THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Tuesday, August 26, 2014

মোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে।বাংলা এখন মম ময়ে মম।রাজনীতির ইয়ে,ওঠ ছেমড়ি লাগল তোর বিয়ে। মা সারদার সন্তানদল যা যা করেছে,হরেক সরকারের আমলে,হরেক মতাদর্শের নামে,হরেক রংএর রাজনীতি তাহাই করিয়াছে। মনমোহনকে সাধে কি ছাড় দিল,একে ফাঁসলে সব ব্যাটাকেই জেলে পুরতে হয়। তা কিন্তু হবে না। সারদায় সিবিআই হম্বি তম্বির শংস্কার ফসল গুজরাতের বাড়া। বাংলা এখন তবু গুজরাত হতে বাকী,দেরি হবে নাকি। পলাশ বিশ্বাস

মোদী লাগে কোন কাজে,দিদি সবার আগেবাংলা এখন মম ময়ে মমরাজনীতির ইয়ে,ওঠ ছেমড়ি লাগল তোর বিয়ে

মা সারদার সন্তানদল যা যা করেছে,হরেক সরকারের আমলে,হরেক মতাদর্শের নামে,হরেক রংএর রাজনীতি তাহাই করিয়াছে

মনমোহনকে সাধে কি ছাড় দিল,একে ফাঁসলে সব ব্যাটাকেই জেলে পুরতে হয়

তা কিন্তু হবে না

সারদায় সিবিআই হম্বি তম্বির শংস্কার ফসল গুজরাতের বাড়া

বাংলা এখন তবু গুজরাত হতে বাকী,দেরি হবে নাকি



পলাশ বিশ্বাস

দিদি এবার পিপিপি ই নয় শুধু তিনি আবার সাক্ষাত ডিকন্ট্রোল ডিরেগুলেশান সংস্কারের ত্রিভুবনেশ্বরী! মোদী লাগে কোন কাজে,দিদি সবার আগেরিয়েল্টি প্রোমোটিংএ দিলিলীর সংস্কারের আগেই দিদির নগরোন্নয়নমোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

মোদী লালকেল্লার প্রাচীর থেকে শতখানেক স্মার্টমহাসেজ সিটি ঘোষণা করতে না করতে হামলে পড়ে দিদি শান্তিনিকেতন,লূতন কলকাতা সমেত দশ দশটি স্মার্ট শহরের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললেন মোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

বাংলায় এখন অকাল গাজনমোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

সবাই ব্যাটা সন্যাসী,যা বাব্বা,রগড় জমবে ভালোমোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

লক্ষ্মী সরস্বতীর খুল্লা জেল্লায় ন দিনের মেগা মহালয়া,তায় আবার দিদি মহিষাসুর মর্দিনীমোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

বাসভাড়া ডিজেল দামের সঙ্গে ওঠাপড়া করবে আর মুদিখানায় ডিজেল তে বাজারের সঙ্গেই ছলাত ছলাতমোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে


বাংলা এখন মম ময়ে মম

মোদী লাগে কোন কাজে,দিদি সবার আগে

রাজনীতির ইয়ে,ওঠ ছেমড়ি লাগল তোর বিয়ে

সব দলেই পোয়াবারো পৌষমাস

সব দলই তলে তলে ডুব মেরে জল খেয়েছে,শিবের বাবা টের পায়নি

বোঝো ঠ্যালা

কত পরিবর্তন হল

বদলে গেল রং,বদলে গেল সঙ,সখির কেত্তন চলছে সমতালে বিলম্বিত লয়ে

মা সারদার সন্তানদল যা যা করেছে,হরেক সরকারের আমলে,হরেক মতাদর্শের নামে,হরেক রংএর রাজনীতি তাহাই করিয়াছে

মনমোহনকে সাধে কি ছাড় দিল,একে ফাঁসলে সব ব্যাটাকেই জেলে পুরতে হয়

তা কিন্তু হবে না

সারদায় সিবিআই হম্বি তম্বির শংস্কার ফসল গুজরাতের বাড়া

বাংলা এখন তবু গুজরাত হতে বাকী,দেরি হবে নাকি

তর যে সয় না

মায়ের ঝাঁকি মুক্তবাজারি বাজারে রমরমা

লগ্নি আসছে


এবার সাড়ে চুয়াত্তরের ররমা



১৮৬০০০০০০০০০০ টাকা! কথায় লিখলে, ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। কয়লা বণ্টন কেলেঙ্কারিতে সরকারি কোষাগারের এই বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। দেশের সর্বোচ্চ আদালত রায় দিল, ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত যে ২১৮টি কয়লাখনি বণ্টন হয়েছে, তার সবটাই বেআইনি। কারণ, নিলাম না করে সরকারি কমিটির পছন্দমতো বিভিন্ন বেসরকারি সংস্থাকে কয়লাখনি পাইয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কয়লাখনিও এই তালিকায় রয়েছে।


আজকালের প্রতিবেদন: বাস, মিনিবাসের ভাড়া বাড়ল৷‌ সরকারি ও বেসরকারি বাস-মিনিবাসে প্রতি স্তরে ভাড়া বাড়ছে ১ টাকা করে৷‌ অর্থাৎ, সাধারণ বাসে উঠলেই দিতে হবে ৬ টাকা৷‌ মিনিবাসের ক্ষেত্রে ৭ টাকা৷‌ ১৬ কিলোমিটার পর্যম্ত প্রতি স্তরে ১ টাকা করে বাড়বে৷‌ এর পরের স্তরে তার থেকে কিছুটা বেশি বাড়বে৷‌ দু-একদিনের মধ্যেই এই ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হবে৷‌ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাস মালিকদের বৈঠকের পর রাজ্য সরকারের এই সিদ্ধাম্তের কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি৷‌ এদিনের বৈঠকে সিদ্ধাম্ত হয়েছে আগামী ১ বৈশাখ থেকে ডিজেলের দাম দু টাকা বাড়া বা কমার সমানুপাতিক হারে বাস ভাড়াও নির্ভর করবে৷‌ এর জন্য একটি টাস্ক ফোর্স গঠিত হচ্ছে৷‌ এই হারে ভাড়া বৃদ্ধিতে খুশি নন বাস-মিনিবাস মালিকেরা৷‌ তাঁরা বলেন, বাধ্য হয়ে এই সিদ্ধাম্ত মানতে হচ্ছে৷‌ এক টাকা ভাড়া বৃদ্ধিতে তাঁদের ক্ষতি খুব একটা কমবে না৷‌ ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বাস ও মিনিবাস মালিকেরা৷‌ খুব শিগগিরি বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই বর্ধিত বাস ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷‌ এদিনের বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি ও পরিবহণ সচিব-সহ বাস মালিকদের ৪টি সংগঠনের প্রতিনিধিরা৷‌ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সিদ্ধাম্ত অনুযায়ী শহর ও শহরতলির সব বাসের ভাড়া প্রতি ধাপে এক টাকা করে বাড়ানো হল৷‌ যে বাসের ন্যূনতম ভাড়া আছে তার থেকে এক টাকা করে বাড়ানো হবে৷‌ তবে ১৬ থেকে ২০ কিলোমিটার ও ২০ থেকে ২৬ কিলোমিটারে বাসের ভাড়া ১ টাকার কিছু বেশি বাড়বে৷‌ তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাস মালিকেরা সরকারের কাছে বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে আবেদন করে চলেছেন৷‌ তাঁদের দুঃখ কষ্টের কথা বলছেন৷‌ কিন্তু সরকার দায়বদ্ধ মানুষের ওপর দুর্গতি না চাপাতে আর স্বচ্ছ পরিবহণের ব্যবস্হা করতে৷‌ কিন্তু মুখ্যমন্ত্রী যখন সফরে ছিলেন তখন বাস মালিকেরা মানুষের অসুবিধা হবে ভেবে এবং মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে রয়েছেন বলে ধর্মঘটের সিদ্ধাম্ত প্রত্যাহার করেন৷‌ অন্য দিকে কেন্দ্রীয় সরকার গত দু'বছরে ২৩ বার ডিজেলের দাম বাড়িয়েছে৷‌ কেন্দ্রের এই নীতির ফলে পরিবহণ ব্যবস্হা সমস্যায় পড়েছে৷‌ বাস মালিকেরা আবেদন করছেন তাঁরা আর এই ব্যবসা চালাতে পারছেন না৷‌ এই সব কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বাস ভাড়া বাড়ানোর সিদ্ধাম্ত নিয়েছেন৷‌ পাশাপাশি পরিবহণ ব্যবস্হাকে সুস্হ ও স্বাভাবিক ভাবে পরিচালনা করার জন্য এবং বাস ভাড়া নিয়ে সমস্যা মেটাতে ২০১৫ সালের ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনেই তৈরি করা হবে টাস্ক ফোর্স৷‌ এই কমিটিতে পরিবহণ দপ্তরের প্রতিনিধি ছাড়াও বাস মালিকেরা থাকবেন৷‌ ডিজেলের ২ টাকা দাম বৃদ্ধি বা হ্রাসের ওপরে সমানুপাতিক হারে বাসের ভাড়া বাড়া-কমা নির্ভর করবে৷‌ টাস্ক ফোর্স ঠিক করবে কত টাকা ভাড়া বাড়বে বা কমবে৷‌ বাস মালিকদের ভাড়া ছাড়া অন্য সমস্যাও থাকে৷‌ এর মধ্যে রয়েছে মিনিবাসের প্রতিটি ধাপের পুনর্মূল্যায়ন৷‌ তবে বাস মালিকদেরও স্বাচ্ছন্দ্য দেখতে হবে৷‌ যখন তখন রাস্তা থেকে বাস তুলে নেওয়া যাবে না৷‌ তবে পুলিসি জুলুমের অভিযোগও খতিয়ে দেখবে সরকার৷‌ বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা দীপক সরকার বলেন, আমরা ভেন্টিলেশনে ছিলাম৷‌ জেনারেল বেডে এলাম৷‌ অসুখ সারল না৷‌ যেটুকু ভাড়া বাড়ল তাতে ডিজেলের খরচও উঠবে না৷‌ চেষ্টা করব মুখ্যমন্ত্রীর কথা রাখতে৷‌ কমিটি সমস্যা না মেটালে ব্যবসা করতে পারব না৷‌ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তপন ব্যানার্জি জানান, এই সিদ্ধাম্ত আমরা আপাতত মেনে নিচ্ছি৷‌ ১লা বৈশাখ পর্যম্ত অপেক্ষা করব৷‌ সমস্যা না মিটলে সঠিক ভাবে পরিষেবা দেওয়া সম্ভব হবে না৷‌ মিনিবাস মালিকদের নেতা অবশেষ দাঁও জানিয়েছেন ভাড়া মানতে বাধ্য হলাম৷‌ ৮ টাকা ভাড়া হলে ভাল হত৷‌ ক্ষতি স্বীকার করেই আমাদের বাস চালাতে হবে৷‌


