THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Saturday, November 22, 2014

সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ


Saradindu Uddipan11:35pm Nov 22
বিজ্ঞপ্তিঃ 
সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ
ভারতীয় সংবিধানের ৬৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন, সংগঠনের সহযোগিতায় আগামী ২৬শে নভেম্বর কোলকাতার ওয়াই রোড থেকে রেডরোডে অবস্থিত ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ পর্যন্ত যে পদযাত্রার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল সোশ্যাল মুভমেন্ট তার অনুমতিই দিলনা কোলকাতা পুলিশ। কোলকাতা ট্রাফিক পুলিশও দায়িত্ব নিতে অস্বীকার করল। এই উদ্ভুত পরিস্থিতির ফলে পদযাত্রা বাদ দিয়ে কেবল মাত্র ডঃ বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে একটি সমাবেশ করার আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে গণতন্ত্রপ্রেমী সকল নাগরিক ও সহযোগী সংগঠনের কর্মীদের বেলা ১টার সময় কোলকাতা রেডরোড অবস্থিত ফোর্ট উইলিয়ামের পাশে অবস্থিত ভারতীয় সংবিধানের নির্মাতা বাবাসাহেব ডঃ বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সমবেত হওয়ার জন্য আবেদন করা হচ্ছে।


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...