীতাঁরহাতেপুরস্কারতুলেদিয়েছিলেন৷ তাই বাজপেয়ীচাইলেভারতরত্নফিরিয়েদেবেনতিনি৷ 

চন্দন মিত্রের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই শুক্রবার তড়িঘড়ি তাঁর এই ক্ষমাপ্রার্থনা৷ কিন্ত্ত রাজনীতিতে অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদের মাথা ঘামানো নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷ বলেন, 'রাজনীতিরব্যাপারেতাঁরমাথাঘামানোউচিত নয়৷তিনিকংগ্রেসেরনীতিসমর্থনকরতেইপারেন, কিন্ত্তবিজেপিরব্যাপারেতিনিযেমন্তব্যকরেছেন, তাঁর মতো একজনব্যক্তিত্বের কাছ থেকেএটা কাম্য নয়৷' 

একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের গলায়৷ শিবসেনার দলীয় মুখপত্র 'সামনা'য় উদ্ধবের মন্তব্য, 'অমর্ত্য সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক জন অর্থনীতিবিদ৷ তাঁর থেকে ভারতরত্নকেড়েনেওয়ারদাবিকখনইমেনেনেওয়া যায় না, কিন্ত্ততাঁর মতোএকজনঅর্থনীতিবিদেরওরাজনীতিতে নাক গলানোউচিত নয়৷' 

মোদী প্রশ্নেও অমর্ত্য সেনকে এক হাত নিয়েছেন উদ্ধব৷ তাঁর ব্যাঙ্গাত্মক মন্তব্য, 'অর্মত্য সেন এক জন অর্থনীতিবিদ হয়ে এই দরিদ্র দেশের জন্য কী করছেন? দেশের অর্থনীতি এখন বেহাল, মুদ্রাস্ফীতির সমস্যা বেড়েইচলেছে, পাল্লাদিয়েবাড়ছেদারিদ্র্যও৷ এসব তোমোদীকরেননি৷অমর্ত্য সেন কেনএরসমাধানকরতেপারছেননা!' 

ভিসা প্রশ্নেও মোদীর পাশে দাঁড়িয়েছেন শিবসেনা প্রধান৷ তাঁর বক্তব্য, 'কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভিসা দিচ্ছে আমেরিকা৷ পাকিস্তান তো সন্ত্রাসবাদের ডেরা, তবু সেখানকার রাজনীতিকদেরও ভিসা দেওয়াহচ্ছে৷ অথচ মোদীকেভিসাদিতেইসমস্যা৷মোদীরসঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেনতিনিদেশেরশত্রু৷'বিতর্কচলছেই, কিন্ত্ত তার জলকতদূরগড়ায়, সেটাই এখন দেখার৷ - সংবাদসংস্থা

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...