তৃণমূল সাংসদ ইমরানকে ৯ ঘণ্টা জেরা ই ডি-র

বিকেলে সি বি আই জেরা রমেশ গান্ধীকে

শাম্তনু জামিন পেলেন, সুদীপ্ত-দেবযানীর জেল হেপাজত






আজকালের প্রতিবেদন: তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে ই ডি ৯ ঘণ্টা জেরা করল৷‌ সুদীপ্ত সেনের টাকায় একটি উর্দু দৈনিক 'কলম' পত্রিকার তিনি সম্পাদক ছিলেন৷‌ ইমরানকে আগে দু'বার নোটিস দিয়েছিল ই ডি৷‌ রমেশ গান্ধীকে সোমবার বিকেলে জেরা করল সি বি আই৷‌ সোমবার তিনি সকাল ১১টা নাগাদ ই ডি দপ্তরে যান৷‌ সুদীপ্ত সেন কত টাকা দিয়েছিলেন কলম পত্রিকা তৈরির জন্য, তাঁর সঙ্গে কীভাবে পরিচয় ইত্যাদি জেনে নেন ই ডি কর্তারা৷‌ ব্যাঙ্কশাল আদালত এদিন জেনাইটিসের কর্ণধার শাম্তনু ঘোষকে জামিন দিল৷‌ ৩০ হাজার টাকা ব্যক্তিগত জামিনে তিনি মুক্তি পান৷‌ তবে বিদেশ যেতে পারবেন না, নির্দেশ দিয়েছে আদালত৷‌ আগামী ৯ সেপ্টেম্বর তাঁকে ফের আদালতে হাজির হতে হবে৷‌ আদালতের কাছে ৬৩ দিন পার হয়ে গেলেও চার্জশিট না দিতে পারায় তাঁকে জামিন দেওয়া হল৷‌ সুদীপ্ত ও দেবযানীকে সোমবার আদালতে তোলা হয়৷‌ দেবযানীর আইনজীবী এদিন আসেননি৷‌ আগামী ৬ সেপ্টেম্বর পর্যম্ত তাঁদের জেল হেপাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷‌ আলিপুর আদালতে সি বি আই এদিন সরকারিভাবে জানায়, সারদা তদম্তে অনেক নথি নিখোঁজ৷‌ তবে সেগুলির তদম্ত করা হচ্ছে৷‌ সোমবার বিকেলে সি বি আই দপ্তরে আসেন শিল্পপতি রমেশ গান্ধী৷‌ সি বি আই আধিকারিকেরা তাঁর সঙ্গে কথা বলেন৷‌ রমেশ গান্ধী পরে সাংবাদিকদের বলেন, সি বি আই যে সমস্ত প্রশ্ন জানতে চেয়েছিল, আমি তার উত্তর দিয়েছি৷‌ সি বি আই সূত্রে জানা গেছে, সারদা গোষ্ঠীর টাকায় উত্তর-পূর্ব ভারতে একটি টিভি চ্যানেলের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল৷‌ টাকা কীভাবে লগ্নি করেছিলেন সুদীপ্ত সেন, সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷‌ ই ডি-র জেরার পর আহমেদ হাসান ইমরান সাংবাদিকদের বলেন, সুদীপ্ত সেন আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন, তা মিথ্যা৷‌ আমি ই ডি-র সব প্রশ্নেরই উত্তর দিয়েছি৷‌ আজ, মঙ্গলবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুকে আদালতে তোলা হবে৷‌ ই ডি-র তদম্তে ইতিমধ্যেই আর্থিক লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়েছে৷‌ আরও কয়েকজন প্রভাবশালীকে চিঠি দিয়েছে ই ডি৷‌ তাঁরা এ সপ্তাহেই সল্টলেকে ই ডি দপ্তরে দেখা করবেন৷‌ সি বি আই সারদা তদম্তে এখনও কিছু নথিপত্রের খোঁজ করছে৷‌



