THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Monday, May 5, 2014

দণ্ডকারণ্য সহ ভারতের ১৮ টি প্রদেশে প্রায় ২ কোটি বাঙ্গালির স্থায়ী বসতি স্থাপনের অধিকার পাওয়া সত্বেও প্রতিদিন উৎখাত হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন ।

প্রেস বিজ্ঞপ্তি


সুধী,

১৯৪৭ এর স্বাধীনতা বাঙালির হৃদপিণ্ডকে দু টুকরো করে দিয়েছে । দ্বিজাতি তত্বের বাংলা ভাগে বাঙালির কোন ভূমিকা ছিল না , ছিল রাজনৈতিক দাবা খেলায় কিছু নেতার ক্ষমতা দখলের অভীপ্সা । ফলে চিরস্থায়ী হয়ে রইল বাঙালিকে ভিটে-মাটি থেকে উৎখাতের ধারাবাহিকতা ।গান্ধী - নেহেরু -রাজেন্দ্রপ্রসাদ-প্যাটেল-এর উদবাস্তু সম্পর্কে সুমধুর বাণী  বাঙালি উদ্বাস্তুর জীবনে কোন স্থায়ী সমাধান করেনি।দণ্ডকারণ্য সহ ভারতের ১৮ টি প্রদেশে প্রায় ২ কোটি  বাঙ্গালির  স্থায়ী বসতি স্থাপনের অধিকার পাওয়া সত্বেও প্রতিদিন উৎখাত হওয়ার আশঙ্কায় প্রহর  গুনছেন । তাদের  সন্তান-সন্ততি তো মাতৃভাষা ও বাংলা সংস্কৃতিকে ভুলতে বসেছে; কারণ শিক্ষাঙ্গনে মাতৃভাষা ব্রাত্য ।কেন্দ্রে ২০০৩ সালে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করে ভারতীয় জনতা  পার্টি । নুতন সংশোধিত ধারায় যখন - তখন যে কোন উদবাস্তু বাঙ্গালিকে  অনুপ্রবেশের তকমা লাগিয়ে তাড়িয়ে দেওয়া অথবা জেলে পোরা যাবে । উত্তরপ্রদেশ - আসাম - পশ্চিমবঙ্গ সহ অন্যান্য প্রদেশেও আইনের  এই ধারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে , যা সংবাদ মাধ্যমে প্রকাশ পায়না । সম্প্রতি বিজেপির স্ব-ঘোষিত ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছেন , 'উদবাস্তু বাঙালিরা !পোঁটলা - পুঁটলি নিয়ে তৈরী থাকো , ১৬ই মে-র পর ভারত ছেড়ে চলে যেতে হবে । -এই ঘোষণায় পশ্চিমবঙ্গ সহ  সারা ভারতের বাঙালি উদবাস্তুদের তীব্র প্রতিক্রিয়ায় বি জে পি নেতা রাজনাথ ভোট - বাক্সের কথা মাথায় রেখে '  ড্যামেজ কনট্রোল ' এ নেমে পড়েছেন । বলা বাহুল্য, এক সময় শিবসেনা প্রধান বালঠাক্‌রে বঙ্গাল -খেদা প্রক্রিয়া শুরু করেছিলেন । ভারতীয় জনতা পার্টির এই হুঙ্কারের তীব্র বিরোধিতা করছি আমরা । প্রত্যেক বাঙালি ' ভারতবাসী ' । ভারত থেকে উৎখাত করার অধিকার কারোর নেই ।
এই বিষয়ে আগামী ১০ই মে ,২০১৪ , বিকেল ৪ টায় কলকাতা প্রেস ক্লাবে আলোচনা সভায় উপস্থিত থাকছেন , অধ্যাপক সুনন্দ সান্যাল , মীরাতুন নাহার , ধীরাজ সেনগুপ্ত , (APDR) নব দত্ত, (নাগরিক মঞ্চ), ডাঃ সন্মথ নাথ ঘোষ , প্রতুল মুখোপাধ্যায় , অসীম গিরি পল্লব কীর্তনীয়া , অমল বাওয়ালী , দেবব্রত বিশ্বাস (মরিচঝাঁপি)ও অনেকে ।
এই সভায় সমস্ত সাংবাদিক বন্ধু,ও সহকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ।
                                                                                                অভিনন্দন সহ 
  তারিখ- ১০ মে, ২০১৪                                                                 তুষার ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় মল্লিক 
                                                    আহ্বায়ক 
  মৃত্যঞ্জয় মল্লিক, সর্বভারতীয় সভাপতি                                                      বাঙালি রিফিউজি - ব্রিগেড
  বাঙালি রিফিউজি - ব্রিগেড
  কুমড়া, কাশীপুর, হাবড়া, উত্তর ২৪ পরগনা
  পশ্চিমবঙ্গ, পিন- ৭৪৩২৭১
  মোবাইল- 91 97329 53780    

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...