THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Sunday, June 9, 2013

রাজ্যের থেকে কেড়ে নেওয়া হতে পারে কুলটি কোল ব্লক

রাজ্যের থেকে কেড়ে নেওয়া হতে পারে কুলটি কোল ব্লক

রাজ্যের থেকে কেড়ে নেওয়া হতে পারে কুলটি কোল ব্লক
নয়াদিল্লি: প্রায় সাত বছর আগে পাওয়া কয়লা ব্লকে কোনওরকম কাজ শুরু করতে না পারার জন্য রাজ্য খনিজ উন্নয়ন ও বিপণন নিগমের (ডব্লুবিএমডিটিসি) কাছ থেকে ওই ব্লক কেড়ে নেওয়া হতে পারে৷ কেন্দ্রীয় কয়লা মন্ত্রক ২০০৬ সালের ২ অগস্ট আসানসোলের কাছে কুলটিতে ২১ লক্ষ টনের একটি কয়লা ব্লক দিয়েছিল ডব্লুবিএমডিটিসিকে৷ কিন্ত্ত এখনও পর্যন্ত ওই ব্লকের কোনও উন্নয়ন না ঘটানার জন্য কয়লা মন্ত্রক এ ব্যাপারে চিঠি দিয়ে ৭০ লক্ষ টাকা ব্যাঙ্ক গ্যারান্টি চেয়েছে৷ 

দ্য কোল কন্ট্রোলারস অরগানাইজেশনের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, 'চিঠি পাঠানোর দিন থেকে তিন মাসেরমধ্যেডব্লুবিএমডিটিসি-কে৭০লক্ষটাকারব্যাঙ্কগ্যারান্টিদিতেহবে৷ওইসময়েরমধ্যেডব্লুবিএমডিটিসিটাকাদিতেনাপারলেব্লকটিকেড়েনেওয়াহতে পারে৷' 

২০০৬ সালে ব্লকটি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল৷ ওই ব্লকে ২১ কোটি টন কয়লা রয়েছে৷ কয়লা মন্ত্রকেরচিঠিতে বলা হয়েছে, 'সব দিকবিবেচনা করে দেখেআপ্তমন্ত্রকগোষ্ঠী মনে করে যে, বারেবারেইনির্ধারিতসময়সীমারমধ্যে কাজ শুরুকরতেব্যর্থহলেওএখনইব্লককেড়েনেওয়ার সময়আসেনি৷ তাই একবছরেররয়্যালটিরসমানঅর্থমূল্যব্যাঙ্কগ্যারান্টিহিসাবেদাখিল করলেসংশ্লিষ্টসংস্থাকে আরও এক বছর সময় দেওয়াযেতেপারে৷' 

ব্লকটি বণ্টনের সময় বলা হয়েছিল যে, 'খোলামুখ খনি হলে চিঠি পাওয়ার দিন থেকে ৩৬ মাসের মধ্যে (অরণ্যএলাকাথাকলে৪২ মাস) ও ভূগর্ভস্থখনি হলে ৪৮মাসেরমধ্যে (অরণ্যএলাকা থাকলে৫৪ মাস) ব্লকটিরউন্নয়নঘটাতেহবে৷ তিন মাসেরমধ্যেজানাতে হবে কয়লাব্লকের উন্নয়ন ও মূলপ্রকল্পের (এন্ড ইউজ প্রজেক্ট, যেজন্যব্লকটিদেওয়াহয়েছে) 'সিডিউল'সম্বন্ধে, অর্থাত্ কবে এবং কীভাবেউন্নয়নঘটাতেহবে৷ 

গত বছর ৪ মে কয়লা মন্ত্রক ডব্লুবিএমডিটিসি-কে কারণ দর্শানোরও নোটিশ পাঠায়৷ তাতেই বলা হয়যে,২০১২সালেরজানুয়ারিরবৈঠকেইতারাস্পষ্টভাবেজানিয়েদিয়েছিলযেব্লকেরউন্নয়নে সংশ্লিষ্টসংস্থাযথেষ্টগুরুত্বদিচ্ছেনা বলেতাদেরধারনা৷বনদপ্তরেরছাড়পত্র, জমি অধিগ্রহণ-সহ বিভিন্নগুরুত্বপূর্ণকাজইবাকিথেকেযাওয়াওমন্ত্রকেরনজরেএসেছে৷ 

২৩ মে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে ১০১৫ সালের মধ্যেই ছ'টি ব্লকের সবক'টিতেইউন্নয়নঘটানোহবে৷এরমধ্যেকুলটিওরয়েছে৷সবক'টিব্লকেরউন্নয়নঘটিয়েরাজস্ব বাড়ানোইলক্ষ্য৷শুধমাত্রবাঁকুড়ারবড়জোড়া ওবীভূমেরপাঁচমিতেউন্নয়নঘটিয়েইডব্লুবিএমডিসি লাভের মুখ দেখেছে৷২০০৬সালেব্লকটিনেওয়াহলেওউন্নয়ননাঘটিয়েপূর্বতন বামফ্রন্টসরকারসেটিফেলেরেখেছিল বলে জানিয়েছিলেনমন্ত্রী৷কয়লামন্ত্রকও ৪ মে২০১২য়লেখা চিঠিতেপ্রায়সবব্যাপারইফেলেরাখার কথা জানিয়েছিল৷ 

এই মন্ত্রীগোষ্ঠীর মধ্যে রয়েছে শক্তি, ইস্পাত, বাণিজ্য, বাণিজ্য নীতি নির্ধারণকারী বিভাগ (ডিআইপিপি), আইনপ্রভৃতিমন্ত্রক৷বিভিন্নপ্রকল্পেরজন্যবণ্টন করা ব্লকেরউন্নয়নঘটানোহচ্ছে কিনাসেব্যাপারেদেখভাল করা, মূল প্রকল্পের (যেজন্যব্লকটিদেওয়াহয়েছে)অগ্রগতিখতিয়ে দেখেপরামর্শদেওয়া ও প্রয়োজনেবণ্টিতব্লককেড়েনেওয়ারক্ষমতাওএইআন্তঃমন্ত্রীগোষ্ঠীকে দেওয়াহয়েছে৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...