রাজীব চক্রবর্তী, দিল্লি


২৫ আগস্ট– ১৯৯৩ থেকে ২০০৯ পর্যম্ত কেন্দ্র সরকারের সমস্ত কয়লা ব্লক বণ্টনকে অবৈধ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷‌ সোমবার৷‌ কয়লা ব্লকগুলির ভবিষ্যৎ নির্ধারণ করতে ১ সেপ্টেম্বর থেকে একটানা শুনানি চালাবে শীর্ষ আদালত৷‌ তার পর ঘোষিত হবে চূড়াম্ত সিদ্ধাম্ত৷‌ নিলাম-পর্বের আগে বেসরকারি বাণিজ্যিক সংস্হাকে বণ্টিত সমস্ত কয়লা ব্লক বণ্টনকে বেআইনি আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট৷‌ কয়লার ব্লক বণ্টনের সময়কালে ১৯৯৩ থেকে ২০০৯ পর্যম্ত সবই অবৈধ ঘোষিত হওয়ায় ইউ পি এ ১ ও ২ সরকারের আমল তো বটেই, জড়িয়ে গেল পূর্বতন বাজপেয়ী সরকারের এন ডি এ আমলও৷‌ এতদিন কয়লার ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কঠোর সমালোচনায় মুখর বি জে পি আজ সুপ্রিম কোর্টের রায়ে বেশ ফাঁপরে পড়ে গেছে৷‌ আজ সতর্ক বিবৃতি দিয়ে বি জে পি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, আগে সুপ্রিম কোর্টের বয়ানটি ভালভাবে খতিয়ে দেখে নিয়েই এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে৷‌ অন্য দিকে কংগ্রেস কিছুটা হাঁফ ছেড়ে বাঁচার বাতাস পেয়েছে৷‌ কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, গোড়া থেকেই তো কংগ্রেস বলে আসছে, ইউ পি এ সরকার কয়লার ব্লক বণ্টনে পূর্বতন এন ডি এ সরকারের নীতিই অনুসরণ করেছে৷‌ ২০০৪ থেকে ২০০৯-এ ইউ পি এ সরকার আগের ১৯৯৩-২০০৪-এর এন ডি এ আমলের নীতিতেই কয়লার ব্লক বণ্টন করেছে৷‌ আজ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, জনস্বার্থে কয়লা ব্লকের ব্যবহার হয়নি৷‌ কোনও রাজ্য সরকার অথবা রাজ্যের কোনও সংস্হা বাণিজ্যিক কারণে কয়লা ব্লকের ব্যবহার করতে পারে না৷‌ অথচ, এই সময়ের মধ্যে সরকারের স্ক্রিনিং কমিটি ৩৬টি বৈঠক করে যতগুলি কয়লা ব্লক বণ্টন করেছিল তার কোনওটিতে স্বচ্ছতা ছিল না৷‌ বণ্টনের সময় নির্ধারিত শর্ত মানা হয়নি৷‌ এমনকী এই সংক্রাম্ত কোনও নিয়মনীতির পরোয়া পর্যম্ত করেনি কেন্দ্র সরকার৷‌ ফলে, সমস্ত কয়লা ব্লকের বণ্টন অবৈধভাবে হয়েছে৷‌ একতরফা বণ্টনের চিত্র স্পষ্ট৷‌ একইসঙ্গে আদালতের কড়া নির্দেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যম্ত কয়লা ব্লকগুলি থেকে বাণিজ্যিক স্বার্থে কোনও কয়লা উত্তোলন করা চলবে না৷‌ ওই সময়ে কয়েকটি বেসরকারি স্টিল, বিদ্যুৎ ও সিমেন্ট কোম্পানিকে তাদের প্রয়োজনে প্রায় ২০০টির বেশি কয়লা ব্লক বণ্টন করেছিল কেন্দ্রীয় সরকার৷‌ আইনজীবী এম এল শর্মা এবং একটি এন জি ও-র করা মামলার প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ৷‌ শীর্ষ আদালতের এদিনের পর্যবেক্ষণ সামনে আসার সঙ্গে সঙ্গে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এবং হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিগুলির (ওই সময়ে কয়লা ব্লকের বরাত পাওয়া সংস্হা) শেয়ার দর পড়তে শুরু করেছে৷‌ এদিন প্রধান বিচারপতি আর এম লোধা স্পষ্ট বলেন, 'কয়লা ব্লক বণ্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি এবং কেন্দ্র সরকার কোনও পক্ষের মধ্যেই বিন্দুমাত্র স্বচ্ছতা ছিল না৷‌ বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মকানুনের পরোয়া করা হয়নি৷‌ পুরো প্রক্রিয়াটি অবৈধ৷‌' সুপ্রিম কোর্টের এদিনের রায় প্রাক্তন সি এ জি প্রধান বিনোদ রাইয়ের ২০১২-র রিপোর্টকে সত্য প্রমাণ করল৷‌ রবিবারই এক অনুষ্ঠানে সি এ জি-র প্রাক্তন প্রধান আরও এক বিস্ফোরক মম্তব্য করেছিলেন৷‌ প্রকাশ্যে তিনি বলেছেন, সে সময় ইউ পি এ সরকারের পক্ষ থেকে কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি-সংক্রাম্ত সি এ জি রিপোর্ট থেকে কয়েকজনের নাম বাদ দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল৷‌


প্রসঙ্গত, ২০১২-র মার্চে সংবাদ মাধ্যমে প্রথম কয়লা ব্লক বণ্টনের দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়৷‌ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া'র একটি খসড়া রিপোর্ট উদ্ধৃত করে ওই সংবাদে বলা হয়, নিলাম পদ্ধতি এড়িয়ে বেসরকারি বাণিজ্য সংস্হাকে একতরফা বরাত দেওয়ায় সরকারের ১০ লাখ ৭০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে৷‌ যদিও সে সময় সি এ জি-র তরফে ওই সংবাদের বিরোধিতা করে বলা হয়েছিল, সংস্হার পর্যবেক্ষণকে অতিরঞ্জিত করা হয়েছে৷‌ সে বছরের আগস্টে সি এ জি-র চূড়াম্ত রিপোর্টে বলা হয়, কয়লা ব্লক বণ্টনের ক্ষেত্রে নিলাম না করায় ২০০৪ থেকে ২০০৯ পর্যম্ত সরকারের ১ লাখ ৮৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে৷‌ যা সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রায় এক দশমাংশ৷‌ সি এ জি-র ওই রিপোর্টে আরও মারাত্মক যে বিষয়টির উল্লেখ ছিল তা হল, কেন্দ্রীয় আইন মন্ত্রকের একটি সুপারিশ মেনে সরকারের হাতে ২০০৬-এর মাঝামাঝি কয়লা ব্লক বণ্টনে প্রতিযোগিতামূলক নিলাম করার সুযোগ ছিল৷‌ কিন্তু তা করা হয়নি৷‌ এই সব ঘটনা একের পর এক যখন প্রকাশিত হচ্ছে সে সময় ইউ পি এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷‌ ২০০৪ সালে তিনিই কয়লামন্ত্রী ছিলেন৷‌ ২০১২-তেই বি জে পি-র দুই নেতার অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সি বি আইকে পুরো ঘটনার তদম্তের নির্দেশ দেয়৷‌ এর পর গত বছর আগস্টের মাঝামাঝি সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে সি বি আইয়ের তদম্তে সহযোগিতার নির্দেশ দেওয়ার পর তৎকালীন কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল সুপ্রিম কোর্টে জানান, ১৯৯৩ থেকে ২০০৪ পর্যম্ত তদম্তাধীন সময়ের কয়লা ব্লক বণ্টন-সংক্রাম্ত বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে গেছে৷‌ স্বভাবতই এই কেলেঙ্কারি আরও নাটকীয় মোড় নেয়৷‌ সি বি আই তদম্ত এবং কয়েকজন আমলা ও মন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন ওঠায় 'কোলগেট' কেলেঙ্কারি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হয়ে ওঠে৷‌ ২০১৩-র শুরুর দিকে সি বি আই ডিরেক্টর রণজিৎ সিন‍্হা সুপ্রিম কোর্টে স্বীকার করে নেন যে, এই কেলেঙ্কারির তদম্তের প্রাথমিক রিপোর্টটি আইন মন্ত্রক, কয়লা মন্ত্রকের কয়েকজন আমলা এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে দেখানো হয়েছে৷‌ এবং শুধু তাই নয়, তার পর সি বি আইয়ের রিপোর্টে বেশকিছু পরিবর্তন করা হয়েছে৷‌ এই প্রসঙ্গেই সি বি আইকে 'খাঁচাবন্দী তোতা পাখি' বলে মম্তব্য করে সুপ্রিম কোর্ট৷‌ পুরো ঘটনা স্বীকার করে নিয়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন আইনমন্ত্রী অশ্বিনী কুমার৷‌ এই কেলেঙ্কারিতে দেশের কয়েকটি নামজাদা কোম্পানির নামও জড়িয়েছে৷‌ তবে এই কেলেঙ্কারির তদম্তে সি বি আই এখনও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েককে জিজ্ঞাসাবাদ করেনি৷‌ আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর এখন দেখার সি বি আইয়ের তদম্ত-নজরে বাজপেয়ী সরকারের আমলের এন ডি এ মন্ত্রী, বি জে পি নেতৃবৃন্দও পড়েন কি না৷‌



