সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে আয়লা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ. আইলা বাঁধ নির্মাণ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের. মরিচঝাঁপির অদূরেও দাঁড়াল মুখ্যমন্ত্রীর লঞ্চ.

বাম আমলে একাধিক মন্ত্রীকে যেখানে আইলা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল. বুধবার সেখানে কাতারে কাতারে মানুষ জড়ো হয়ে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রীকে. লঞ্চে করে রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামে পৌঁছন মমতা. আইলার দাপটে তোলপাড় হয়ে গিয়েছে এই মানুষগুলোর জীবন. মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের দুঃখ-দুর্দশার কথা উজাড় করে দিলেন পাখিরালয়ের মানুষ. 
সব শুনলেন মমতা. অফিসারদের নির্দেশ দেন দ্রুত আইলার বাঁধ নির্মাণের কাজ করার. এরই মধ্যে চলে এল চা. সুন্দরবনের গ্রামের সেই চা তারিয়ে তারিয়ে খেলেন মুখ্যমন্ত্রী. চিপস, চকলেট কিনে ভাগ করে দিলেন শিশুদের মধ্যে. পাখিরালয় থেকে ফেরার পথে হঠাত্‍ই মুখ্যমন্ত্রীর চোখ আটকে গেল ম্যাপে. বললেন, আরে এ তো মরিচঝাঁপি.

সেই মরিচঝাঁপি যা আজও ঝড় তোলে রাজ্য রাজনীতিতে. এই মরিচঝাঁপিকাণ্ডেরই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি. খানিক থমকে গেল লঞ্চ. কিছুক্ষণ পর ঐতিহাসিক মরিচঝাঁপিকে পিছনে রেখে এগিয়ে গেল মুখ্যমন্ত্রীর লঞ্চ.  

http://www.abpananda.newsbullet.in/state/34-more/17126-2012-02-01-13-14-20