THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Thursday, October 31, 2013

ধনতেরাসের আগে অফারের বন্যা গয়নায়

ধনতেরাসের আগে অফারের বন্যা গয়নায়
gold
এই সময়: পাকা সোনার দাম ৩২,০০০ টাকার উপর৷ গয়না সোনা ৩০,৩২৫ টাকা প্রতি ১০ গ্রাম৷ ধনতেরাসের আগে ক্রেতা টানতে তাই বিভিন্ন ধরনের লোভনীয় ছাড় এবং অফার দিচ্ছে গয়না বিক্রেতারা৷ চলতি সপ্তাহে দেশে গয়নার বিক্রি গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে বলেই দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ীরা৷ শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহে দোকানে দোকানে ভিড় জমতে শুরু করেছে বলেই জানিয়েছেন নামী ও অনামী গয়না সংস্থাগুলি৷ ছাড় ও অফারের সুযোগ নিতে ক্রেতারাই ঝাঁপিয়ে পড়ছেন বলেই মত অধিকাংশের৷

ডি কে বসাক জুয়েলার্স সংস্থার এক আধিকারিক বলেন, 'সোনার গয়নার মজুরিতে আমরা ২০ শতাংশ ছাড় দিচ্ছি, হিরের গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড়৷' তাছাড়া, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার কেনাকাটা করলে সোনার গিফটও দেওয়া হচ্ছে ক্রেতাদের৷ এ ছাড়া অন্যান্য কেনাকাটার উপরও উপহার দিচ্ছে ডি কে বসাক জুয়েলার্স৷ এই সব অফার চলবে ২ নভেম্বর অর্থাত্‍ দীপাবলির দিন পর্যন্ত৷

সেনকো গোল্ডও ধনতেরাস উপলক্ষ্যে ছাড় দিচ্ছে ২ নভেম্বর পর্যন্ত৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই মরসুমে হিরের গয়নার মজুরির উপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ সোনার গয়নার মজুরির উপর ২০ শতাংশ ছাড় রয়েছে৷ প্ল্যাটিনামের উপর ৫০ শতাংশ৷ ৩০ হাজার টাকার উপর গয়নার কেনাকাটা করলে রূপোর গণেশ মূর্তি উপহার পাবেন ক্রেতারা৷ এ ছাড়া কস্টিউম জুয়েলারি গসিপ কালেকশনের উপরও ১০ শতাংশ ছাড় মিলছে৷

একই রকম ছাড় দিচ্ছে পি সি চন্দ্র জুয়েলার্স৷ অফার চলবে ১ নভেম্বর পর্যম্ত৷ হিরের গয়নার মজুরিতে আট শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সোনার গয়নার ক্ষেত্রে ২০ শতাংশ৷ ধনতেরাস উপলক্ষ্যে গ্রাহকদের জন্য চার কোটি টাকা মূল্যে উপহারের সম্ভার সাজিয়েছে পি সি চন্দ্র জুয়েলার্স৷

অঞ্জলি জুয়েলার্স কর্তৃপক্ষ জানান, এ সপ্তাহ জুড়ে লাকি ড্র চলছে সংস্থার বিভিন্ন শো-রুমে৷ প্রতি এক ঘণ্টায় একজন ভাগ্যবানকে বেছে নেওয়া হবে ড্রয়ের মাধ্যমে এবং তাঁর গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে৷ এ ছাড়া সোনার গয়নাতেও ২০ শতাংশ ছাড় দিচ্ছে অঞ্জলি৷ হিরের গয়নায় ২৫ শতাংশ, ৬৫ শতাংশ এবং ৮৫ শতাংশ ছাড় মিলছে৷ গ্রহরত্নের উপর ১০ শতাংশ ছাড় চলছে৷ লাকি ড্রয়ের মাধ্যমে বিভিন্ন বিজয়ীকে সোনার নেকলেস, এলইডি টিভি, ট্যাব, হিরের পেনডেন্ট উপহার দেওয়া হচ্ছে৷
লাকি ড্রয়ের পন্থা নিয়েছে বি সি সেন জুয়েলার্সও৷ সংস্থার তরফে জানানো হয়েছে, হিরের গয়নায় আট শতাংশ এবং সোনার গয়নায় ২০ শতাংশ ছাড় মিলছে শো-রুমে৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...