সব্যসাচী সরকার


ওড়িশায় সারদা তদম্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেষ পর্যম্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুঁজে পেল ২ হাজার ৭৪০ টাকা৷‌ বাকি টাকা আর নেই! সারদা রিয়েলটি ইন্ডিয়া লিমিটেড বালেশ্বরে ১৩ দশমিক ৫৪ একর জমি কিনেছে৷‌ জমি কেনার ক্ষেত্রে মালিকানা মাত্র দু'জনের৷‌ দেবিকা দাশগুপ্ত আর সুদীপ্ত সেন৷‌ বালেশ্বরে সারদা রিয়েলটির নামে আই ডি বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল৷‌ তাতে পড়ে আছে সামান্য টাকা৷‌ বাকি কোনও টাকার সন্ধান পায়নি ই ডি৷‌ পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সারদার জমি কেনা সংক্রাম্ত সম্পত্তির সন্ধানে গিয়ে ই ডি বেশ অবাক৷‌ আই ডি বি আই ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, সেটির নম্বর (৩২৮১০২০০০০০১০০৭)৷‌ ওড়িশা সরকারের অর্থ দপ্তর সারদার জমি সংক্রাম্ত যে তালিকা তৈরি করেছে, তাতে সব চাষের জমি কিনে নেওয়া হয়েছিল৷‌ সেগুলির মালিকানাতেও দু'জন! খড়গপুরের বাসিন্দা দেবিকা দাশগুপ্ত সারদা রিয়েলটির ডিরেক্টর পদে ছিলেন৷‌ অর্থ দপ্তরের যে তালিকা ই ডি সূত্রে পাওয়া গেছে, তাতে দেবিকা দাশগুপ্ত বালেশ্বরের শ্রীকোনা অঞ্চলে ৪টি জমি কেনার ক্ষেত্রে যুক্ত ছিলেন৷‌ সুদীপ্ত সেন ছিলেন ৫টিতে যুক্ত৷‌ দু'জনে মিলে সারদা রিয়েলটির হয়ে যত একর জমি কিনেছিলেন, তার এই মুহূর্তে বাজার মূল্য ৫০-৬০ লাখের কাছাকাছি৷‌ জমিগুলি এখনও চাষের জমি৷‌ সেগুলি বাস্তুজমিতে আইনগতভাবে পরিবর্তন করা হয়নি৷‌ ই ডি সূত্রের খবর, চাষের জমি কিনে সেগুলিকেই বাড়ি তৈরির, হোটেল তৈরির ব্যবসার কাজে লাগানো হবে বলে দেখানো হয়েছিল আমানতকারী আকৃষ্ট করতে৷‌ প্রায় ১০ লাখ আমানতকারী সে রাজ্যে প্রতারিত হয়েছেন৷‌ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মতো ওড়িশাতেও আমানতকারীদের অভিযোগ নেওয়ার জন্য কমিশন তৈরি করেছে ওড়িশা সরকার৷‌ মজার বিষয়, বালেশ্বরের শ্রীকোনায় যে দশটি ভাগে জমি কেনা হয়েছে, তা বিভিন্ন ভাগে ভাগ করা৷‌ ১৩ দশমিক ৫৪ একর চাষের জমি সুদীপ্ত আর দেবিকা দু'জনে কিনেছেন৷‌ জমি হাতানোর এই প্রক্রিয়াটি একই মডেলে হয়েছে এ রাজ্যেও৷‌ ওড়িশার অর্থ দপ্তর ই ডি-কে যে রিপোর্ট দিয়েছে, তাতে স্পষ্টই বলা আছে....৷‌ 'ইট ইজ রিভিলড দ্যাট দি ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্টস আর অ্যাক্টিং ইন এ ক্যালকুলেটেড ম্যানার উইথ অ্যান ইনটেনশন টু ডিফ্রড দি ইনভেস্টরস ফ্রম পেমেন্ট অফ দেয়ার লেজিটিমেট ডিউস...' অর্থাৎ সারদা কর্তা সুদীপ্ত সেন জমি কিনে টাকা সরিয়ে ফেলেছিলেন, যাতে আমানতকারীদের তা ফেরত না দিতে হয়৷‌ যদিও অর্থ দপ্তর ই ডি-কে বলেছে, প্রকৃত কারণ অনুসন্ধান করে যথোপযুক্ত আইনি পদক্ষেপ নিতে৷‌ সুদীপ্ত সেন কিন্তু মুখে বারে বারেই বলেছেন, তিনি জমি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে চান! ওড়িশা সরকার ওই জমিগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে৷‌ এবং সেগুলি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আইনি পথে হাঁটছে৷‌ ই ডি-র এক কর্তা জানান, ওই জমি কেনার জন্য সারদা গোষ্ঠী কত টাকা লগ্নি করেছিল এবং কাদের থেকে কিনেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷‌ বালেশ্বরে সুদীপ্ত সেন জমি কিনে কীসের ব্যবসা ভবিষ্যতে করতেন, তা তিনিই জানেন, কিন্তু আমানতকারীদের যে টাকা ফেরত দেওয়ার বাসনা তাঁর ছিল না, তা সরকারি রিপোর্টেই স্পষ্ট৷‌ আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ কী ছিল তাও খুঁজছে ই ডি.



সম্পর্কের কথা বাড়িতে বলায় প্রমিকার বান্ধবীকে খুন করল প্রেমিক সম্পর্কের কথা বাড়িতে বলায় প্রমিকার বান্ধবীকে খুন করল প্রেমিক

সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দেওয়ায় ধারালো ছুরি দিয়ে প্রেমিকার বান্ধবীর গলা কেটে দিল প্রেমিক। অভিযুক্ত যুবককে ধরে ফেলে গণপিটুনি দেয় এলাকার মানুষ। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাওড়ার উলুবেড়িয়ার গোয়ালিয়র গদাইপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ধুঁকছে স্কুলবাড়ি, মিড ডে মিল অনিয়মিত, হুঁশ নেই প্রধানশিক্ষকের

ভেঙে পড়ছে স্কুলবাড়ি। পানীয় জলের ব্যবস্থা নেই। মিড ডে মিলও নিয়মিত পায় না পড়ুয়ারা।  অভিভাবকরা ক্ষোভে সরব। কিন্তু প্রধান শিক্ষকের হুঁশ নেই বলে অভিযোগ। চরম অবহেলায় ধুঁকছে খড়গপুরের আরামবাটির সিদ্ধেশ্বরী হাইস্কুল।

রাষ্ট্রপতির স্বপ্নপুরণ রাষ্ট্রপতির স্বপ্নপুরণ

প্রাক্তন সাংসদ এবং বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন জঙ্গিপুরের বুকে তৈরি হবে একটি বিশ্বমানের ম্যানেজমেন্ট কলেজ। সঙ্গে থাকবে আন্তর্জাতিক মানের ফুডপার্ক। ম্যানেজমেন্ট কলেজ থেকে পাশ করবে দেশের অন্যতম সেরা ছাত্রছাত্রীরা। আর ফুডপার্কে কাজ শিখবেন স্থানীয় যুবকরা। রাষ্ট্রপতির উপস্থিতিতেই পথ চলা শুরু করল তাঁর স্বপ্নের ম্যানেজমেন্ট কলেজ। কিন্তু ফুডপার্ক এখনও বিশ বাঁও জলে।

কারখানা খুলতে আগামিকাল স্টার পেপার মিল কতৃপক্ষের সঙ্গে বৈঠক প্রশাসনের কারখানা খুলতে আগামিকাল স্টার পেপার মিল কতৃপক্ষের সঙ্গে বৈঠক প্রশাসনের

দুর্গাপুরে নির্মীয়মান স্টার পেপার মিলের কাজ ফের শুরু করতে আগামী কাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে প্রশাসন। বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের। শুক্রবার ওই কাগজ কলের মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ এনে  সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝোলান কারখানায়।

জঙ্গিপুরে এসে পাকিস্তানকে ফের কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির

নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জন্য পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় জওয়ানরাও তৈরি রয়েছেন। পাক তরফ থেকে কোনওরকম প্ররোচনা দেওয়া হলে উপযুক্ত জবাব দেওয়া হবে।  

টাকা দিয়ে ছাত্রীকে ধর্ষণের শাস্তি থেকে বাঁচার চেষ্টা শিক্ষকেরটাকা দিয়ে ছাত্রীকে ধর্ষণের শাস্তি থেকে বাঁচার চেষ্টা শিক্ষকের

তাঁরই স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। আর সেই অভিযুক্তের থেকে টাকা নিয়েই বিষয়টি মিটিয়ে ফেলার জন্য নাকি তদবির করেছিলেন প্রধান শিক্ষক। এমনই অভিযোগ উঠেছে নৈহাটি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দত্তের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রধান শিক্ষককেও।

শিলিগুড়ির সাফারি পার্কে এবার নাইট সাফারি?শিলিগুড়ির সাফারি পার্কে এবার নাইট সাফারি?

