THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Thursday, October 31, 2013

বেঁকে বসল ব্যাঙ্ক, অনিশ্চিত মমতার বিনিয়োগ প্রকল্প

বেঁকে বসল ব্যাঙ্ক, অনিশ্চিত মমতার বিনিয়োগ প্রকল্প

এই সময়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী 'সেফ সেভিংস স্কিম' চালু নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া এ ধরনের প্রকল্প আদৌ চালু করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা না-পেলে ব্যাঙ্কগুলি কোনও আমানত জমা নেবে না বলে জানিয়ে দিয়েছে৷ 


সারদা-কাণ্ডের পর এ রাজ্যের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে আর সারদার মতো বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হন, সেই উদ্দেশ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ সেভিংস স্কিম' চালুর কথা ঘোষণা করেন৷ এই প্রকল্পে বিনিয়োগের জামিন থাকবে রাজ্য সরকার৷ প্রকল্পটি তত্ত্বাবধান করবে রাজ্য সরকারেরই সংস্থা পশ্চিমবঙ্গ পরিকাঠামো বিত্ত উন্নয়ন নিগম (ডব্লুবিআইডিএফসি)৷ এতে আমানতের টাকা জমা হবে ব্যাঙ্ক মারফত, কিন্ত্ত সুদ দেবে বিত্ত উন্নয়ন নিগম৷ 

এই প্রকল্পে একজন বিনিয়োগকারী ন্যূনতম ১,০০০ টাকা এবং সর্বাধিক ১ লক্ষ টাকা জমা রাখতে পারবেন এক থেকে পাঁচ বছর মেয়াদে৷ এলাহাবাদ ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাঙ্কের যে কোনও শাখায় সেফ সেভিংস স্কিমে বিনিয়োগের টাকা আমানতকারীরা জমা করতে পারবেন৷ 

এই প্রকল্পে বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যাবে তা দেবে ডব্লুবিআইডিএফসি৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওই সুদের হার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সমমেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হারের চেয়ে কম হবে না৷' প্রকল্পটির আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার কথা ৬ নভেম্বর থেকে৷ সেই লক্ষ্যে বুধবার ডব্লুবিআইডিএফসির পক্ষ থেকে প্রকল্পটির বিশদ বিবরণ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়, এ রাজ্যে এলাহাবাদ ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাঙ্কের যে কোনও শাখায় সেফ সেভিংস স্কিমে বিনিয়োগের টাকা আমানতকারীরা জমা করতে পারবেন৷

কিন্ত্ত, ওই বিজ্ঞাপন প্রকাশের পরেই এলাহাবাদ ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, 'ব্যাঙ্ক-কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন বিত্ত নিগম তাদের সেফ সেভিংস স্কিমের অন্যতম ব্যাঙ্কার হিসাবে এলাহাবাদ ব্যাঙ্কের নাম বিজ্ঞাপনে ছাপিয়েছে৷ বিনা অনুমতিতে ব্যাঙ্কের নাম সংযুক্ত করার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সাবধান করতে চায় যে, এলাহাবাদ ব্যাঙ্কের কোনও শাখা ওই প্রকল্পের অধীনে কোনও আমানত জমা নেবে না৷' শুধু এলাহাবাদ ব্যাঙ্কই নয়, রাজ্য সরকারের সেফ সেভিংস স্কিমের টাকা এখনই জমা নিতে চায় না আরও দু'টি ব্যাঙ্ক৷ 

রাজ্য সরকারের সেফ সেভিংস স্কিমের টাকা জমা নেওয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এই অনীহা কেন? 

কারণ একাধিক৷ প্রধান কারণ, ব্যাঙ্ক নয় এমন কোনও ফিনান্স কোম্পানির (এ ক্ষেত্রে ডব্লুবিআইডিএফসি) সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের আমানত ব্যাঙ্কগুলি সংগ্রহ করতে পারে কি না৷ এলাহাবাদ ব্যাঙ্কের চেয়ারপার্সন শুভলক্ষ্মী পানসে বৃহস্পতিবার জানান, 'আমরা জানি, কোনও নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি কোনও সঞ্চয় বা বিনিয়োগ প্রকল্প চালু করলে সেই প্রকল্পে বিনিয়োগকারীদের আমানত ব্যাঙ্ক সংগ্রহ করতে পারে না৷ তাই, ডব্লুবিআইডিএফসির সেফ সেভিংস স্কিমে আমানতকারীদের টাকা ব্যাঙ্ক সংগ্রহ করতে পারে কি না, সে নিয়ে স্পষ্ট নির্দেশিকা আমরা রিজার্ভ ব্যাঙ্কের কাছে চেয়েছি৷ সেই ব্যাখ্যা না-পাওয়া অবধি আমাদের ব্যাঙ্কের কোনও শাখা ওই প্রকল্পে বিনিয়োগকারীদের কোনও আমানত জমা নেবে না৷ এই কথা আমরা রাজ্য সরকারকেও জানিয়ে দিয়েছি৷' 

ব্যাঙ্কিং সূত্রের খবর, সেফ সেভিংস স্কিমের আওতায় ব্যাঙ্কগুলিকে কী হারে কমিশন দেবে ডব্লুবিআইডিএফসি তা নিয়েও কোনও ঐকমত্য হয়নি৷

ডব্লুবিআইডিএফসির বিজ্ঞাপন অনুযায়ী, এক থেকে চার বছর মেয়াদে টাকা রাখলে আমানতকারীরা ৯ শতাংশ হারে সুদ পাবেন৷ পাঁচ বছর মেয়াদে টাকা রাখলে পাবেন ৯.২৫ শতাংশ হারে৷ কিন্ত্ত, সমমেয়াদের ফিক্সড ডিপোজিটে তাদের নিজেদের গ্রাহকদেরই এর চেয়ে কম হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কগুলি৷ যেমন, এলাহাবাদ ব্যাঙ্ক তিন থেকে পাঁচ বছরের মেয়াদি আমানতে ৮.৭৫ হারে সুদ দেয়, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু' থেকে পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বর্তমানে সুদ দিচ্ছে ৮.৭৫ শতাংশ হারে৷ 

তাই, ব্যাঙ্কের চেয়ে বেশি হারে সুদ দেওয়ার গ্যারান্টি দেওয়া ডব্লুবিআইডিএফসির সঞ্চয় প্রকল্পে আমানত কী ভাবে সংগ্রহ করবে ব্যাঙ্কগুলি, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে৷ ব্যাঙ্কিং মহলের অনুমান, কোনও নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিকে লগ্নি প্রকল্পে বিনিয়োগকারীদের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমে তোলার অনুমতি দিলে রিজার্ভ ব্যাঙ্ক এক অভূতপূর্ব দৃষ্টান্ত তৈরি করবে৷ রিজার্ভ ব্যাঙ্ক আদৌ সেই অনুমতি দেবে কি না, তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...