THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Monday, April 13, 2015

মুজিবের পাকিস্তান ভাঙার কোন স্বপ্ন বা সাধ ছিল না, তিনি ছিলেন সোহরাওয়ার্দীর চেলা এবং মুসলিম লীগার ও হিন্দুবিদ্বেষী।

আহমদ শরীফের ডায়েরি #০৪
 kai Kaus
"... মুজিববাদী আঁতেলরা এমন বেহায়া চাটুকার যে কোন মিথ্যাভাষণে তাদের কোন লজ্জা-শরম নেই। তারা জানেন মুজিবের পাকিস্তান ভাঙার কোন স্বপ্ন বা সাধ ছিল না, তিনি ছিলেন সোহরাওয়ার্দীর চেলা এবং মুসলিম লীগার ও হিন্দুবিদ্বেষী। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এনে দিয়েছিল তাকে ১৯৭০ সনের নির্বাচন। কেননা আগরতলা মামলা তাকে অপমানিত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ বাঙালীর হিরো বানিয়ে দিয়েছিল। শেখ মুজিব ১৯৭১ সনের ২৫ মার্চ অবধি প্রধানমন্ত্রীত্বের জন্যে দরকষাকষি করছিলেন, যদিও সে লক্ষ্যে ছাত্রনেতাদের পরামর্শে তিনি ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার ও মুক্তির সংগ্রামের কথা উচ্চারণ করেছিলেন তার প্রধানমন্ত্রীত্বপ্রাপ্তি ত্বরান্বিত করার লক্ষ্যেই। প্রমাণ তিনি ঐ সভার পরেই দ্রোহী হননি, ছাত্ররাও ধরেনি অস্ত্র।
২৫শে মার্চে পাকিস্তান সরকারই বাঙালীকে প্রতারিত করে হত্যাকান্ড চালাতে থাকে। বিপন্ন ও অস্ত্রচ্যুত সেনানিরা, পুলিশেরা এবং ক্ষুব্ধ-ক্রুদ্ধ তরুণেরা অনন্যোপায় হয়ে অস্ত্র ধারণ করে, তাদের সঙ্গে জুটে যায় আওয়ামীলীগারেরা এবং ক্ষুব্ধ, ক্রুদ্ধ স্বাধীনতাকামী জনগণ গাঁ-গঞ্জ থেকে শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে। শেখ মুজিব যে মুক্তি বা স্বাধীনতা যুদ্ধের প্রেরনা-প্রণোদনাপ্রবর্তনা দাতা তা কেউ অস্বীকার করে না। যদিও সবটা তাৎক্ষণিক এবং অবস্থার ও অবস্থানের পরিণাম, পরিকল্পিত নয়, উদ্দিষ্ট ছিল না বলেই।
কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ সনের আগস্ট অবধি মুজিব শাসন হচ্ছে ত্রাসের, হত্যার, কাড়ার, মারার, জোর-জুলুমের, স্বৈরাচারের, দুর্ভিক্ষের, পীড়নের, শোষনের, জবরদখলের ও জবরদস্তির হৃৎকাঁপানো বীভৎস রূপের। - ১৬/১২/১৯৯৭
- আহমদ শরীফ / আহমদ শরীফের ডায়েরি : ভাব-বুদ্বুদ ॥ [ জাগৃতি প্রকাশনী - ফেব্রুয়ারি, ২০০৯ । পৃ: ১৭৩ ]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...