শিলিগুড়ির সাফারি পার্কে কি নাইট সাফারি হবে?  সিঙ্গাপুরে নাইট সাফারি দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী।  বৈকুণ্ঠপুরের জঙ্গলে তৈরি হতে চলা সাফারি পার্কে কি তারই প্রতিফলন হবে? জল্পনা এখন তুঙ্গে।

বাঁকুড়ায় অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগবাঁকুড়ায় অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বাঁকুড়ায় এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন সংস্থার এজেন্ট, আমানতকারী এবং কর্মীরা। রাজ্যের মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে দেখেই ওই সংস্থায় টাকা রাখার ভরসা পেয়েছিলেন বলে দাবি করেছেন তাদের অনেকে। যদিও নিউল্যান্ড গ্রুপ অব কোম্পানি নামে ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও রকম যোগাযোগ নেই বলে দাবি করেছেন মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়।

নকল সোনা বন্ধক রেখে জালিয়াতি সাঁতরাগাছির কোঅপারেটিভ ব্যাঙ্কেনকল সোনা বন্ধক রেখে জালিয়াতি সাঁতরাগাছির কোঅপারেটিভ ব্যাঙ্কে

নকল সোনা বন্ধক রেখে  কয়েক কোটি  টাকা ঋণ নেওয়ার অভিনব জালিয়াতি চলছিল সাঁতরাগাছি কো অপারেটিভ ব্যাঙ্কে।  জালিয়াতি চক্রটি চালাচ্ছিলেন ব্যাঙ্কেরই কয়েক জন কর্মী।

দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে রাষ্ট্রপতিদুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি

দুদিনের সফরে ঠাসা কর্মসূচি নিয়ে আজ রাজ্যে রাষ্ট্রপতি  প্রণব মুখোপাধ্যায়। আজ মুর্শিদাবাদের ডোমকলে গার্লস কলেজ এবং বহরমপুরের কৃষ্ণলাথ কলেজের অডিটরিয়াম  উদ্বোধন করেন তিনি। পরে  জঙ্গিপুরে বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি।  

ফের দুর্গাপুরে বন্ধ কারখানা ফের দুর্গাপুরে বন্ধ কারখানা

রাজনৈতিক চাপে দুর্গাপুরে ফের বন্ধ হয়ে গেল একটি বেসরকারি কারখানা পুনরায় খোলার উদ্যোগ। সংস্থার গেটে কর্মবিরতির নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে আবারও কাজ হারালেন কয়েকশো শ্রমিক। তবে কারখানা খুলতে কর্তৃপক্ষকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন।

কাঁথি ধর্ষণ কাণ্ড: প্রশাসনের তীব্র সমালোচনায় বাম বুদ্ধিজীবীরাকাঁথি ধর্ষণ কাণ্ড: প্রশাসনের তীব্র সমালোচনায় বাম বুদ্ধিজীবীরা

কাঁথিকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানালেন বাম বুদ্ধিজীবীরা। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। অভিযোগ, ঠিকমতো খাবার পাচ্ছেন না মৃতার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি। এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন বাম বুদ্ধিজীবী এবং ক্যাম্পের পুলিসকর্মীরা।

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদরের চর থেকে অবাধে তোলা হচ্ছে বালিসরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদরের চর থেকে অবাধে তোলা হচ্ছে বালি

সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বর্ধমানে দামোদর নদীর চর থেকে অবাধে তোলা হচ্ছে বালি।  অবৈধভাবে বালি তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীবাঁধ। স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও, মহকুমা শাসক  জেলাশাসক সবাইকে জানিয়েও বন্ধ করা যায়নি অবাধে বালি তোলা।

দামোদর চর থেকে বালি চুরি দামোদর চর থেকে বালি চুরি

সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বর্ধমানে দামোদর নদীর চর থেকে অবাধে তোলা হচ্ছে বালি। গ্রামবাসীদের অভিযোগ, নদী বাঁধের একেবারে কাছ থেকে অবৈধভাবে বালি তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ। স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও, মহকুমা শাসক থেকে  জেলাশাসক সকলে জানিয়েও বন্ধ কা যায়নি অবাধে বালি তেলা।

ভারী বৃষ্টির দোসর ডিভিসি-র জল, প্লাবিত হওয়ার আশঙ্কায় হুগলির বিস্তীর্ণ অংশভারী বৃষ্টির দোসর ডিভিসি-র জল, প্লাবিত হওয়ার আশঙ্কায় হুগলির বিস্তীর্ণ অংশ

দফায় দফায় ভারী বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আবারও প্লাবিত হতে পারে আরামবাগ মহকুমার নদীর তীরবর্তী গ্রামগুলি। বাড়ছে দারকেশ্বর, মুক্তেশ্বরী, রূপনারায়ণ ও দামোদর নদীর জল। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছর এই অঞ্চল বন্যার কবলে পড়লেও বন্যা প্রতিরোধে  কোন ব্যবস্থাই নেয়নি সরকার।

এনসেফ্যালাইটিস আতঙ্কের মাঝেই রাজ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ভ্রূকুটি

এনসেফ্যালাইটিস আতঙ্কের মাঝেই রাজ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ভ্রূকুটি

এনসেফ্যালাইটিসের প্রকোপের মাঝেই রাজ্যের জঙ্গলমহলে থাবা বসাল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। শুধুমাত্র জুলাই মাসেই আমলাশোলের একশো সাত জনের রক্তে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। সাধারণ ম্যালেরিয়ার চেয়ে কয়েকগুণ বেশি সংখ্যায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ধরা পড়ায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষ।আমলাশোল। জঙ্গলমহলের পিছিয়ে পড়া এই এলাকা বরাবরই ম্যালেরিয়া প্রবণ। ফলে এই এলাকার বাসিন্দাদের রক্তে প্রায়শই সাধারণ ম্যালেরিয়ার পরজীবী প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু গত কয়েকমাসে এই আমলাশোলেরই ঘুম কেড়েছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া।



ব্যবসায় নিয়ম নীতির তোয়াক্কা না করায় ১৪টি গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে আর্থিক জরিমানা সিসিআই-এরব্যবসায় নিয়ম নীতির তোয়াক্কা না করায় ১৪টি গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে আর্থিক জরিমানা সিসিআই-এর

যন্ত্রাংশ বিক্রি এবং গাড়ি বিক্রয়ের পরে সার্ভিসিংয়ের ক্ষেত্রে ব্যবসার নিয়ম নীতির তোয়াক্কা না করে অনৈতিক উপায় নেওয়ার জন্য ১৪টি গাড়ি প্রস্তুতকারক সংস্থাকে আর্থিক জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই।

২৮ অগাস্ট থেকে দেশ জুড়ে চালু হচ্ছে মোদীর জন ধন যোজনা প্রকল্প২৮ অগাস্ট থেকে দেশ জুড়ে চালু হচ্ছে মোদীর জন ধন যোজনা প্রকল্প

এ মাসের ২৮ তারিখ থেকে দেশজুড়ে চালু হচ্ছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্প। জাতীয় অগ্রাধিকারের তালিকায় রয়েছে এই প্রকল্প। প্রকল্প রূপায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক ব্যাঙ্ক অফিসারকে ই-মেল করেছেন নরেন্দ্র মোদী।

ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া ১১২ জনের জন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া ১১২ জনের জন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে বিভিন্ন বিমানে ১১২ জন ভারতীয়র ফেরা নিয়ে মঙ্গলবার দিল্লি ও মুম্বই আন্তর্জাতিক বিমান বন্দরে সতর্কতা জারি করা হল।

'ধর্ম' যুদ্ধ, ছত্তিসগড়ে সাই বাবা ভক্তদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হলেন শঙ্করাচার্য্যের অনুগামীরা 'ধর্ম' যুদ্ধ, ছত্তিসগড়ে সাই বাবা ভক্তদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হলেন শঙ্করাচার্য্যের অনুগামীরা

ধর্মের সংঘাত! সোমবার ছত্তিসগড়ের কাওয়ারধাতে শিরডি সাই বাবার ভক্তদের সঙ্গে শঙ্করাচার্য্য স্বরূপানন্দ সরস্বতীর অনুগামীরা ভয়ানক হাতাহাতিতে জড়িয়ে পড়ল। একটি ধর্ম সংসদ চলাকালীন এই ঘটনা ঘটে।

কাশ্মীরে হামলা হলে উচিত জবাব দেবে ভারত, সাফ জানালেন অমিত শাহ কাশ্মীরে হামলা হলে উচিত জবাব দেবে ভারত, সাফ জানালেন অমিত শাহ

কাশ্মীরে  হামলা হলে তার উচিত জবাব দেবে ভারত।  বিজেপি সভাপতি হওয়ার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে গিয়ে মন্তব্য করলেন অমিত শাহ। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে ওমর আবদুল্লাকে নিশানা করে রাজনীতির লড়াইয়েও সুর চড়ান তিনি। বুঝিয়ে দেন, লোকসভার পর এবারের বিধানসভা ভোটে বিজেপির পাখির চোখ জম্মু-কাশ্মীর।

২৬/১১-এর আতঙ্ক ভুলে আজ খুলছে নারিমান হাউস২৬/১১-এর আতঙ্ক ভুলে আজ খুলছে নারিমান হাউস

 ছাব্বিশ এগারোর সন্ত্রাস হানার স্মৃতি এখনও তাজা। এখনও রয়েছে দেওয়ালে বুলেটের চিহ্ন । সন্ত্রাসের সেইসব ভয়ঙ্কর স্মৃতি সঙ্গে নিয়ে  আজ খুলছে নারিমান হাউজ।

লালু-নীতিশ-কংগ্রেসের মহাজোটে ম্লান মোদী ম্যাজিকলালু-নীতিশ-কংগ্রেসের মহাজোটে ম্লান মোদী ম্যাজিক

বিহারে বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির। লালু-নীতীশ-কংগ্রেসের মহাজোটের কাছে ম্লান মাত্র তিন মাস আগেকার মোদী ম্যাজিক।

উত্‍সবে মরসুমে বিমানে সফর করুন মাত্র ১,৮৮৮ টাকায় উত্‍সবে মরসুমে বিমানে সফর করুন মাত্র ১,৮৮৮ টাকায়

উত্‍সবের মরসুমে নতুন বাজেট অফার নিয়ে এল স্পাইসজেট। মাত্র ১,৮৮৮ টাকায় মিলবে বিমান টিকিট। আগামী ২৭ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর এই মূল্যে মিলবে টিকিট। শুধুমাত্র দেশের মধ্যে সফর করলেই এই মূল্যে পাওয়া যাবে টিকিট।

১৯৯২ থেকে সব কয়লা বণ্টন অবৈধ বলে ঘোষণা সুপ্রিম কোর্টের ১৯৯২ থেকে সব কয়লা বণ্টন অবৈধ বলে ঘোষণা সুপ্রিম কোর্টের

-----------------------------------------------------------------------------------------------------------------------

চার রাজ্যের উপনির্বাচন LIVE TALLYচার রাজ্যের উপনির্বাচন LIVE TALLY

লোকসভা নির্বাচনের পর প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। লোকসভা ভোটের পর বিজেপি, কংগ্রেস, লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার কোন জায়গায় আছেন তার লাইভ পোল ট্যালি দেখুন- (

মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০জনেরমধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০জনের

মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশজনের। আজ সকাল ছাটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের চিত্রকূটের কামতানাথ মন্দিরে। মৃতদের মধ্যে ছজন মহিলা। জখম হয়েছেন কমপক্ষে ষাটজন। সোমবতী অমাবস্যা উপলক্ষে মন্দিরে ভিড় করেন পূর্ণ্যার্থীরা। হুড়োহুড়ির চোটে ঘটে দুর্ঘটনা। মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

চার রাজ্যে উপনির্বাচনের ফলাফল-Track Live-বিহারে মহাজোটের কাছে মৃদু ধাক্কা খেল বিজেপি, কর্নাটকে চমকপ্রদ জয় কংগ্রেসেরচার রাজ্যে উপনির্বাচনের ফলাফল-Track Live-বিহারে মহাজোটের কাছে মৃদু ধাক্কা খেল বিজেপি, কর্নাটকে চমকপ্রদ জয় কংগ্রেসের

লোকসভা নির্বাচনের পর প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হল...

মিজোরাম যেতে নারাজ, পদত্যগ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল মিজোরাম যেতে নারাজ, পদত্যগ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

বিতর্কের মধ্যেই মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন কে শঙ্করনারায়ণন। সম্প্রতি তাঁকে মিজোরামের রাজ্যপাল করা হয়েছিল। কিন্তু মিজোরামের রাজ্যপালের দায়িত্বভার নিতে নারাজ কে শঙ্করনারায়ণন। তারই জেরে ইস্তফার সিদ্ধান্ত নেন কে শঙ্করনারায়ণন। ইউপিএ সরকারের আমলে তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছিল। কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পর তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

ফিল্মি কায়দায় ট্রেন থেকে চম্পট দিল হেফাজতে থাকা জঙ্গিফিল্মি কায়দায় ট্রেন থেকে চম্পট দিল হেফাজতে থাকা জঙ্গি

ধানবাদ: পুলিসের হেফাজত থেকে পালিয়ে গেল হায়দরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত। মুম্বইয়ে আর্থার রোড জেলের মকোকা আদালতে নিয়ে যাওয়ার পথে ট্রেন থেকে চম্পট দেয় আবদুল নঈম ওরফে সামির।

জম্মু-কাশ্মীরে ২৫টি বিএসএফ শিবিরে হামলা পাক সেনার, গুলির জবাব দিল ভারত জম্মু-কাশ্মীরে ২৫টি বিএসএফ শিবিরে হামলা পাক সেনার, গুলির জবাব দিল ভারত

এখনও গুলির লড়াই অব্যাহত ভারত-পাক সীমান্তে। শনিবার রাত থেকেই জম্মু কাশ্মীরের ২৫টি বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। জবাব দিতে বাধ্য হয় ভারতও। রাত ১০টা থেকে গুলির লড়াই শুরু হয়েছে।

প্রাণ বাঁচাতে খালি হাতে চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে জিতলেন উত্তরাখণ্ডের সাহসিনী

প্রাণ বাঁচাতে খালি হাতে চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে জিতলেন উত্তরাখণ্ডের সাহসিনী

প্রাণ বাঁচাতে চিতা বাঘের সঙ্গে খালি হাতে যুদ্ধ করে বাঘটিকে মারতে বাধ্য হলেন উত্তরাখণ্ডের এক মহিলা।

  1. 1

  2. 2

  3. 3

  4. 4

  5. 5



১৭ বছরের বণ্টন অবৈধ, বলল কোর্ট

১৮৬০০০০০০০০০০ টাকা! কথায় লিখলে, ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। কয়লা বণ্টন কেলেঙ্কারিতে সরকারি কোষাগারের এই বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আজ দেশের সর্বোচ্চ আদালত রায় দিল, ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত যে ২১৮টি কয়লাখনি বণ্টন হয়েছে, তার সবটাই বেআইনি। কারণ, নিলাম না করে সরকারি কমিটির পছন্দমতো বিভিন্ন বেসরকারি সংস্থাকে কয়লাখনি পাইয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কয়লাখনিও এই তালিকায় রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


কয়লা কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের রায়ের বিরূপ প্রভাব বাজারে

গত ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত কোনও কয়লা ব্লক বণ্টনই আইন মেনে হয়নি শীর্ষ আদালতের এই রায় সোমবার বিরূপ প্রভাব ফেলল শেয়ার বাজারে। যার জেরে এ দিন লেনদেনের শেষের দিকে হু হু করে পড়ে যায় সূচক। সারা দিন জুড়ে সেনসেক্সের পতন হয় প্রায় ২০০ পয়েন্ট। এ দিন ডলারের তুলনায় টাকার দামও পড়েছে ৯ পয়সা। ফলে বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬০.৫৬ টাকা।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


'স্বজন' চিনে নয়া রেপার্টরি গড়ছে পুরসভা

কারা 'স্বজন', কারাই বা ব্রাত্যজন মোটা দাগে সেই সূক্ষ্ম বিচার করে ফেলল কলকাতা পুরসভা। নগরবাসীর করের টাকায় শহরে নাট্যচর্চা কেন্দ্র করতে বাৎসরিক সাড়ে ১৬ লক্ষ টাকা বরাদ্দের পুর-ঘোষণা হল সোমবার। নাট্যচর্চা পুর-পরিষেবার অন্তর্ভুক্ত কি না, সে বিতর্ক আছেই। এ দিন তাকে ছাপিয়ে গেল নাট্যচর্চার বরাত কারা পেল, সেই প্রশ্ন। কারণ পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে 'বিনোদিনী রেপার্টরি' গড়তে নাট্যস্বজন নামে যে সংস্থার হাতে দায়িত্ব যাচ্ছে, তার দুই স্তম্ভ হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


ADVERTISEMENT

মাত্র ১ টাকা দাওয়াইয়ে খুশি নন বাস মালিকরা

জেদ ছেড়ে শেষ পর্যন্ত বাসভাড়া বাড়াতে রাজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত দু'বছরে জ্বালানি-সহ পরিবহণের বিভিন্ন খরচ যে হারে বেড়েছে, তার তুলনায় সামান্যই। সরকারি-বেসরকারি সব বাস ও মিনিবাসের ভাড়া প্রতি ধাপে বাড়ছে এক টাকা করে। দীর্ঘ টালবাহানার পরে সরকারের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন বাস মালিকরা। শনিবার সরকারের সিদ্ধান্ত জানার পরই তাঁরা বলেছেন, "ভেন্টিলেশনে ছিলাম। বেডে এলাম। কিন্তু এতে সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই।"

নিজস্ব সংবাদদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


লালু-নীতীশ যুগলবন্দি সফল, উপনির্বাচনে ধাক্কা বিজেপির

লোকসভা ভোটের ফল দেখে দু'জনেরই প্রমাদ গুনেছিলেন। তার পর দীর্ঘ দ্বৈরথ সরিয়ে রেখে হাত মিলিয়েছিলেন পরস্পরের। সোমবার উপনির্বাচনের ভোটবাক্স খোলার পরে দেখা গেল, লালু প্রসাদ-নীতীশ কুমার যুগলবন্দি রুখে দিয়েছে বিজেপির জয়রথ। তাঁদের সঙ্গে যোগ্য সঙ্গত করেছে কংগ্রেসও। ১০-এর মধ্যে ৬-৪ আসনে এই জোট হারিয়ে দিয়েছে বিজেপি-কে।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


মোদীর একশো দিনে হারের খোঁচা

তিন মাস আগে লোকসভা ভোটের ফল প্রকাশের পরে চূড়ান্ত হতাশায় ডুবে গিয়েছিল কংগ্রেস। আজ সেই ঘরেই সামান্য হলেও খুশির হাওয়া। বিহার তো বটেই, কর্নাটক, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবের উপনির্বাচনের ফল থেকে ভাল খবর পেয়েছে ২৪ আকবর রোড। তবু কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, মোদী-ঝড়ের গতি হয়তো কমেছে, কিন্তু এখনও তা শেষ হয়ে যায়নি।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


লালুর ছবিতেই মিষ্টিমুখ, উৎসবে মাতলেন নীতীশ

এমন খুশির দিনে পটনায় থাকতে পারলেন না শুধু লালুপ্রসাদ যাদব। তাই ছবিতেই তাঁকে মিষ্টিমুখ করালেন অনুগামীরা! মাস তিনেকের মধ্যে এ ভাবেই পাল্টে গেল বিহারের রাজনীতির ছবি। লোকসভা ভোটের ফল ঘোষণার দিন শুনশান থাকা পটনার আরজেডি, জেডিইউ অফিসের সামনে আজ ভিড় জমল। ফাটলো আতসবাজি। স্লোগান উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। উল্টো দিকে, বিকেলে প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হাজির হলেন হাতে গোনা কয়েক জন নেতা।

স্বপন সরকার

২৬ অগস্ট, ২০১৪

e e e


সারদার 'কলম' নিয়ে জেরা সাংসদকে

সারদা কেলেঙ্কারিতে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের সামনে শাসক দলের সাংসদ। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানকে দিনভর জেরা করেন ইডির তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, ২০১০ সালে আজাদ হিন্দ নামে একটি উর্দু পত্রিকা এবং ২০১২ সালে কলম নামে একটি বাংলা পত্রিকা কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সেই দু'টি পত্রিকারই সম্পাদক ছিলেন ইমরান। পরে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


সিবিআই, ইডির দফতরে বাড়ল নিরাপত্তা

পাঁচিলের উপর লোহার রেলিং তো ছিলই। এ বার তার উপর বসছে কাঁটাতারও। সল্টলেকের সিজিও (সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস) কমপ্লেক্সে। যেখানে রয়েছে সারদা কেলেঙ্কারির দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-র দফতর। যেখানে ডেকে পাঠানো হচ্ছে বিভিন্ন প্রভাবশালী মানুষকে, যাঁদের নাম সারদা-তদন্তে কোনও না কোনও ভাবে উঠে আসছে।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


ধর্ষণ-খুনের হুমকির মামলা শুরু, অধরাই তৃণমূল নেতা

জমি বিক্রির বকেয়া টাকা চাইতে বাড়িতে গেলে উপ-পুরপ্রধান তাঁর মেয়েকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন মেদিনীপুর শহরের শরৎপল্লির এক বিধবা। সোমবার তাঁর অভিযোগ, ওই হুমকির দু'দিন পরে বাড়ি বয়ে এসেও মেদিনীপুরের তৃণমূল উপ-পুরপ্রধান জিতেন্দ্রনাথ দাস ফের মেয়েকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


এ বার বোর্ড বনাম ধোনি

বোর্ডের ঘরের ছেলে কি এ বার বিদ্রোহী? এই প্রশ্নে তোলপাড় দেশের ক্রিকেট মহল। জাডেজা-অ্যান্ডারসন বিতর্কেও ধোনি কার্যত বোর্ডের বিরুদ্ধে গিয়েই নিজের অবস্থানে অনড় ছিলেন। এ বার বুঝিয়ে দিলেন রবি শাস্ত্রীকে ডানকান ফ্লেচারের মাথার উপর বসানোর সিদ্ধান্ত মোটেই পছন্দ নয় তাঁর। তাই বোর্ডের একাংশ এ বার এই বিদ্রোহী অধিনায়ককে দমাতে মরিয়া হয়ে উঠল।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


3

ফেডেরারকে 'বেটারার' করছে ফিটনেস আর এডবার্গ

4

সাফল্য পাওয়ার জন্য আমার তারকা ফুটবলার দরকার নেই

5-1

পায়ে বল আর চোখে জল নিয়ে কয়েদিদের আবেগ হারাল ফুটবলকে

6

সুভাষের ধমকানি আর্মান্দোকে প্রশংসা


পাক হামলা নিয়ে বৈঠক রাজনাথের

বুলেটের জবাব বুলেট সীমান্ত সংঘর্ষ নিয়ে পাকিস্তানকে রবিবারই হুঁশিয়ারি দিয়েছিল ভারত। তার পর কয়েক ঘণ্টাও কাটেনি, আক্রমণের তীব্রতা বহু গুণ বাড়িয়ে দিল পাক রেঞ্জার্স। কাল সারা রাত ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর ৪০টি সেনা ছাউনি ও ২৪টি গ্রামের দিকে গুলিগোলা ও মর্টার ছুড়েছে তারা। একই ক্ষমতার অস্ত্র দিয়ে প্রতি-আক্রমণ করেছে ভারতও। গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন জন। কুপওয়ারায় শনিবার রাতে জঙ্গি দমন অভিযান শুরু করেছিল সেনা। আজ সেখানকার কেরন ও কালারুসে দুটি পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছে এক জঙ্গি। মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।

নিজস্ব প্রতিবেদন

২৬ অগস্ট, ২০১৪

e e e


শূন্য আসন ভরাতে যাদবপুরে মুক্ত কাউন্সেলিং

ইদানীং প্রায় প্রতি বছরই ইঞ্জিনিয়ারিংয়ে আসন ফাঁকা থাকছে। এ বার কিন্তু একেবারে রেকর্ড গড়েছে ফাঁকা আসনের সংখ্যা! এই অবস্থায় ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁকা আসন পূরণের জন্য 'ওপেন' বা মুক্ত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় নিজেই কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই সব আসনে ছাত্রছাত্রী ভর্তি করবে। এ ভাবে ওপেন কাউন্সেলিংয়ের মাধ্যমে যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি এ বারেই প্রথম।

নিজস্ব সংবাদদাতা

২৬ অগস্ট, ২০১৪

e e e


জমি দখলে পুর-মদত, তির মেয়রের দিকে

পঁচিশ বছর আগের ঘটনারই যেন পুনরাবৃত্তি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের রংটা বদলে গিয়েছে। আড়াই দশক আগে বেহালার পর্ণশ্রীতে কেন্দ্রীয় সরকারি উদ্বাস্তু আবাসনের ফাঁকা জমি পুরসভার মদতে বেহাত হওয়ার অভিযোগ তুলেছিলেন এলাকার তদানীন্তন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিকার চেয়ে তিনি তখন চিঠি লিখেছিলেন কেন্দ্রকে। এখন আবার একই অভিযোগের তিরে বিদ্ধ কলকাতা পুরসভা।

অনুপ চট্টোপাধ্যায়

২৬ অগস্ট, ২০১৪

e e e


আমির রেজার কণ্ঠস্বরই শনাক্তকরণের হাতিয়ার

দু'টি ফোনকল। একটি পেয়েছিলেন কলকাতার এক হোটেল-মালিক। অন্য ফোনটি 'কলার' করেছিলেন কলকাতার বাড়িতে নিজের মা-কে। কলকাতা পুলিশের হাতে থাকা ওই দু'টি টেলিফোন-কথোপকথনের রেকর্ডিং কলকাতারই পার্ক সার্কাসের আমির রেজা খানকে শনাক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) মনে করছে। কারণ, কলকাতায় ওই দু'টি ফোনকল-ই করেছিলেন আমির রেজা স্বয়ং।

সুরবেক বিশ্বাস

২৬ অগস্ট, ২০১৪

e e e


শিক্ষা আর লোক-উৎসবই গর্ব হাবরাবাসীর

'হাবরা' শহরের নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের মধ্যে অন্যতম সেরা শিক্ষা পরিকাঠামো ও ঐতিহ্যবাহী লোক উৎসবের নাম। পাশাপাশি এখানকার মিষ্টি, বিশেষ করে দই-কাঁচাগোল্লার সুখ্যাতি তো গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। মূলত ও পার বাংলা থেকে মানুষ এসে হাবরায় বসতি গড়ে তোলেন। এলাকার পুরনো বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে তাঁরাই গড়ে তোলেন হাবরা শহর। পরবর্তী সময়ে বহু উন্নয়নের সাক্ষী থাকলেও যানজটের যন্ত্রণা থেকে শহরবাসীর রেহাই মেলেনি।

সীমান্ত মৈত্র

২৬ অগস্ট, ২০১৪

e e e


h1

তৃণমূলের দ্বন্দ্বেই বাঁকড়ায় মৃত্যু যুবকের, অভিযোগ

m3

জমি মহার্ঘ, রেলশহরে ঝোঁক বাড়ছে বহুতলে

2

বহুতলে মুখ ঢাকছে রামপুরহাট

3

রাস্তা সারানোর দাবি নিয়ে জমায়েতে পুলিশের লাঠি


ব্যবসা

অধিগ্রহণ করে শিল্পকে

জমি দিচ্ছে বিহার

রাজ্য জুড়ে উর্বর জমি। তার মধ্যেও শিল্পের জন্য জমি জোগাড় করতে তাদের যে অধিগ্রহণে আপত্তি নেই, তা স্পষ্ট করে দিল প্রতিবেশী রাজ্য বিহার। বিহারের শিল্প সচিব নবীন বর্মা সোমবার এক অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় জানান, কোনও শিল্প সংস্থা নির্দিষ্ট ভাবে জমির চাহিদা জানালেই তাঁরা তা অধিগ্রহণে উদ্যোগী হবেন।

2

২৬ অগস্ট, ২০১৪

e e e

রাজ্য

১২ টাকায় আলু খাওয়ালে মিলবে রফতানির ছাড়পত্র

তোমরা আমাকে ১২ টাকায় আলু দাও, আমি তোমাদের রফতানির অনুমতি দেব। সোমবার নবান্নে আলু ব্যবসায়ীদের ডেকে এমনই শর্ত দিল রাজ্য সরকার। চাহিদা ও জোগানের স্বাভাবিক নিয়ম অগ্রাহ্য করে জোরজবরদস্তি বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের ভোগান্তি বাড়িয়েছে প্রশাসন। পর্যাপ্ত উৎপাদন সত্ত্বেও সরকার ভিন্ রাজ্যে আলু পাঠানোর উপরে নিষেধাজ্ঞা জারি করায় দুর্ভোগ আরও বেড়েছে বলে আমজনতার অভিযোগ।

২৬ অগস্ট, ২০১৪

e e e

রাজ্য

বাংলায় দল সামলাতে বার্তা সনিয়া গাঁধীর

পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙনে উদ্বিগ্ন সনিয়া গাঁধী চাইছেন, জড়তা ঝেড়ে ফেলে আন্দোলনের পথেই থাকুক দল। বিহার, কর্নাটক, পঞ্জাবের মতো রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ফল যে দিন স্বস্তির বার্তা বয়ে নিয়ে এসেছে ১০ জনপথে, সে দিনই বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সভানেত্রী সবিস্তার মতামত নিলেন বর্ষীয়ান নেতা সোমেন মিত্রের।

২৬ অগস্ট, ২০১৪

e e

রাজ্য

শ্রমমন্ত্রীর দ্বারস্থ আর এক কাগজকল

এক কাগজকলে সমস্যা মিটতে না মিটতেই সিন্ডিকেট ও লোক নিয়োগের চাপের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হল দুর্গাপুরের আরও একটি নির্মীয়মাণ কাগজকল। 'উপযুক্ত পরিবেশ নেই' জানিয়ে শুক্রবার কাজ বন্ধের নোটিস ঝুলিয়েছিলেন দুর্গাপুরের প্রতাপপুরের কাগজকল কর্তৃপক্ষ। সোমবার তাঁদের সঙ্গে নবান্নে বৈঠক করে কাজ শুরু করতে বলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

২৬ অগস্ট, ২০১৪

e e e

রাজ্য

তোলাবাজির রাজ্যে শিল্প কোথায়, প্রশ্ন শ্রমিক-মঞ্চে

বন্ধ ও রুগ্ণ কারখানা খোলার দাবিতে কলকাতায় এ বার রাতভর অবস্থানে বসল সবক'টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন। রানি রাসমণি অ্যাভিনিউয়ে সেই অবস্থানের প্রথম দিনে রাজ্যে শিল্পের পরিবেশ নিয়েই ফের সংশয় প্রকাশ করলেন শ্রমিক নেতারা। সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীর কথায়, রাজ্যে অরাজক অবস্থা।

২৬ অগস্ট, ২০১৪

e e e

কলকাতা

রাজনীতির জমি দখলেই সিন্ডিকেটের যুদ্ধ-সাজ

নিউ টাউনে সিন্ডিকেটের জমি দখলের ব্যবসার কথা তো প্রকাশ্যেই শোনা যায়। কিন্তু তার পিছনেই রয়ে যায় আর এক জমি দখলের গল্প। এ জমি রাজনীতির জমি! নিউ টাউন-রাজারহাটের নির্মাণকাজ শুরু হতেই দানা বেঁধেছিল সিন্ডিকেট। অভিযোগ, তৎকালীন বাম নেতাদের একাংশের ছত্রচ্ছায়াতেই বেড়ে উঠেছে একের পর এক দল। অনুগত সৈনিক তৈরি করেছেন 'দাদা'।

২৬ অগস্ট, ২০১৪

e e e

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

বিজেপির সঙ্গে হাতাহাতি,

দাঁতনে তিরবিদ্ধ তৃণমূল কর্মী

পুজো নিয়ে সর্বদল বৈঠকে অশান্তি চলাকালীন তিরবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। রবিবার রাতে দাঁতন-১ ব্লকের আলিকষা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের এই ঘটনায় জখম ধীরেন মাইতিকে রাতেই মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকেই। তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।

m4

২৬ অগস্ট, ২০১৪

e e e

স্বাস্থ্য

কষ্টের শেষ, অস্ত্রোপচারে প্রাণ আর ভাষা পেল রিয়া

সে বোবা নয়, তা সত্ত্বেও প্রথম কথা বলতে এগারো বছর সময় লাগল রিয়া-র! জীবনের এগারোতম বছরে এসে সে মনের কথা মুখে প্রকাশ করতে পারল এবং প্রথম চিবিয়ে খাবার খেতে পারল! এত সময় লাগার কথা ছিল না। কিন্তু রিয়ার ক্ষেত্রে পাঁচ-পাঁচটি মূল্যবান বছর পার হয়েছিল সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের তারিখের জন্য হত্যে দিয়ে।

sw1

২৬ অগস্ট, ২০১৪

e e e


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...